আমেরিকা থেকে এলেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা, তাঁর সঙ্গে জড়িয়ে গেল বাংলার মূর্শিদাবাদের নাম!

Last Updated:
1/11
• ২ দিনের ভারত সফরে এসেছে ট্রাম্প পরিবার ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৷ তাঁদের সঙ্গে এসেছেন ট্রাম্পের আগের পক্ষের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জেরাড কুশনারও ৷ (Image: Instagram)
• ২ দিনের ভারত সফরে এসেছে ট্রাম্প পরিবার ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৷ তাঁদের সঙ্গে এসেছেন ট্রাম্পের আগের পক্ষের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জেরাড কুশনারও ৷ (Image: Instagram)
advertisement
2/11
• ইভাঙ্কা অবশ্য এর আগেও একবার ভারতে এসেছিলেন ৷ তিনি ট্রাম্পের উপদেষ্টাও বটে ৷ (Image: PTI)
• ইভাঙ্কা অবশ্য এর আগেও একবার ভারতে এসেছিলেন ৷ তিনি ট্রাম্পের উপদেষ্টাও বটে ৷ (Image: PTI)
advertisement
3/11
• এক সময়ের সুপার মডেল ইভাঙ্কাকে নিয়ে তাই বিশেষ আগ্রহও রয়েছে দেশবাসীর ৷ কেমন সেজেছেন তিনি, কী পোশাক পরেছেন...সে সব নিয়েও মানুষের কৌতূহল কম নয় ৷ (Image: PTI)
• এক সময়ের সুপার মডেল ইভাঙ্কাকে নিয়ে তাই বিশেষ আগ্রহও রয়েছে দেশবাসীর ৷ কেমন সেজেছেন তিনি, কী পোশাক পরেছেন...সে সব নিয়েও মানুষের কৌতূহল কম নয় ৷ (Image: PTI)
advertisement
4/11
• কিন্তু জানেন কী, ইভাঙ্কার এই সাজপোশাকের সঙ্গে সবার অলক্ষ্যেই যুক্ত হয়ে গিয়েছে আমাদের বাংলার নাম ৷ (Image: PTI)
• কিন্তু জানেন কী, ইভাঙ্কার এই সাজপোশাকের সঙ্গে সবার অলক্ষ্যেই যুক্ত হয়ে গিয়েছে আমাদের বাংলার নাম ৷ (Image: PTI)
advertisement
5/11
• সফরের দ্বিতীয় দিনে একটি দুধ সাদা ফুল স্লিভ বন্ধগলা শেরওয়ানি আর স্ট্রেট ফিট পাজামায় দেখা গিয়েছে ট্রাম্পকন্যাকে ৷ আর এই পোশাক দেশের অন্য কোনও জায়গার নয় ৷ খোদ এই বাংলার ৷ (Image: PTI)
• সফরের দ্বিতীয় দিনে একটি দুধ সাদা ফুল স্লিভ বন্ধগলা শেরওয়ানি আর স্ট্রেট ফিট পাজামায় দেখা গিয়েছে ট্রাম্পকন্যাকে ৷ আর এই পোশাক দেশের অন্য কোনও জায়গার নয় ৷ খোদ এই বাংলার ৷ (Image: PTI)
advertisement
6/11
• ঠিকই শুনছেন ৷ জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের ডিজাইন করা এই সাদা পোশাকটি বাংলার মূর্শিদাবাদী সিল্কের ৷ (Image: PTI)
• ঠিকই শুনছেন ৷ জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের ডিজাইন করা এই সাদা পোশাকটি বাংলার মূর্শিদাবাদী সিল্কের ৷ (Image: PTI)
advertisement
7/11
• আজ এই পোশাকেই রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তিনি ৷ (Image: PTI)
• আজ এই পোশাকেই রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তিনি ৷ (Image: PTI)
advertisement
8/11
• ইন্দো-ওয়েস্টার্ন সিল্কের এই পোশাকটি পুরোটাই ছিল হাতে বোনা ৷ বুকের উপর মেটালিক বোতাম শেরওয়ানির রূপ আরও খোলতাই করছিল ৷ পোশাকের সঙ্গে মানানসই ব্যালেরিনা পরেছিলেন ৩৮ বছরের ইভাঙ্কা ৷ (Image: PTI)
• ইন্দো-ওয়েস্টার্ন সিল্কের এই পোশাকটি পুরোটাই ছিল হাতে বোনা ৷ বুকের উপর মেটালিক বোতাম শেরওয়ানির রূপ আরও খোলতাই করছিল ৷ পোশাকের সঙ্গে মানানসই ব্যালেরিনা পরেছিলেন ৩৮ বছরের ইভাঙ্কা ৷ (Image: PTI)
advertisement
9/11
• সাদা ওই পোশাকটির দাম কত জানেন? শুনে চোখ কপালে তুলবেন না যেন ৷ আজ ৮২ হাজার টাকার পোশাক পরেছিলেন ইভাঙ্কা ৷ (Image: PTI)
• সাদা ওই পোশাকটির দাম কত জানেন? শুনে চোখ কপালে তুলবেন না যেন ৷ আজ ৮২ হাজার টাকার পোশাক পরেছিলেন ইভাঙ্কা ৷ (Image: PTI)
advertisement
10/11
• ইভাঙ্কার পোশাক নিয়ে অনিতা বলেন, ‘‘বাংলার মূর্শিদাবাদের এই সিল্ক চিরন্তন আর ক্লাসিক ৷ ‘সুরুহী শেরওয়ানি’ নামের এই পোশাকের ডিজাইনটা অন্তত ২০ বছর আগে আমরা তৈরি করেছিলাম ৷ এখনও তার গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি ৷’’
• ইভাঙ্কার পোশাক নিয়ে অনিতা বলেন, ‘‘বাংলার মূর্শিদাবাদের এই সিল্ক চিরন্তন আর ক্লাসিক ৷ ‘সুরুহী শেরওয়ানি’ নামের এই পোশাকের ডিজাইনটা অন্তত ২০ বছর আগে আমরা তৈরি করেছিলাম ৷ এখনও তার গ্রহণযোগ্যতা এতটুকু কমেনি ৷’’
advertisement
11/11
• এর আগে কেট মিডলটনের ভারত সফরের সময়ও তাঁর পোশাক ডিজাইন করেছিলেন অনিতা ৷ শুধু তাই নয়, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাকের দায়িত্বও ছিল তাঁর উপর ৷
• এর আগে কেট মিডলটনের ভারত সফরের সময়ও তাঁর পোশাক ডিজাইন করেছিলেন অনিতা ৷ শুধু তাই নয়, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাকের দায়িত্বও ছিল তাঁর উপর ৷
advertisement
advertisement
advertisement