নবরাত্রি উপলক্ষ্যে ‘ভারতীয় রেল’ -র অভূতপূর্ব পদক্ষেপ , যা আগে কখনও পাননি যাত্রীরা

Last Updated:
1/8
ভারতীয় রেল পৃথিবীর অন্যতম বড় যাত্রী পরিষেবা দেয় ৷ এই বিপুল পরিমাণ যাত্রীকে পরিষেবা দিতে গিয়ে অনেক সময়েই সমালোচনার সামনে পরতে হয় তাদের ৷ Photo - Indian Railway
ভারতীয় রেল পৃথিবীর অন্যতম বড় যাত্রী পরিষেবা দেয় ৷ এই বিপুল পরিমাণ যাত্রীকে পরিষেবা দিতে গিয়ে অনেক সময়েই সমালোচনার সামনে পরতে হয় তাদের ৷ Photo - Indian Railway
advertisement
2/8
ভারতীয় রেল যাত্রী পরিষেবা বাড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেয় ৷ তা সে যাত্রী স্বাচ্ছ্ন্দ্যের জন্য কামরার ভোলবদল হোক বা খাবারের বিষয় ৷ Photo - Indian Railway
ভারতীয় রেল যাত্রী পরিষেবা বাড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেয় ৷ তা সে যাত্রী স্বাচ্ছ্ন্দ্যের জন্য কামরার ভোলবদল হোক বা খাবারের বিষয় ৷ Photo - Indian Railway
advertisement
3/8
যাত্রী স্বাচ্ছন্দ্যের অন্যতম ধাপ রেলে- যাত্রা কালে যে খাওয়ার পাওয়া যায় সেটি ৷ Photo - Indian Railway
যাত্রী স্বাচ্ছন্দ্যের অন্যতম ধাপ রেলে- যাত্রা কালে যে খাওয়ার পাওয়া যায় সেটি ৷ Photo - Indian Railway
advertisement
4/8
তবে নিয়মের খাওয়ার তালিকার বাইরেও পাওয়া যাবে খাওয়ার যার নাম ‘ব্রত কা খানা ’ অর্থাৎ ব্রত উপলক্ষ্যে খাবার  ৷ Photo - Indian Railway  Twitter Handle
তবে নিয়মের খাওয়ার তালিকার বাইরেও পাওয়া যাবে খাওয়ার যার নাম ‘ব্রত কা খানা ’ অর্থাৎ ব্রত উপলক্ষ্যে খাবার ৷ Photo - Indian Railway Twitter Handle
advertisement
5/8
যেহেতু নবরাত্রি উপলক্ষ্যে সারা দেশের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন উপোস রাখেন তাই তাদের জন্য রীতিনীতি মেনে বিশুদ্ধ নিরামিষ এই খাওয়ার থালির ব্যবস্থা করবে রেল ৷ File Photo
যেহেতু নবরাত্রি উপলক্ষ্যে সারা দেশের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন উপোস রাখেন তাই তাদের জন্য রীতিনীতি মেনে বিশুদ্ধ নিরামিষ এই খাওয়ার থালির ব্যবস্থা করবে রেল ৷ File Photo
advertisement
6/8
নবরাত্রি স্পেশাল থালির জন্য আগে থেকেই অর্ডার করে দিতে পারবেন যাত্রীরা  ৷ আবার ট্রেনে বসেও অ্যাপের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ৷ অর্ডার করতে হবে www.ecatering.irctc.co.in ৷ ১০ তারিখ থেকে এই বিশেষ থালি পাওয়া শুরু হয়ে গেছে ৷ Photo - Indian Railway
নবরাত্রি স্পেশাল থালির জন্য আগে থেকেই অর্ডার করে দিতে পারবেন যাত্রীরা ৷ আবার ট্রেনে বসেও অ্যাপের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ৷ অর্ডার করতে হবে www.ecatering.irctc.co.in ৷ ১০ তারিখ থেকে এই বিশেষ থালি পাওয়া শুরু হয়ে গেছে ৷ Photo - Indian Railway
advertisement
7/8
এই থালিতে সৈন্ধব লবনে রান্না করা খাবার পাওয়া যাবে ৷ খাওয়ার মধ্যে থাকবে সাবুদানা, কট্টু আটার তৈরি পুরী, আর কিছু সব্জী ৷ Photo - Piyush Goel Twitter Handle
এই থালিতে সৈন্ধব লবনে রান্না করা খাবার পাওয়া যাবে ৷ খাওয়ার মধ্যে থাকবে সাবুদানা, কট্টু আটার তৈরি পুরী, আর কিছু সব্জী ৷ Photo - Piyush Goel Twitter Handle
advertisement
8/8
তবে এই খাওয়ার পাওয়ার জন্য যাত্রীকে নিজের বৈধ পিএনআর  নম্বর দিয়ে ট্রেন ছাড়ার দু‘ঘন্টা আগে খাওয়ার  অর্ডার দিয়ে দিতে হবে ৷ পাশাপাশি খাবারের মূল্যও অগ্রিম দিয়ে দিতে হবে ৷ Photo - Indian Railway
তবে এই খাওয়ার পাওয়ার জন্য যাত্রীকে নিজের বৈধ পিএনআর নম্বর দিয়ে ট্রেন ছাড়ার দু‘ঘন্টা আগে খাওয়ার অর্ডার দিয়ে দিতে হবে ৷ পাশাপাশি খাবারের মূল্যও অগ্রিম দিয়ে দিতে হবে ৷ Photo - Indian Railway
advertisement
advertisement
advertisement