iPhone: আইফোন চাই! পরিবারকে চাপ দিয়েছিল কিশোর, না পেয়ে সে যা করল...! শিউরে উঠবেন

Last Updated:
Teenage Boy Wanted i Phone: জানেন কী করল? শুনলে আঁতকে উঠবেন। একজন নাবালকের পক্ষে এও সম্ভব? দেখুন।
1/8
আইফোন কেনার জন্য পরিবারকে অনেক দিন ধরে চাপ দিচ্ছিল এই কিশোর। কোনও সুবিধা না হওয়ায় ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল সে! জানেন কী করল? শুনলে আঁতকে উঠবেন। একজন নাবালকের পক্ষে এও সম্ভব? দেখুন।
আইফোন কেনার জন্য পরিবারকে অনেক দিন ধরে চাপ দিচ্ছিল এই কিশোর। কোনও সুবিধা না হওয়ায় ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল সে! জানেন কী করল? শুনলে আঁতকে উঠবেন। একজন নাবালকের পক্ষে এও সম্ভব? দেখুন।
advertisement
2/8
বিহারের নালন্দায় একটি মর্মান্তিক ঘটনা। ২২ অক্টোবর প্রকাশ্যে আসে এই ঘটনা। কিশোরের বাবা পেশায় একজন শিক্ষক। তিনিই খবর দেন পুলিশকে। জানান, কেউ তাঁর ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে বাড়িতে ডাকাতি করেছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।
বিহারের নালন্দায় একটি মর্মান্তিক ঘটনা। ২২ অক্টোবর প্রকাশ্যে আসে এই ঘটনা। কিশোরের বাবা পেশায় একজন শিক্ষক। তিনিই খবর দেন পুলিশকে। জানান, কেউ তাঁর ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে বাড়িতে ডাকাতি করেছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।
advertisement
3/8
তদন্তের সময়, পুলিশ জানতে পারে ক্রমশ। কী থেকে কী হয়েছে? পুলিশ সূত্রে খবর, চারজন ব্যক্তি বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ সোনা ও রূপার গয়না-সহ নগদ টাকা চুরি করেছে। চলমান পারিবারিক বিরোধের জের ধরে প্রাথমিক সন্দেহ কিশোরের শ্যালিকার (ভাবি) উপর পড়ে।
তদন্তের সময়, পুলিশ জানতে পারে ক্রমশ। কী থেকে কী হয়েছে? পুলিশ সূত্রে খবর, চারজন ব্যক্তি বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ সোনা ও রূপার গয়না-সহ নগদ টাকা চুরি করেছে। চলমান পারিবারিক বিরোধের জের ধরে প্রাথমিক সন্দেহ কিশোরের শ্যালিকার (ভাবি) উপর পড়ে।
advertisement
4/8
ডিএসপি নুরুল হক জানিয়েছেন, সমস্ত প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত করেছে অন্য। শিক্ষকের নাবালক ছেলেই আসলে ডাকাতির মূল ছক কষেছে! কিশোরও অপরাধ স্বীকার করে নেয় শেষে।
ডিএসপি নুরুল হক জানিয়েছেন, সমস্ত প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত করেছে অন্য। শিক্ষকের নাবালক ছেলেই আসলে ডাকাতির মূল ছক কষেছে! কিশোরও অপরাধ স্বীকার করে নেয় শেষে।
advertisement
5/8
স্বীকার করে নেয় সে, ডাকাতির ছক তৈরি করেছিল সে তার বন্ধুদের সঙ্গে। কারণ পরিবার তাকে আইফোন কিনে দিচ্ছিল না। এর পরেই টাকা জোগাড়ে মরিয়া হয়ে ওঠে সে।
স্বীকার করে নেয় সে, ডাকাতির ছক তৈরি করেছিল সে তার বন্ধুদের সঙ্গে। কারণ পরিবার তাকে আইফোন কিনে দিচ্ছিল না। এর পরেই টাকা জোগাড়ে মরিয়া হয়ে ওঠে সে।
advertisement
6/8
পুলিশ ওই কিশোর ও তার দুই সহযোগী বন্ধুকে আটক করেছে। জড়িত চতুর্থ ব্যক্তিকে খুঁজে বের করতে ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ ওই কিশোর ও তার দুই সহযোগী বন্ধুকে আটক করেছে। জড়িত চতুর্থ ব্যক্তিকে খুঁজে বের করতে ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
7/8
পুলিশ জানায়, তদন্তের প্রাথমিক পর্যায়ে ওই কিশোর দাবি করেছে যে তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, তদন্তের প্রাথমিক পর্যায়ে ওই কিশোর দাবি করেছে যে তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
advertisement
8/8
রিপোর্ট অনুসারে, সেই নাবালক স্বীকার করেছে যে সে ঘরে ঢোকার ডুপ্লিকেট চাবি এবং দরজা কাটার সরঞ্জাম সরবরাহ করেছিল। প্রায় ১ লাখ টাকার নগদ ও গয়না সংগ্রহ করেছে সে এই ডাকাতি থেকে।
রিপোর্ট অনুসারে, সেই নাবালক স্বীকার করেছে যে সে ঘরে ঢোকার ডুপ্লিকেট চাবি এবং দরজা কাটার সরঞ্জাম সরবরাহ করেছিল। প্রায় ১ লাখ টাকার নগদ ও গয়না সংগ্রহ করেছে সে এই ডাকাতি থেকে।
advertisement
advertisement
advertisement