৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল লোকটি..., আচমকা উঠে এল ইঞ্জিন কোচে, পরক্ষণেই যা ঘটল, দরদর করে ঘামতে শুরু করলেন লোকো পাইলট!

Last Updated:
Indian Railways: ট্রেনটি গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য দাঁড়িয়ে ছিল। যাত্রীরাও নিজের নিজের আসনে বসে ট্রেন ছাড়ার অপেক্ষায়। ঠিক সেই সময়ই আচমকা হইচই পরে গেল স্টেশন চত্বরে।
1/13
ট্রেন চালানো সাইকেল, বাইক, স্কুটার, গাড়ি এবং ট্রাক চালানোর চেয়ে অনেক বড় দায়িত্বের কাজ। ভারতীয় রেল বিশেষ পরীক্ষার মাধ্যমে লোকো পাইলট নির্বাচন করে থাকে। তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পরেই দেওয়া হয় এই গুরু দায়িত্ব।
ট্রেন চালানো সাইকেল, বাইক, স্কুটার, গাড়ি এবং ট্রাক চালানোর চেয়ে অনেক বড় দায়িত্বের কাজ। ভারতীয় রেল বিশেষ পরীক্ষার মাধ্যমে লোকো পাইলট নির্বাচন করে থাকে। তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পরেই দেওয়া হয় এই গুরু দায়িত্ব।
advertisement
2/13
ট্রেন চালানো সংক্রান্ত ট্রেনিং ও যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের পরেই তাদের যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলট হিসেবে কাজ করার দায়িত্ব দেওয়া হয়। তাই এই কাজটি যেমন গুরুত্বপূর্ণ তেমনই এই পদে থাকা ব্যক্তিদের জন্য সম্মানও থাকে সর্বস্তরের মানুষের মধ্যে।
ট্রেন চালানো সংক্রান্ত ট্রেনিং ও যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের পরেই তাদের যাত্রীবাহী ট্রেনের লোকো পাইলট হিসেবে কাজ করার দায়িত্ব দেওয়া হয়। তাই এই কাজটি যেমন গুরুত্বপূর্ণ তেমনই এই পদে থাকা ব্যক্তিদের জন্য সম্মানও থাকে সর্বস্তরের মানুষের মধ্যে।
advertisement
3/13
কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গোয়ালিয়র স্টেশনে যে হাড়হিম হয়ে যায় সকলের! মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা যার ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ঠিক কী ঘটেছিল?
কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গোয়ালিয়র স্টেশনে যে হাড়হিম হয়ে যায় সকলের! মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা যার ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ঠিক কী ঘটেছিল?
advertisement
4/13
আর পাঁচদিনের মতো সেদিনও গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেনটি গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য দাঁড়িয়ে ছিল। যাত্রীরাও নিজের নিজের আসনে বসে ট্রেন ছাড়ার অপেক্ষায়। ঠিক সেই সময়ই আচমকা হইচই পরে গেল স্টেশন চত্বরে।
আর পাঁচদিনের মতো সেদিনও গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেনটি গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য দাঁড়িয়ে ছিল। যাত্রীরাও নিজের নিজের আসনে বসে ট্রেন ছাড়ার অপেক্ষায়। ঠিক সেই সময়ই আচমকা হইচই পরে গেল স্টেশন চত্বরে।
advertisement
5/13
কী হচ্ছে? কী হচ্ছে? ভিড় ঠেলে সবাই হাজির ট্রেনের ইঞ্জিন কোচে। জানা যায় তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রেনটিতে উঠে আচমকা চড়ে বসেছেন ট্রেনের ইঞ্জিন বগিতে।
কী হচ্ছে? কী হচ্ছে? ভিড় ঠেলে সবাই হাজির ট্রেনের ইঞ্জিন কোচে। জানা যায় তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রেনটিতে উঠে আচমকা চড়ে বসেছেন ট্রেনের ইঞ্জিন বগিতে।
advertisement
6/13
সেখানেই শেষ নয়। লোকো পাইলটের আসনে বসে ট্রেন চালু করার জন্য জোর করতে থাকেন লোকটি। নাছোড় ব্যক্তির একটাই দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে। তাঁকে বুঝিয়ে সুঝিয়েও ট্রেন থেকে নামানো যাচ্ছে না কিছুতেই। আর ট্রেনও ছাড়তে পারছে না প্ল্যাটফর্ম।
সেখানেই শেষ নয়। লোকো পাইলটের আসনে বসে ট্রেন চালু করার জন্য জোর করতে থাকেন লোকটি। নাছোড় ব্যক্তির একটাই দাবি, ট্রেন তাঁকেই চালাতে দিতে হবে। তাঁকে বুঝিয়ে সুঝিয়েও ট্রেন থেকে নামানো যাচ্ছে না কিছুতেই। আর ট্রেনও ছাড়তে পারছে না প্ল্যাটফর্ম।
advertisement
7/13
ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই ব্যক্তিকে ট্রেন থেকে নেমে আসার অনুরোধ করেন। তবে ওই ব্যক্তি নামবেন কেন? তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ট্রেন আজ আমি চালাব”। তাঁকে বুঝিয়েও কোনও কাজ হয়নি।
ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই ব্যক্তিকে ট্রেন থেকে নেমে আসার অনুরোধ করেন। তবে ওই ব্যক্তি নামবেন কেন? তিনি স্পষ্ট জানিয়ে দেন, “ট্রেন আজ আমি চালাব”। তাঁকে বুঝিয়েও কোনও কাজ হয়নি।
advertisement
8/13
ঘটনা দেখে লোক জড়ো হয়ে যায়। ছুটে আসেন রেল কর্তা থেকে আরপিএফ-এর জওয়ানরা। এদিকে ওই মাঝবসি লোকটিও নিজের জেদে অটল। ট্রেন তিনি চালাবেনই। লোকো পাইলটের সিট ছাড়তে একেবারেই নারাজ।
ঘটনা দেখে লোক জড়ো হয়ে যায়। ছুটে আসেন রেল কর্তা থেকে আরপিএফ-এর জওয়ানরা। এদিকে ওই মাঝবসি লোকটিও নিজের জেদে অটল। ট্রেন তিনি চালাবেনই। লোকো পাইলটের সিট ছাড়তে একেবারেই নারাজ।
advertisement
9/13
পরিস্থিতি এমন হয় ট্রেনের যাত্রীদের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পরে নিমেষে। সেখানে উপস্থিত মানুষও তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যায়। কিন্তু সে কিছুতেই রাজি হয় না, যার কারণে পরে ছুটে আসে পুলিশ।
পরিস্থিতি এমন হয় ট্রেনের যাত্রীদের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পরে নিমেষে। সেখানে উপস্থিত মানুষও তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যায়। কিন্তু সে কিছুতেই রাজি হয় না, যার কারণে পরে ছুটে আসে পুলিশ।
advertisement
10/13
বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতেই রেল পুলিশ হস্তক্ষেপ করে ইঞ্জিনে বসে থাকা ওই ব্যক্তিকে নামিয়ে আনেন। ভাগ্য ভাল যে ট্রেনের ইঞ্জিনে বসে থাকা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি সত্যি সত্যি কিছু করে বসেননি, অন্যথায় দুর্ঘটনা অনিবার্য ছিল। পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি আসলে মানসিকভাবে বিকৃত অবস্থায় ছিলেন।
বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতেই রেল পুলিশ হস্তক্ষেপ করে ইঞ্জিনে বসে থাকা ওই ব্যক্তিকে নামিয়ে আনেন। ভাগ্য ভাল যে ট্রেনের ইঞ্জিনে বসে থাকা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি সত্যি সত্যি কিছু করে বসেননি, অন্যথায় দুর্ঘটনা অনিবার্য ছিল। পরে পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি আসলে মানসিকভাবে বিকৃত অবস্থায় ছিলেন।
advertisement
11/13
লোকো পাইলট কেবিনে বসে থাকা ব্যক্তির ভিডিও তৈরি করার সময় এক ব্যক্তি মন্তব্য করেন, 'একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ইঞ্জিনে বসে আছে, জানি না সে পাগল কিনা, সে বলছে যে সে নিজেই ট্রেন চালাবে।'
লোকো পাইলট কেবিনে বসে থাকা ব্যক্তির ভিডিও তৈরি করার সময় এক ব্যক্তি মন্তব্য করেন, 'একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ইঞ্জিনে বসে আছে, জানি না সে পাগল কিনা, সে বলছে যে সে নিজেই ট্রেন চালাবে।'
advertisement
12/13
লোকটিকে ভিডিওতে প্রতিক্রিয়া জানাতেও দেখা যায়। এরপরেই যিনি ভিডিও তৈরি করছিলেন সেই ব্যক্তি বলেন, 'লোকটি হয় মাতাল, না হয় পাগল, জানি না কী চান তিনি, কিন্তু কিছুতেই তিনি সরছেন না, ঠায় বসে আছেন লোকো পাইলটের সিটে।'
লোকটিকে ভিডিওতে প্রতিক্রিয়া জানাতেও দেখা যায়। এরপরেই যিনি ভিডিও তৈরি করছিলেন সেই ব্যক্তি বলেন, 'লোকটি হয় মাতাল, না হয় পাগল, জানি না কী চান তিনি, কিন্তু কিছুতেই তিনি সরছেন না, ঠায় বসে আছেন লোকো পাইলটের সিটে।'
advertisement
13/13
তবে ভিডিওতে দেখা যাচ্ছে, লোকো পাইলটের সিটে বসে থাকা ওই ব্যক্তি অবশ্য সেখানে উপস্থিত বোতাম এবং সিস্টেম একটুও স্পর্শ করেননি। @gwaliornewslive নামে একটি হ্যান্ডেল ইনস্টাগ্রামে পোস্ট করেছে এই ভিডিওটি। এর সঙ্গে এই পুরো বিষয়টি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
তবে ভিডিওতে দেখা যাচ্ছে, লোকো পাইলটের সিটে বসে থাকা ওই ব্যক্তি অবশ্য সেখানে উপস্থিত বোতাম এবং সিস্টেম একটুও স্পর্শ করেননি। @gwaliornewslive নামে একটি হ্যান্ডেল ইনস্টাগ্রামে পোস্ট করেছে এই ভিডিওটি। এর সঙ্গে এই পুরো বিষয়টি সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement