ঠিক কী ভাবে পালাতে পালাতে দেদার গুলি ছুড়ছিল বিকাশ, নিজেদের FIR এ চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল এসটিএফ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পুরো সিনেমার চিত্রনাট্যের ভিলেনকেও হার মানায় বিকাশের শঠ মস্তিষ্ক
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জুলাই মাসের ৩ তারিখে অহপরণ এবং খুনের চেষ্টার অভিযোগে বিকাশকে গ্রেফতার করতে যায় পুলিশ৷ তখনই বিকাশের দলবল পুলিশের উপরে হামলা চালায়৷ সেই ঘটনায় আট পুলিশকর্মী নিহত হন৷ এর পর পুলিশি অভিযানে বিকাশের বেশ কয়েকজন ঘনিষ্ঠ পুলিশি অভিযানে মারা যায়৷ মধ্যপ্রদেশে ধরা পড়ার পর গত ১০ জুলাই কানপুর আনার পথে পুলিশের সঙ্গে এনকাউন্টারে বিকাশ দুবেরও মৃত্যু হয়৷