সৌরজগতে (Solar System) সোমবার এক অদ্ভুত এক ঘটনা ঘটতে চলেছে৷ সেদিন এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে মানুষজন৷ এই দিনে দুটি বড় গ্রহ বৃহস্পতি (Jupiter) ও শনি (Saturn) একে অপরের ভীষণ কাছাকাছি চলে আসবে৷ এরফলে পৃথিবী থেকে দুটি গ্রহকে একই আকারে দেখা যাবে৷ এর আগে ১৭ শতাব্দীতে বিখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও-র জীবনের পর এত কাছে এল৷ Photo- Collected
মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে বড় দুটি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ৷ বৃহস্পতি গ্রহ নিজের প্রতিবেশীর কাছ দিয়ে ২০ বছর পরে যায়৷ তবে এতটা কাছাকাছি আসা খুবই অদ্ভুত ব্যাপার৷বিজ্ঞানীরা জানিয়েছেন এই দুটি গ্রহের মধ্যে মাত্র ০.১ ডিগ্রি -র দূরত্ব হবে৷ যদি আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকে তাহলে সূর্যাস্তের পর সারা পৃথিবী থেকে সেই দৃশ্য দেখা যাবে৷ ২০২০-র ২১ ডিসেম্বর এই ঘটনা ঘটবে৷Photo- Collected