IN PICS | কর্ণাটক নির্বাচন: ইয়েদুরাপ্পার জয় নয়, এই জয় মোদি-শাহর জুটির

Last Updated:
1/10
কর্ণাট নির্বাচনের ফল আরও একবার ১০ বছর আগের স্মৃতি উস্কে দিল ৷ মনে করিয়ে দিল ২০০৮ সালের বিধানসভা নির্বাচন ৷ তবে, সেই লড়াইটা ছিল বিজেপি বনাম কংগ্রেসের লড়াই ৷ কিন্তু ২০১৮ সালের লড়াইটা ছিল সিদ্দারমাইয়া বনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের লড়াই ৷ (Photo: PTI)
কর্ণাট নির্বাচনের ফল আরও একবার ১০ বছর আগের স্মৃতি উস্কে দিল ৷ মনে করিয়ে দিল ২০০৮ সালের বিধানসভা নির্বাচন ৷ তবে, সেই লড়াইটা ছিল বিজেপি বনাম কংগ্রেসের লড়াই ৷ কিন্তু ২০১৮ সালের লড়াইটা ছিল সিদ্দারমাইয়া বনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের লড়াই ৷ (Photo: PTI)
advertisement
2/10
তবে, এই জয় ইয়েদুরাপ্পার জয় নয় ৷ মোদি এবং শাহের লড়াইয়ের জয় ৷ (Photo: PTI)
তবে, এই জয় ইয়েদুরাপ্পার জয় নয় ৷ মোদি এবং শাহের লড়াইয়ের জয় ৷ (Photo: PTI)
advertisement
3/10
কর্ণাটকে নিজেদের ক্ষমতা কায়েম করতে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি মোদি-শাহ জুটি ৷ (Photo: PTI)
কর্ণাটকে নিজেদের ক্ষমতা কায়েম করতে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি মোদি-শাহ জুটি ৷ (Photo: PTI)
advertisement
4/10
ভোটের প্রচার থেকে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি ৷ সমস্ত বিষয়েই মোদি-শাহ জুটি যে ম্যাজিকের মত কাজ করেছে কর্ণাটকে, তার প্রমাণ মিলল ভোটবাক্সে ৷ (Photo: PTI)
ভোটের প্রচার থেকে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি ৷ সমস্ত বিষয়েই মোদি-শাহ জুটি যে ম্যাজিকের মত কাজ করেছে কর্ণাটকে, তার প্রমাণ মিলল ভোটবাক্সে ৷ (Photo: PTI)
advertisement
5/10
ইয়েদুরাপ্পার থেকেও সাধারণ মানুষ বিজেপির শীর্ষ নেতাদের উপরই ভরসা রেখে যে ভোটবাক্সের বদল ঘটিয়েছে , সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল ৷ (Photo: PTI)
ইয়েদুরাপ্পার থেকেও সাধারণ মানুষ বিজেপির শীর্ষ নেতাদের উপরই ভরসা রেখে যে ভোটবাক্সের বদল ঘটিয়েছে , সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল ৷ (Photo: PTI)
advertisement
6/10
তবে, ভোটবাক্সের যে এত রদবদল ঘটতে পারে সেটি আন্দাজ করতে বেশ কিছুটা সময় লেগেছে বিজেপিরও ৷ কারণ ইয়েদুরাপ্পা ভোট প্রচারে নেমে সেভাবে সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারেননি ৷ (Photo: PTI)
তবে, ভোটবাক্সের যে এত রদবদল ঘটতে পারে সেটি আন্দাজ করতে বেশ কিছুটা সময় লেগেছে বিজেপিরও ৷ কারণ ইয়েদুরাপ্পা ভোট প্রচারে নেমে সেভাবে সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারেননি ৷ (Photo: PTI)
advertisement
7/10
তবে, কর্ণাটকে রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী আসতেই এক ঝটকায় বদলে গিয়েছিল সমস্ত রাজনীতির হিসেব নিকেশ ৷ (Photo: PTI)
তবে, কর্ণাটকে রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী আসতেই এক ঝটকায় বদলে গিয়েছিল সমস্ত রাজনীতির হিসেব নিকেশ ৷ (Photo: PTI)
advertisement
8/10
ইয়েদুরাপ্পাও কর্ণাটকে বিজেপির জেতা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন  (Photo: PTI)
ইয়েদুরাপ্পাও কর্ণাটকে বিজেপির জেতা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন (Photo: PTI)
advertisement
9/10
প্রতিটি ভোট প্রচারেই মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস যুগিয়েছেন ইয়েদুরাপ্পা ৷ আর তার ফল মিলল হাতেনাতে ৷ (Photo: PTI)
প্রতিটি ভোট প্রচারেই মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস যুগিয়েছেন ইয়েদুরাপ্পা ৷ আর তার ফল মিলল হাতেনাতে ৷ (Photo: PTI)
advertisement
10/10
তবে, এই জয় ইয়েদুরাপ্পার জয় নয় ৷ মোদি এবং শাহের লড়াইয়ের জয় ৷  (Photo PTI)
তবে, এই জয় ইয়েদুরাপ্পার জয় নয় ৷ মোদি এবং শাহের লড়াইয়ের জয় ৷ (Photo PTI)
advertisement
advertisement
advertisement