বাঁচার লড়াই!‌ কেরলের বয়োজ্যেষ্ঠ দম্পতি করোনা থেকে সুস্থ হয়ে চললেন বাড়িতে, দেখুন ছবি

Last Updated:
কোয়াট্টাম মেডিকেল কলেজে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন কেরলের এক দম্পতি। তাঁদেরই শুক্রবার, মানে ৩ এপ্রিল ছেড়ে দেওয়া হল।
1/7
 • দু’‌জনের মধ্যে স্বামী থমাসের বয়স ৯৩ বছর, আর স্ত্রী মারিয়াম্মার বয়স ৮৮ বছর।  রান্নিতে এনাদের বাড়ি।
• দু’‌জনের মধ্যে স্বামী থমাসের বয়স ৯৩ বছর, আর স্ত্রী মারিয়াম্মার বয়স ৮৮ বছর। রান্নিতে এনাদের বাড়ি।
advertisement
2/7
• ভারতের সবচেয়ে বেশি বয়সের দম্পতি তাঁরা, যাঁরা করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
• ভারতের সবচেয়ে বেশি বয়সের দম্পতি তাঁরা, যাঁরা করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
advertisement
3/7
• তাঁরা বলেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের খেয়াল রাখার জন্য। গোটা হাসপাতাল আমাদের যেভাবে দেখভাল করেছে, তাতে আমরা ধন্য।
• তাঁরা বলেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের খেয়াল রাখার জন্য। গোটা হাসপাতাল আমাদের যেভাবে দেখভাল করেছে, তাতে আমরা ধন্য।
advertisement
4/7
• আক্রান্ত দম্পতির দুজনকেই হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে তোলার জন্য।
• আক্রান্ত দম্পতির দুজনকেই হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে তোলার জন্য।
advertisement
5/7
• চিকিৎসক সজিথ কুমার ও তাঁর দল গত ৯ মার্চ থেকে এই দম্পতির চিকিৎসা করেছেন।
• চিকিৎসক সজিথ কুমার ও তাঁর দল গত ৯ মার্চ থেকে এই দম্পতির চিকিৎসা করেছেন।
advertisement
6/7
• এই দম্পতিকে এখনও ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে।
• এই দম্পতিকে এখনও ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে।
advertisement
7/7
• হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা এবার বাড়ি ফেরা পথে।
• হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা এবার বাড়ি ফেরা পথে।
advertisement
advertisement
advertisement