Kolkata Metro: চলতি মাসের শেষেই আরও একটি নতুন রুটে চালু হচ্ছে মেট্রো পরিষেবা! বিরাট উপহার কলকাতা মেট্রোর

Last Updated:
Kolkata Metro: চলতি মাসের শেষেই চালু হতে চলেছে কলকাতার আরও একটি নতুন রুটে মেট্রো পরিষেবা। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ।
1/5
কলকাতা: চলতি মাসের শেষেই চালু হতে চলেছে কলকাতার আরও একটি নতুন রুটে মেট্রো পরিষেবা। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন হতে পারে এই মেট্রো পথের।
কলকাতা: চলতি মাসের শেষেই চালু হতে চলেছে কলকাতার আরও একটি নতুন রুটে মেট্রো পরিষেবা। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছেন মেট্রো কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন হতে পারে এই মেট্রো পথের।
advertisement
2/5
নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে আপাতত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে ৩২ কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (কলকাতা মেট্রোর দীর্ঘতম করিডর) মোট ৯.৯ কিমি অংশে মেট্রো ছুটবে।
নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে আপাতত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে ৩২ কিলোমিটারের নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (কলকাতা মেট্রোর দীর্ঘতম করিডর) মোট ৯.৯ কিমি অংশে মেট্রো ছুটবে।
advertisement
3/5
সেক্ষেত্রে যে কোনও যাত্রী মেট্রো পথে দক্ষিণেশ্বর বা হাওড়া ময়দান থেকে বেলেঘাটায় (মেট্রোপলিটন) চলে আসতে পারবেন।নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো স্টেশন ১) কবি সুভাষ (নিউ গড়িয়া)। ২) সত্যজিৎ রায়। ৩) জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর)। ৪) কবি সুকান্ত (কালিকাপুর)। ৫) হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। ৬) ভিআইপি বাজার বা টেগোর পার্ক। ৭) ঋত্বিক ঘটক (পঞ্চান্নগ্রাম)। ৭) বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি)। ৮) বেলেঘাটা।
সেক্ষেত্রে যে কোনও যাত্রী মেট্রো পথে দক্ষিণেশ্বর বা হাওড়া ময়দান থেকে বেলেঘাটায় (মেট্রোপলিটন) চলে আসতে পারবেন।নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো স্টেশন১) কবি সুভাষ (নিউ গড়িয়া)।২) সত্যজিৎ রায়।৩) জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর)।৪) কবি সুকান্ত (কালিকাপুর)।৫) হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)।৬) ভিআইপি বাজার বা টেগোর পার্ক।৭) ঋত্বিক ঘটক (পঞ্চান্নগ্রাম)।৭) বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি)।৮) বেলেঘাটা।
advertisement
4/5
আগামী ২৪ এপ্রিল রাজ্যের একাধিক অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত স্টেশনের উদ্বোধন হবে। বেশ কিছু নয়া লাইনের উদ্বোধন হবে।
আগামী ২৪ এপ্রিল রাজ্যের একাধিক অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত স্টেশনের উদ্বোধন হবে। বেশ কিছু নয়া লাইনের উদ্বোধন হবে।
advertisement
5/5
অন্য দিকে আগামী সপ্তাহেই শিয়ালদহ ও এসপ্ল্যানেড অংশ পরিদর্শন করতে পারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।
অন্য দিকে আগামী সপ্তাহেই শিয়ালদহ ও এসপ্ল্যানেড অংশ পরিদর্শন করতে পারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।
advertisement
advertisement
advertisement