ছাদের ঘরে 'একা' ঘুমাচ্ছিল মেয়েটি..., সকাল সকাল বাবা এসে আদর করে দরজা খুলতেই, এ কী 'দৃশ্য'! দেখেই শিউরে উঠলেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kaushambi News: সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকেই নানা ঘটনা ও দৃশ্য শেয়ার করে যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দেশে ও দেশের বাইরে। কিছু কিছু ঘটনা যেমন হয় মজাদার, তেমনই আবার কোনও কোনও ঘটনা বা দৃশ্যের অভিঘাত এমনই হয় যা দেখলে শিউরে উঠতে হয়।
advertisement
advertisement
কৌশাম্বির একটি বাড়ির দ্বিতীয় তলার ছাদে একটি ঘরে একা ঘুমাচ্ছিলেন এক তরুণী। কিন্তু রাতের অন্ধকারে তার সঙ্গে এমন কিছু ঘটে যা ভয়ঙ্কর। জানা যায়, রবিবার রাতে কোলহুয়া বরমপুর গ্রামের জ্যোতি সিং ওরফে সোনু (২৪) রাতের খাবারের পর দোতলার ছাদে তার ঘরে ঘুমাতে যান। সেইসময় তাঁর বাবা-মা সামনের অন্য ঘরে ঘুমাচ্ছিলেন।
advertisement
সকালে বাবা এসে মেয়েকে ডাকতে সেই ঘর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বেগতিক বুঝে বাবা প্রতিবেশীর ছাদ থেকে কোনওরকমে নানা উপায় করে তাঁর মেয়ের ঘরে পৌঁছন। সেখানে গিয়ে দেখেন বিছানায় পড়ে আছে মেয়ের রক্তমাখা দেহ। তাঁর শরীরে কোনও কাপড় ছিল না। সম্পূর্ণ বিবস্ত্র শরীর রক্তে মাখামাখি হয়ে পড়েছিল বিছানার উপর। Image Courtesy: News18
advertisement
advertisement
ঘটনায় সম্পূর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসপি ফিল্ড ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। পরিবার গণধর্ষণের পর হত্যার সন্দেহ প্রকাশ করেছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব চারটি দল গঠন করেছেন। শুরু হয়েছে তদন্ত। Image Courtesy News 18
advertisement
এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, পশ্চিম শারিরা থানা এলাকার কোলহুয়া বৈরামপুর গ্রামে ২৪ বছর বয়সি তরুণীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। হাতের শিরা কেটে ফেলা হয়েছে তাঁর। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। মৃতদেহটি হেফাজতে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত করা হচ্ছে। Image Courtesy News 18






