লোকাল ট্রেনে যাবেন নাকি দূরপাল্লার, অনেক ট্রেন বাতিল, সময় বদলেছে পুরী, এনজেপি-র ট্রেনের, রইল লিস্ট

Last Updated:
Indian Railways: একাধিক ট্রেনের সময় বদলে গেছে আপনি যাবেন নাকি, জেনে নিন কখন ছাড়ছে কোন ট্রেন, লোকাল ট্রেনেও বড় রদবদল
1/6
রেলওয়ে ট্র্যাকে কাজ হবে, তাই একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল৷ দমদমের কাছে হবে এই কাজ৷  তালিকায় রয়েছে লোকাল ট্রেন পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেন৷
রেলওয়ে ট্র্যাকে কাজ হবে, তাই একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল৷ দমদমের কাছে হবে এই কাজ৷  তালিকায় রয়েছে লোকাল ট্রেন পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেন৷
advertisement
2/6
কোন কোন লোকাল ট্রেন বাতিল?শনিবার বাতিল শিয়ালদহ-ডানকুনি (আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২) রবিবার বাতিল শিয়ালদহ-হাবরা (আপ ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫৪), শিয়ালদহ-দত্তপুকুর (ডাউন ৩৩৬১২), শিয়ালদহ-বনগাঁ (আপ ৩৩৮১৭ ও ডাউন ৩৩৮২৪), শিয়ালদহ-বারাসত (আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২), শিয়ালদহ-ডানকুনি (আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০)।
কোন কোন লোকাল ট্রেন বাতিল?শনিবার বাতিল শিয়ালদহ-ডানকুনি (আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২)রবিবার বাতিল শিয়ালদহ-হাবরা (আপ ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫৪), শিয়ালদহ-দত্তপুকুর (ডাউন ৩৩৬১২), শিয়ালদহ-বনগাঁ (আপ ৩৩৮১৭ ও ডাউন ৩৩৮২৪), শিয়ালদহ-বারাসত (আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২), শিয়ালদহ-ডানকুনি (আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০)।
advertisement
3/6
যে সকল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত (রবিবার)৩৩৮১২ ডাউন বনগাঁ -শিয়ালদহ লোকাল শিয়ালদহ-র পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট-এ যাবে। ৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
যে সকল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত (রবিবার)৩৩৮১২ ডাউন বনগাঁ -শিয়ালদহ লোকাল শিয়ালদহ-র পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট-এ যাবে।৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
advertisement
4/6
এছাড়াও, ২২২০২ ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস শনিবার পুরী থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের বদলে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে।
এছাড়াও, ২২২০২ ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস শনিবার পুরী থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের বদলে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে।
advertisement
5/6
১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে এবং বেলঘরিয়াতে থামবে।
১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে এবং বেলঘরিয়াতে থামবে।
advertisement
6/6
১২৩৪৪ ডাউন হলদিবাড়ি- শিয়ালদহ দার্জিলিং মেল এবং ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে।
১২৩৪৪ ডাউন হলদিবাড়ি- শিয়ালদহ দার্জিলিং মেল এবং ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে।
advertisement
advertisement
advertisement