Kashmir Vande Bharat: দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাত্র ৩ ঘণ্টায় শ্রীনগর থেকে কাটরা, কাশ্মীরের বুকে যাত্রা শুরু হচ্ছে বন্দে ভারতের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৬ জুন, ২০২৫-এ ভূস্বর্গে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার, ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহু প্রতীক্ষিত কাটরা-শ্রীনগর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন ৷
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৬ জুন, ২০২৫-এ ভূস্বর্গে ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার, ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহু প্রতীক্ষিত কাটরা-শ্রীনগর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন। এর ফলে বৈষ্ণোদেবী দর্শন করে সরাসরি কাশ্মীর উপত্যকায় পৌঁছনো যাবে। পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। (Image: PTI)
advertisement
উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পের অধীনেই এই ট্রেন পরিষেবা চালু হচ্ছে। বিশেষ করে কাটরা-সাঙ্গালদান অংশের কাজ শেষ হওয়ার পর এই বন্দে ভারত চালু হচ্ছে। এটি কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে সরাসরি রেলপথে যুক্ত করবে। এই রুটে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, চেনাব সেতু এবং আঞ্জি খাদ সেতুও পড়বে। এগুলি যাত্রীদের জন্য অসাধারণ একটা অভিজ্ঞতা দেবে। (Photo Courtesy: Omar Abdullah/X)
advertisement
গত ১৯ এপ্রিল নরেন্দ্র মোদির জম্মু ও কাশ্মীরের সফরে যাওয়ার কথা ছিল। সেদিনই কাশ্মীরের প্রথম বন্দে ভারত উদ্বোধনের কথা ছিল মোদির। খারাপ আবহাওয়ার জন্য সেই সফর পিছিয়ে দেওয়া হয়। এর ঠিক ৩ দিন পরই ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হানা ঘটে। পাকিস্তানকেও পাল্টা ‘অপারেশন সিঁদুর’ দিয়ে মোক্ষম জবাব দেয় ভারত। স্থগিত করা হয় সিন্ধু জলচুক্তি। এবার অবশেষে ৬ জুন কাশ্মীর সফরে ভূস্বর্গে পা রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Photo Courtesy: Omar Abdullah/X)
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীর সফরে একগুচ্ছ কর্মসূচি থাকছে। বিশ্বের উচ্চতম ব্রিজ চেনাব সেতুর উদ্বোধন, কাটরা থেকে শ্রীনগরের বন্দে ভারত উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির। তার আগে, এদিন এলাকা পরিদর্শনে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গোটা পরিস্থিতি সরোজমিনে দেখে এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করেন ওমর। যে পোস্ট শেয়ার করে পরে নরেন্দ্র মোদিও তাঁর বার্তা দেন। সব মিলিয়ে সাজো সাজো রব জম্মু ও কাশ্মীর জুড়ে। (Photo Courtesy: Omar Abdullah/X)
advertisement
ওমর আবদুল্লাহ তাঁর পোস্টে লেখেন, ‘‘আগামিকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ব্যবস্থা পর্যালোচনা করতে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, চেনাব সেতু পরিদর্শন করেছি। আগামিকাল, শুক্রবার জম্মু ও কাশ্মীরের জন্য একটি যুগান্তকারী দিন, যখন অবশেষে, উপত্যকাটি দেশের বাকি অংশের সঙ্গে একটি রেল সংযোগের মাধ্যমে সংযুক্ত হবে যা প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হবে।’’ (Photo Courtesy: Omar Abdullah/X)