Indian Railways: টয়লেটের ভিতরে....একী করছিল মহিলা! সুর সুর করে ঢুকল প্রথমে, পিছু নিল TTE! ধরতেই...টিকিট ছিল, তা-ও হল জরিমানা

Last Updated:
Indian Railways: এরমধ্যেই যোগীর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল ডিভিশনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা৷ ট্রেনে AC কোচে মাঝেমধ্যেই এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যে হকচকিয়ে যান স্বয়ং রেলকর্মীরা৷
1/7
ভারতীয় রেল যাত্রী নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে ট্রেনই হোক কী প্ল্যাটফর্ম তল্লাশি চলে সবসময়৷ একটা কিছু সন্দেহজনক দেখলেই সঙ্গে সঙ্গে তৎপর হয় GRP কিংবা RPF৷ Generated image
ভারতীয় রেল যাত্রী নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে ট্রেনই হোক কী প্ল্যাটফর্ম তল্লাশি চলে সবসময়৷ একটা কিছু সন্দেহজনক দেখলেই সঙ্গে সঙ্গে তৎপর হয় GRP কিংবা RPF৷ Generated image
advertisement
2/7
এরমধ্যেই যোগীর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল ডিভিশনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা৷ ট্রেনে AC কোচে মাঝেমধ্যেই এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যে হকচকিয়ে যান স্বয়ং রেলকর্মীরা৷ Generated image
এরমধ্যেই যোগীর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল ডিভিশনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা৷ ট্রেনে AC কোচে মাঝেমধ্যেই এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যে হকচকিয়ে যান স্বয়ং রেলকর্মীরা৷ Generated image
advertisement
3/7
প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ট্রেন৷ সেই চলন্ত দূরপাল্লার ট্রেনে টিকিট চেক করতে উঠেছিলেন TTE৷ আশপাশের লোকজনও এদিক ওদিক যাতায়াত করছিল৷ অত খেয়াল করছিলেন না তিনি৷ Generated image
প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ট্রেন৷ সেই চলন্ত দূরপাল্লার ট্রেনে টিকিট চেক করতে উঠেছিলেন TTE৷ আশপাশের লোকজনও এদিক ওদিক যাতায়াত করছিল৷ অত খেয়াল করছিলেন না তিনি৷ Generated image
advertisement
4/7
কিন্তু, হঠাৎই এক যাত্রীর টিকিট পরীক্ষা করতে করতে তাঁর চোখে পড়ে, সামনের এক মহিলা যাত্রী পায়ে পায়ে ট্রেনের টয়লেটের দিকে এগোচ্ছেন৷
কিন্তু, হঠাৎই এক যাত্রীর টিকিট পরীক্ষা করতে করতে তাঁর চোখে পড়ে, সামনের এক মহিলা যাত্রী পায়ে পায়ে ট্রেনের টয়লেটের দিকে এগোচ্ছেন৷
advertisement
5/7
সন্দেহ হওয়ায় তার পিছু পিছু ধাওয়া করেন TTE৷ যাত্রীটি টয়লেটে প্রবেশ করেন। TTE বারবার দরজায় ধাক্কা দিতে থাকেন, কিন্তু ভেতর থেকে দরজা খোলেনি ওই যাত্রী৷ পরে, দরজা খোলার পর, টয়লেটের ভিতরে দৃশ্য দেখেন৷ চক্ষু চড়কগাছ হয়ে যায় TTE-র৷ কেন? ভেতরে কী দেখলেন তিনি? Generated image
সন্দেহ হওয়ায় তার পিছু পিছু ধাওয়া করেন TTE৷ যাত্রীটি টয়লেটে প্রবেশ করেন। TTE বারবার দরজায় ধাক্কা দিতে থাকেন, কিন্তু ভেতর থেকে দরজা খোলেনি ওই যাত্রী৷ পরে, দরজা খোলার পর, টয়লেটের ভিতরে দৃশ্য দেখেন৷ চক্ষু চড়কগাছ হয়ে যায় TTE-র৷ কেন? ভেতরে কী দেখলেন তিনি? Generated image
advertisement
6/7
TTE ওই মহিলা যাত্রীকে টয়লেটের ভেতরে বসে সিগারেট টানতে দেখেন। ট্রেনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। যাত্রীকে জরিমানা করা হয়। Generated image
TTE ওই মহিলা যাত্রীকে টয়লেটের ভেতরে বসে সিগারেট টানতে দেখেন। ট্রেনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। যাত্রীকে জরিমানা করা হয়। Generated image
advertisement
7/7
গত ৬জুন, ১১ জুন এবং ১৩ জুন, প্রয়াগরাজ বিভাগের প্রয়াগরাজ জংশন, মির্জাপুর এবং প্রয়াগরাজ চেনকিরো স্টেশনে টিকিটবিহীন ভ্রমণ, অবৈধ টিকিট, অবৈধ পণ্য বহন, ট্রেনে আবর্জনা ফেলা এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ২৪ জন অবৈধ ব্যবসায়ীকে আটক করে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এর কাছে হস্তান্তর করা হয়। পরে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে, ২৪ জন হকারের মধ্যে ৬ জনকে জেলে পাঠানো হয়।
গত ৬জুন, ১১ জুন এবং ১৩ জুন, প্রয়াগরাজ বিভাগের প্রয়াগরাজ জংশন, মির্জাপুর এবং প্রয়াগরাজ চেনকিরো স্টেশনে টিকিটবিহীন ভ্রমণ, অবৈধ টিকিট, অবৈধ পণ্য বহন, ট্রেনে আবর্জনা ফেলা এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ২৪ জন অবৈধ ব্যবসায়ীকে আটক করে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এর কাছে হস্তান্তর করা হয়। পরে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে, ২৪ জন হকারের মধ্যে ৬ জনকে জেলে পাঠানো হয়।
advertisement
advertisement
advertisement