সেলাম বাহিনী! মরদেহ কাঁধে ২৫ কিমি দীর্ঘ পাথরের রাস্তা ৮ ঘণ্টায় অতিক্রম করে পৌঁছে দিল বাড়ি...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চিনের সীমান্তবর্তী উত্তরাখণ্ডের অনেক অঞ্চল সহ দেশের সীমান্তে নিরাপত্তা ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে আইটিবিপি৷
▪️চীনের সীমান্তবর্তী উত্তরাখণ্ডের অনেক অঞ্চল সহ দেশের সীমান্তে নিরাপত্তা ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে আইটিবিপি৷ এই বাহিনী খুবই দক্ষ৷ তবে শুধু সীমান্ত রক্ষা নয়, অনেক সময়ই তারা মানবিকতার স্বার্থে অন্য বিভিন্ন কাজও করেন। যার জন্য এই সেনা বাহিনীর কাজ শুধুই প্রশংসিত হয় না, অন্যদের কাছে আদর্শ মনে করা হয়৷
advertisement
advertisement
advertisement
▪️উত্তরপ্রদেশের পিথোরাগর জেলার স্যুনি গ্রামে এক ৩০ বছরের তরুণের মৃত্যু হয়৷ খবর আসে আটিবিপির ১৪ কর্পোসের কাছে৷ খবর পাওয়া মাত্রই ওই জায়গায় পৌঁছয় বাহিনী৷ তবে প্রচন্ড বৃষ্টির ফলে সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরিস্থিতি বুঝে জাওয়ানরা সিদ্ধান্ত নেন স্ট্রেচারে করে ওই তরুণের দেহ বয়ে নিয়ে যাবেন তাঁরা৷ স্থানীয়দের সাহায্যে মুনসিয়ারি থেকে স্যুনি,দীর্ঘ ২৫ কিমি পথ তাঁরা হেঁটে অতিক্রম করেন৷ মুনসিয়ারির রাস্তা খুবই খারাপ৷ পাথরে ভরা৷ তবে সেই রাস্তায় সন্তর্পনে ওই তরুণের দেহ নিয়ে অতিক্রম করেন আইটিবিপির জওয়ানরা৷
advertisement