'আমি ২০ টাকার বিলই চাই...!' প্যান্ট্রি বয়ের কাছে প্যাসেঞ্জার চাইলেন 'জলের' Bill, মুহূর্তে যা করে বসল ভেন্ডাররা, দরদর করে ছুটল ঘাম!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: এবার ফের ট্রেনের কামরার এমনই একটি দৃশ্য সম্প্রতি দাবানলের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। কী দেখা গিয়েছিল সেই ভিডিওতে? কী এমন দেখে রাগে জ্বলে উঠলেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু জল নয়, ব্যক্তি চা বিক্রেতার কাছ থেকে ২০ টাকায় কেনা স্ট্যান্ডার্ড চায়ের বিলও চায়। ইতিমধ্যে, একজন বদরাগী ভেন্ডার এসে চড়াও হন ওই যাত্রীর উপর। ওই ভেন্ডার এসেই হুমকি দিয়ে ওই যাত্রীকে ক্যামেরা বন্ধ করার জন্য জোর করে যেতে থাকেন। কিন্তু যাত্রী যুবক তাতেও না দমে গিয়ে পাল্টা আরপিএফ-কে ফোন করার হুমকি দিতে শুরু করেন।
advertisement
হইচই বাড়তে প্যান্ট্রিতে কর্মরত অন্য এক ব্যক্তি ওই যাত্রীকে ২০ টাকা দিতে উদ্যত হন। কিন্তু ওই যুবক বারবারই বলতে থাকেন টাকা নয়, তিনি বিল চান। কিন্তু প্যান্ট্রির কর্মীরাও কিছুতেই তাঁকে ২০ টাকার জল ও চায়ের বিল দিতে অস্বীকৃতি করে যান। উল্টে প্যান্ট্রির কর্মচারী ২০ টাকার জিনিসপত্র বিক্রি করার কথাও পুরোপুরি অস্বীকার করে যান।
advertisement
বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলার পরেও কোনও সুরাহা না হওয়ায় প্যান্ট্রি কর্মীদের 'হেড' তার লোকদের ওই যুবককে তুলে প্যান্ট্রি কারে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। জোর করে বন্ধ করে দেওয়া হয় ওই যুবকের ক্যামেরাটি। এরপরেই প্যান্ট্রি কারে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেই তাঁর ভিডিওতে জানিয়েছেন ওই প্যাসেঞ্জার।
advertisement
advertisement
advertisement
তবে এই প্রথম নয়, ট্রেনে প্যান্ট্রির ছেলেদের সঙ্গে যাত্রীর মারামারির ভিডিও এর আগেও ইন্টারনেটে বহুবার ভাইরাল হয়েছে। ওই যাত্রী তাঁর পোস্টে লেখেন, "আমাকে মারধর করা হয়েছে এবং অকথ্য গালিগালাজ দেওয়া হয়েছে। আমি আইআরসিটিসি-তে অভিযোগ করেছি এবং ভিডিওটি টুইটারেও পোস্ট করেছি।' ১৯ সেকেন্ডের ফুটেজটি যাত্রীর এই অভিযোগ দিয়েই শেষ হয়েছে।
advertisement
X-এ এই ভিডিওটি পোস্ট করে, @SaurabhKum86112 নামের ব্যবহারকারী লিখেছেন- "ভারতীয় রেলে যাত্রীদের সঙ্গে এমনই হয়, সেদিন ট্রেনে যখন প্যান্ট্রি কর্মীরা অতিরিক্ত দাম নিচ্ছিল, আমি তার প্রতিবাদ করি। আর তারই একটি ভিডিও করেছিলাম আমি। কিন্তু এরপরেই আমাকে প্রবল মারধর করা হয় ও গালিগালাজ দেওয়া হয় এমনকি দেওয়া হয়েছে হুমকিও। আমার সত্যি এখন ট্রেনে যেতেও ভয় করছে। আমার সাহায্যের প্রয়োজন।"
advertisement