Indian Railways: আপনার টিকিটটা দেখান তো! টিটি মুখ শুকিয়ে গেল যাত্রীর, বার করলেন এমন টিকিট, হেসে ফেললেন টিটি

Last Updated:
Indian Railways: স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন টিটি, সেই সময় একজন যাত্রী মালপত্র নিয়ে যাচ্ছিলেন। টিটি তার কাছে টিকিট চাইলে তিনি জানান, এখনও কোথাও যাচ্ছে না, যাওয়ার আগে টিকিট কাটবে।
1/5
ঝাঁসি: স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন টিটি, সেই সময় একজন যাত্রী মালপত্র নিয়ে যাচ্ছিলেন। টিটি তার কাছে টিকিট চাইলে তিনি জানান, এখনও কোথাও যাচ্ছে না, যাওয়ার আগে টিকিট কাটবে।
ঝাঁসি: স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন টিটি, সেই সময় একজন যাত্রী মালপত্র নিয়ে যাচ্ছিলেন। টিটি তার কাছে টিকিট চাইলে তিনি জানান, এখনও কোথাও যাচ্ছে না, যাওয়ার আগে টিকিট কাটবে।
advertisement
2/5
সেই সময় তার পকেট থেকে এমন একটি টিকিট বেরিয়ে আসে যার ফলে শাস্তি পেতে হয় সেই যাত্রীকে। টিটি তাকে টিকিট দেখাতে বললে সে জানায়, সবে স্টেশনে পৌঁছেছে এখনও টিকিট কাটা হয়নি, বাইরে থেকে সে টিকিট কেটে আসছে। Representative Image
সেই সময় তার পকেট থেকে এমন একটি টিকিট বেরিয়ে আসে যার ফলে শাস্তি পেতে হয় সেই যাত্রীকে। টিটি তাকে টিকিট দেখাতে বললে সে জানায়, সবে স্টেশনে পৌঁছেছে এখনও টিকিট কাটা হয়নি, বাইরে থেকে সে টিকিট কেটে আসছে। Representative Image
advertisement
3/5
সেই সময় হঠাৎ তার পকেটে একটি টিকিট দেখা যায়। টিটি যাত্রীকে জিজ্ঞাসা করল, এটা কিসের টিকিট? ওই যাত্রী কোনও উত্তর দিতে পারেনি। Representative Image
সেই সময় হঠাৎ তার পকেটে একটি টিকিট দেখা যায়। টিটি যাত্রীকে জিজ্ঞাসা করল, এটা কিসের টিকিট? ওই যাত্রী কোনও উত্তর দিতে পারেনি। Representative Image
advertisement
4/5
তারপর টিকিট নিয়ে দেখে যে এটি সেই দিনের অন্য স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট। টিটি সহজেই বুঝে যায়, ওই যাত্রী এই টিকিটের সাহায্যে এখানে এসেছে। এখানে টিটিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। Representative Image
তারপর টিকিট নিয়ে দেখে যে এটি সেই দিনের অন্য স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট। টিটি সহজেই বুঝে যায়, ওই যাত্রী এই টিকিটের সাহায্যে এখানে এসেছে। এখানে টিটিকে বিভ্রান্ত করতে চেয়েছিল। Representative Image
advertisement
5/5
যদিও টিকিট না পেলে জরিমানা কম হত। কিন্তু যাত্রীর থেকে পাওয়া ওই টিকিট অনেক দূরের স্টেশনের, তাই বেশি জরিমানা দিতে হল। Representative Image
যদিও টিকিট না পেলে জরিমানা কম হত। কিন্তু যাত্রীর থেকে পাওয়া ওই টিকিট অনেক দূরের স্টেশনের, তাই বেশি জরিমানা দিতে হল। Representative Image
advertisement
advertisement
advertisement