ইশা আম্বানি ও আনন্দ পরিমলের বিয়ের কিছু অদেখা ছবি

Last Updated:
1/7
বুধবার মুম্বইয়ে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি ও আনন্দ পিরামলের শুভবিবাহ সম্পন্ন হল ৷  বিয়ের আসরে এদিন মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলাতে উপস্থিত হয়েছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা ৷
বুধবার মুম্বইয়ে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি ও আনন্দ পিরামলের শুভবিবাহ সম্পন্ন হল ৷ বিয়ের আসরে এদিন মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলাতে উপস্থিত হয়েছিলেন দেশ-বিদেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা ৷
advertisement
2/7
শাড়ির বয়স ৩২ বছর ৷ মায়ের বিয়ের শাড়ি ৷ শাড়ির প্রতিটা সুতোতেই যেন ভালোবাসা মাখানো ৷ আর সেই ভালোবাসাকেই জীবনের সবচেয়ে সুন্দর সময়ের সঙ্গে জড়িয়ে ফেললেন ইশা আম্বানি ৷ বিয়ের সাজে সাজলেন মায়ের বিয়ের শাড়িতেই !
শাড়ির বয়স ৩২ বছর ৷ মায়ের বিয়ের শাড়ি ৷ শাড়ির প্রতিটা সুতোতেই যেন ভালোবাসা মাখানো ৷ আর সেই ভালোবাসাকেই জীবনের সবচেয়ে সুন্দর সময়ের সঙ্গে জড়িয়ে ফেললেন ইশা আম্বানি ৷ বিয়ের সাজে সাজলেন মায়ের বিয়ের শাড়িতেই !
advertisement
3/7
সদ্য বিবাহিতদের নতুন ছবি প্রকাশিত হয়েছে। অম্বানিদের মুম্বইয়ের সাতাশ তলা বাড়ি আন্তিলাতে বিবাহ সম্পন্ন হয়েছে।
সদ্য বিবাহিতদের নতুন ছবি প্রকাশিত হয়েছে। অম্বানিদের মুম্বইয়ের সাতাশ তলা বাড়ি আন্তিলাতে বিবাহ সম্পন্ন হয়েছে।
advertisement
4/7
ইশা-আনন্দের বিয়ের পোশাক রং মিলিয়ে তৈরি করা হয়েছিল। ঈশা ও আনন্দ পরস্পরের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলেন না।(Image: AP/RIL)
ইশা-আনন্দের বিয়ের পোশাক রং মিলিয়ে তৈরি করা হয়েছিল। ঈশা ও আনন্দ পরস্পরের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলেন না।(Image: AP/RIL)
advertisement
5/7
মালাবদলের পরেই পরস্পরের দিকে তাকিয়ে হেসেও ফেলেন তাঁরা।
মালাবদলের পরেই পরস্পরের দিকে তাকিয়ে হেসেও ফেলেন তাঁরা।
advertisement
6/7
বুধবার মুম্বাই সহ গোটা ভারত সাক্ষ্মী রইল এই যুগের অন্যতম বড় রাজকীয় বিয়ের। ঠিক যেমন রূপকথায় পড়া গল্প, বা বলিউডের পর্দায় ভেসে ওঠা রূপকথার দৃশ্য, ঠিক তেমনভাবেই বিয়ে সম্পন্ন হয়।
বুধবার মুম্বাই সহ গোটা ভারত সাক্ষ্মী রইল এই যুগের অন্যতম বড় রাজকীয় বিয়ের। ঠিক যেমন রূপকথায় পড়া গল্প, বা বলিউডের পর্দায় ভেসে ওঠা রূপকথার দৃশ্য, ঠিক তেমনভাবেই বিয়ে সম্পন্ন হয়।
advertisement
7/7
মুকেশ আম্বানি নিজেই স্বাগত জানান বরযাত্রীদের। কন্যাদানের সময় আবেগ তাড়িত হয়ে পড়লেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি ৷ (Image: AP/RIL)
মুকেশ আম্বানি নিজেই স্বাগত জানান বরযাত্রীদের। কন্যাদানের সময় আবেগ তাড়িত হয়ে পড়লেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি ৷ (Image: AP/RIL)
advertisement
advertisement
advertisement