গতকাল দক্ষিণ কাশ্মীরের সবথেকে শীতলতম শহর হিসেবে চিহ্নিত হয়েছে পহেলগাঁও ৷ গতকাল পহেলগাঁও-র তাপমাত্রা ছিল মাইনাস ৫.১ ডিগ্রি ৷ দক্ষিণ কাশ্মীরে গুলমার্গের তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে ছিল মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস ৷ Photo Credit: Akash Misra