Indian Railways: টয়লেটের ভিতরে....একী করছিল মহিলা! সুর সুর করে ঢুকল প্রথমে, পিছু নিল TTE! ধরতেই...টিকিট ছিল, তা-ও হল জরিমানা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Indian Railways: এরমধ্যেই যোগীর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ রেল ডিভিশনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা৷ ট্রেনে AC কোচে মাঝেমধ্যেই এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে যে হকচকিয়ে যান স্বয়ং রেলকর্মীরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গত ৬জুন, ১১ জুন এবং ১৩ জুন, প্রয়াগরাজ বিভাগের প্রয়াগরাজ জংশন, মির্জাপুর এবং প্রয়াগরাজ চেনকিরো স্টেশনে টিকিটবিহীন ভ্রমণ, অবৈধ টিকিট, অবৈধ পণ্য বহন, ট্রেনে আবর্জনা ফেলা এবং অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ২৪ জন অবৈধ ব্যবসায়ীকে আটক করে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এর কাছে হস্তান্তর করা হয়। পরে, ম্যাজিস্ট্রেট পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে, ২৪ জন হকারের মধ্যে ৬ জনকে জেলে পাঠানো হয়।