ইসরোর হয়ে মহাকাশে যাবে এই ‘মহিলা’, নাম ব্যোমমিত্র
Bangla Editor
1/ 4
মহাকাশে রোবোট পাঠাতে চলেছে ভারত। বুধবার বেঙ্গালুরুতে মহিলা রোবোট ব্যোমমিত্র সামনে আনল ইসরো। ২০২১-এর গগনযান মিশনে প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে ভারত। তার আগে পরীক্ষামূলকভাবে মহাকাশে এই রোবোট পাঠাবে ইসরো।
2/ 4
২০২১ সালের ডিসেম্বরে মহাকাশে পাড়ি দেবে গগনযান। এই প্রথম মহাকাশে মানুষ পাঠাবে ভারত। কোনও খামতি রাখতে চায় না ইসরো। তাই গগনযান অভিযানের আগে মহাকাশে পাঠানো হবে রোবোট। মানবহীন এই মিশনের জন্য তৈরি করা হয়েছে মহিলা রোবোট ব্যোম মিত্র। বেঙ্গালুরুতে তারই প্রথম ঝলক প্রকাশ করল ইসরো।
3/ 4
মহাকাশে মানুষ পাঠিয়ে নিরাপদে ফিরিয়ে আনা যাবে কিনা তা দেখতেই, গগনযান পাঠানোর আগে অন্তত ২ বার মানববিহীন বিমান মহাকাশে পাঠাবে ইসরো। মহাকাশ থেকে তথ্য পাঠাবে এই রোবোট।
4/ 4
২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার মহাকাশে যাবে হিউম্যান স্পেস প্লেন। দ্বিতীয় বিমান যাবে ২০২১ সালে। এর আগে আমেরিকা, রাশিয়া, চিন লক্ষপূরণ করেছে। ২০২১ সালে ইসরোর গগনযান মিশন সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে নয়া নজির গড়বে ভারত।
ইসরোর হয়ে মহাকাশে যাবে এই ‘মহিলা’, নাম ব্যোমমিত্র
২০২১ সালের ডিসেম্বরে মহাকাশে পাড়ি দেবে গগনযান। এই প্রথম মহাকাশে মানুষ পাঠাবে ভারত। কোনও খামতি রাখতে চায় না ইসরো। তাই গগনযান অভিযানের আগে মহাকাশে পাঠানো হবে রোবোট। মানবহীন এই মিশনের জন্য তৈরি করা হয়েছে মহিলা রোবোট ব্যোম মিত্র। বেঙ্গালুরুতে তারই প্রথম ঝলক প্রকাশ করল ইসরো।
ইসরোর হয়ে মহাকাশে যাবে এই ‘মহিলা’, নাম ব্যোমমিত্র
মহাকাশে মানুষ পাঠিয়ে নিরাপদে ফিরিয়ে আনা যাবে কিনা তা দেখতেই, গগনযান পাঠানোর আগে অন্তত ২ বার মানববিহীন বিমান মহাকাশে পাঠাবে ইসরো। মহাকাশ থেকে তথ্য পাঠাবে এই রোবোট।
ইসরোর হয়ে মহাকাশে যাবে এই ‘মহিলা’, নাম ব্যোমমিত্র
২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার মহাকাশে যাবে হিউম্যান স্পেস প্লেন। দ্বিতীয় বিমান যাবে ২০২১ সালে। এর আগে আমেরিকা, রাশিয়া, চিন লক্ষপূরণ করেছে। ২০২১ সালে ইসরোর গগনযান মিশন সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে নয়া নজির গড়বে ভারত।