ভিক্ষুক ভেবে যাকে জল দিল পুলিশ, তার পরিচয় জেনেই চক্ষু চড়কগাছ সকলের! তারপর...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
জল খাওয়ার পর ভিক্ষুক ইংরেজিতে ধন্যবাদ জানালেন অফিসারদের৷ কথা বলার পর সেই ভিক্ষুকের পরিচয় জানতে পেরে সকলের মুখ থ।
কানপুরের একটি ঘটনা সকলকে চমকে দেবে! ২৭ এপ্রিল ২০২৪-এ, আরপিএফের একটি দল (এসআই আসলাম খান, এসআই আরতি কুমারী এবং এএসআই হরিশঙ্কর তিওয়ারি) একজন নোংরা ব্যক্তিকে লক্ষ্য করেন যাকে দেখে ভিক্ষুক বলেই মনে করা হয়৷ তার ছিল বড় দাড়ি এবং লম্বা চুল ছিল। এবং এই ব্যক্তিটি ছেঁড়া জামাকাপড় পরে স্টেশনে জলের জন্য আকুলভাবে প্রার্থণা করছিল।
advertisement
advertisement
জানা গেল যে, ২ বছর আগে এই যুবককে অপহরণ করা হয়েছিল। তার নাম মহাবীর সিং এবং তিনি আউরিয়ার বাসিন্দা। ওই যুবক পুলিশ দলকে জানিয়েছেন, যে ২ বছর আগে তিনি এটিএম থেকে টাকা তোলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু তিনি এটিএম থেকে টাকা তুলতে পারেননি৷ পরে তিনি অন্য জায়গা থেকে টাকা তোলেন৷ তাই তিনি একটি দোকানে যান এবং সেখান থেকে তার আধার কার্ড ব্যবহার করে টাকা তুলে নেন।
advertisement
টাকা তোলার পর তিনি বাড়ি যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন৷ তখনই একটি গাড়ি এসে তার সামনে থেমে তাকে অপহরণ করা হয়৷ তারপর তিনি অজ্ঞান হয়ে যান৷ জ্ঞান ফিরে তিনি দেখেন তিনি একটি বাথরুমে। কিছু দিন পর, তাকে একটি খনিতে নিয়ে গিয়ে কাজ করানো হয়৷ তবে সেখান থেকে তিনি কোনও রকমে পালিয়ে বাঁচেন৷ সুযোগ পেয়ে ট্রেন বদল করে কানপুর চলে আসেন।
advertisement