India's First Vertical Lift Railway Sea Bridge at Pamban: জাহাজ এলে নিজে থেকেই উঠে যাবে, ভারতের প্রথম ভার্টিকাল লিফট সি ব্রিজ প্রায় তৈরি!

Last Updated:
Pamban Bridge In Rameswaram: ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই সেতু। বিশ্বে ভারতীয় রেলের কাজ প্রশংসা পাবে।
1/9
ভারতের প্রথম ভার্টিকাল লিফট রেল সেতু। তাও আবার সমুদ্রের উপর। এতদিনে নিশ্চয়ই শুনে ফেলেছেন এই সেতুর কথা!
ভারতের প্রথম ভার্টিকাল লিফট রেল সেতু। তাও আবার সমুদ্রের উপর। এতদিনে নিশ্চয়ই শুনে ফেলেছেন এই সেতুর কথা!
advertisement
2/9
তামিলনাড়ুর রামেশ্বরমে এই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। জানা যাচ্ছে, চলতি বছরের শেষে এই সেতুর কাজ শেষ হয়ে যাবে।
তামিলনাড়ুর রামেশ্বরমে এই সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। জানা যাচ্ছে, চলতি বছরের শেষে এই সেতুর কাজ শেষ হয়ে যাবে।
advertisement
3/9
ভার্টিকাল লিফট রেলওয়ে ব্রিজ। অর্থাত্, জাহাজ এলে এই সেতু স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাবে। এই পামবান সেতু তৈরি করে চমক দিচ্ছে সাউদার্ন রেল।
ভার্টিকাল লিফট রেলওয়ে ব্রিজ। অর্থাত্, জাহাজ এলে এই সেতু স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে যাবে। এই পামবান সেতু তৈরি করে চমক দিচ্ছে সাউদার্ন রেল।
advertisement
4/9
এই পামবান সেতু নতুন করে তৈরি করা হচ্ছে। আগে এই সেতু দিয়ে শ্রীলঙ্কায় পণ্য যেত। ষাটের দশকের প্রবল সামুদ্রিক ঝড় এই সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
এই পামবান সেতু নতুন করে তৈরি করা হচ্ছে। আগে এই সেতু দিয়ে শ্রীলঙ্কায় পণ্য যেত। ষাটের দশকের প্রবল সামুদ্রিক ঝড় এই সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি করে।
advertisement
5/9
নতুন করে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখন সেই কাজ শেষের পথে। রেলমন্ত্রক এদিন পামবান সেতুর ছবি শেয়ার করেছে।
নতুন করে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। এখন সেই কাজ শেষের পথে। রেলমন্ত্রক এদিন পামবান সেতুর ছবি শেয়ার করেছে।
advertisement
6/9
১০৪ বছরের পুরনো সেতুর পরিবর্তে তৈরি হওয়া এই অত্যাধুনিক ব্রিজ ২ কিমি লম্বা হবে।
১০৪ বছরের পুরনো সেতুর পরিবর্তে তৈরি হওয়া এই অত্যাধুনিক ব্রিজ ২ কিমি লম্বা হবে।
advertisement
7/9
ছোট বা মাঝারি আকারের জাহাজ ওই পথে গেলে রেলপথ নিজে থেকে উঠে যাবে।
ছোট বা মাঝারি আকারের জাহাজ ওই পথে গেলে রেলপথ নিজে থেকে উঠে যাবে।
advertisement
8/9
রামেশ্বরমের সাথে দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করবে এই সেতু।
রামেশ্বরমের সাথে দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করবে এই সেতু।
advertisement
9/9
জানা গিয়েছে, এই সেতু নির্মাণে মোট খরচ হচ্ছে ৭০০ কোটি টাকা।
জানা গিয়েছে, এই সেতু নির্মাণে মোট খরচ হচ্ছে ৭০০ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement