'এই ডাল খেয়ে দেখুন তো আপনি..!' ট্রে শুদ্ধু খাবার নিয়ে Pantry-তে হাজির যাত্রী! মুখে দিয়েই যা বললেন রেলকর্মী, ঘাম ছুটল প্যাসেঞ্জারের!

Last Updated:
Indian Railways:বেশির ভাগ মানুষই ট্রেনে ভ্রমণের সময় প্যান্ট্রি কারের খাবারের উপর ভরসা করেন। 'আন্ডা কারি' হোক বা 'ফিশ কারি' বা 'চিকেন কারি'। ট্রেনের প্যান্ট্রির খাবারেই ভরসা করতে হয় যাত্রা পথে। তবে এক্ষেত্রে কখনও কখনও প্যান্ট্রির খাবার নিয়ে ওঠে অভিযোগ।
1/12
ট্রেন যাত্রা সবসময়ই মজাদার। বিশেষ করে তা যদি হয় দূরপাল্লার ট্রেন। এসি হোক বা স্লিপার ক্লাস, ট্রেনে উঠে জানালার বাইরে দিয়ে একের পর এক গাছ, গ্রাম, শহর দেখতে দেখতে পেরিয়ে যাওয়া নতুন নতুন অজানা জায়গা আর আরামদায়ক যাত্রা।
ট্রেন যাত্রা সবসময়ই মজাদার। বিশেষ করে তা যদি হয় দূরপাল্লার ট্রেন। এসি হোক বা স্লিপার ক্লাস, ট্রেনে উঠে জানালার বাইরে দিয়ে একের পর এক গাছ, গ্রাম, শহর দেখতে দেখতে পেরিয়ে যাওয়া নতুন নতুন অজানা জায়গা আর আরামদায়ক যাত্রা।
advertisement
2/12
আজও আমাদের দেশের একটি বিশাল জনগোষ্ঠী তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে ভ্রমণ করে থাকেন। কেউ কেউ এমনিতেই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন, কেউ আবার অন্য কোনও বিকল্প নেই বলেই সস্তার এই গণ পরিবহনকেই সবচেয়ে সুবিধেজনক বিকল্প হিসেবে দেখেন।
আজও আমাদের দেশের একটি বিশাল জনগোষ্ঠী তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে ভ্রমণ করে থাকেন। কেউ কেউ এমনিতেই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন, কেউ আবার অন্য কোনও বিকল্প নেই বলেই সস্তার এই গণ পরিবহনকেই সবচেয়ে সুবিধেজনক বিকল্প হিসেবে দেখেন।
advertisement
3/12
তবে অনেক সময়ই বেশিরভাগ মানুষকে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও কখনও ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছয়, আবার কখনও কখনও এমআরপির চেয়ে বেশি দামে ট্রেনে জল, খাবার ও জিনিসপত্র কিনতে হয়। কখনও কখনও ট্রেনে বিক্রি হওয়া খাবার এমন হয় যে মুখে দিলেই মেজাজ খারাপ হয়ে যায়।
তবে অনেক সময়ই বেশিরভাগ মানুষকে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। কখনও কখনও ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছয়, আবার কখনও কখনও এমআরপির চেয়ে বেশি দামে ট্রেনে জল, খাবার ও জিনিসপত্র কিনতে হয়। কখনও কখনও ট্রেনে বিক্রি হওয়া খাবার এমন হয় যে মুখে দিলেই মেজাজ খারাপ হয়ে যায়।
advertisement
4/12
বেশির ভাগ মানুষই ট্রেনে ভ্রমণের সময় প্যান্ট্রি কারের খাবারের উপর ভরসা করেন। 'আন্ডা কারি' হোক বা 'ফিশ কারি' বা 'চিকেন কারি'। ট্রেনের প্যান্ট্রির খাবারেই ভরসা করতে হয় যাত্রা পথে। তবে এক্ষেত্রে কখনও কখনও প্যান্ট্রির খাবার নিয়ে ওঠে অভিযোগ।
বেশির ভাগ মানুষই ট্রেনে ভ্রমণের সময় প্যান্ট্রি কারের খাবারের উপর ভরসা করেন। 'আন্ডা কারি' হোক বা 'ফিশ কারি' বা 'চিকেন কারি'। ট্রেনের প্যান্ট্রির খাবারেই ভরসা করতে হয় যাত্রা পথে। তবে এক্ষেত্রে কখনও কখনও প্যান্ট্রির খাবার নিয়ে ওঠে অভিযোগ।
advertisement
5/12
ট্রেনের খাবারের ক্ষেত্রে যাত্রীদের মাঝে মাঝে অতিরিক্ত দামের সম্মুখীন হতে হয় এবং কখনও কখনও খারাপ খাবারের অভিযোগও ওঠে। অনেকেই খারাপ ও নষ্ট খাবারের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যা ভাইরাল হতে থাকে।
ট্রেনের খাবারের ক্ষেত্রে যাত্রীদের মাঝে মাঝে অতিরিক্ত দামের সম্মুখীন হতে হয় এবং কখনও কখনও খারাপ খাবারের অভিযোগও ওঠে। অনেকেই খারাপ ও নষ্ট খাবারের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যা ভাইরাল হতে থাকে।
advertisement
6/12
কিন্তু সম্প্রতি এক যাত্রীর সঙ্গে ট্রেনে এমন ঘটনা ঘটে যা তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। খাবার খারাপ থাকায় সোজা প্যান্ট্রিতে গিয়ে অভিযোগ জানান ওই প্যাসেঞ্জার। কিন্তু তারপরেই তাঁর সঙ্গে যা ঘটে তা চমকে দেওয়ার মতো!
কিন্তু সম্প্রতি এক যাত্রীর সঙ্গে ট্রেনে এমন ঘটনা ঘটে যা তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। খাবার খারাপ থাকায় সোজা প্যান্ট্রিতে গিয়ে অভিযোগ জানান ওই প্যাসেঞ্জার। কিন্তু তারপরেই তাঁর সঙ্গে যা ঘটে তা চমকে দেওয়ার মতো!
advertisement
7/12
এই মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে এক ব্যক্তি ট্রেনে কেনা খাবার নিয়ে সোজা ঢুকে যান প্যান্ট্রিতে। তিনি প্যান্ট্রি বয়কে খাবার দেখিয়ে বলেন, ডালটি একদম নষ্ট হয়ে গিয়েছে। তাঁর কথা শুনেই প্যান্ট্রি কর্মী ডালটি মুখে দিয়ে স্বাদ দেখেই যা বললেন তা অবাক হওয়ার মতোই।
এই মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে এক ব্যক্তি ট্রেনে কেনা খাবার নিয়ে সোজা ঢুকে যান প্যান্ট্রিতে। তিনি প্যান্ট্রি বয়কে খাবার দেখিয়ে বলেন, ডালটি একদম নষ্ট হয়ে গিয়েছে। তাঁর কথা শুনেই প্যান্ট্রি কর্মী ডালটি মুখে দিয়ে স্বাদ দেখেই যা বললেন তা অবাক হওয়ার মতোই।
advertisement
8/12
পুরোপুরি বিষয়টি অস্বীকার করেন ওই প্যান্ট্রি কর্মী। উল্টে তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন যে ডালটি খারাপ। ডালের স্বাদ নেওয়ার পরে প্রথমে ওই প্যান্ট্রি বয় মাথা নাড়েন, তারপরে স্পষ্টভাবে ওই যাত্রীকে বলেন যে ডাল মোটেই খারাপ নয়।
পুরোপুরি বিষয়টি অস্বীকার করেন ওই প্যান্ট্রি কর্মী। উল্টে তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন যে ডালটি খারাপ। ডালের স্বাদ নেওয়ার পরে প্রথমে ওই প্যান্ট্রি বয় মাথা নাড়েন, তারপরে স্পষ্টভাবে ওই যাত্রীকে বলেন যে ডাল মোটেই খারাপ নয়।
advertisement
9/12
ভিডিওটিতে দেখা যায় অভিযোগকারী যাত্রীকে ওই প্যান্ট্রি কর্মী বলে দেন,
ভিডিওটিতে দেখা যায় অভিযোগকারী যাত্রীকে ওই প্যান্ট্রি কর্মী বলে দেন, "আপনার এটি পছন্দ হয়নি, এটি আলাদা বিষয়, তবে এই ডাল মোটেই নষ্ট নয়। এই নিয়ে শুরু হয়ে যায় তুমুল বাকবিতণ্ডা।
advertisement
10/12
একদিকে ওই যাত্রী অভিযোগ করে চলেন যে ডালটি গন্ধযুক্ত, অন্যদিকে গন্ধ পাওয়ার পরেও তা অস্বীকার করেন ওই প্যান্ট্রি বয়। ভিডিওটি X প্ল্যাটফর্মে @JituUpadhy1972 নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
একদিকে ওই যাত্রী অভিযোগ করে চলেন যে ডালটি গন্ধযুক্ত, অন্যদিকে গন্ধ পাওয়ার পরেও তা অস্বীকার করেন ওই প্যান্ট্রি বয়। ভিডিওটি X প্ল্যাটফর্মে @JituUpadhy1972 নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
advertisement
11/12
ভিডিওটি পোস্ট করার সময় এবং ট্রেন সম্পর্কে তথ্য দেওয়ার সময়, ব্যক্তি জানিয়েছেন, গত ২৩ জুন ২০২৫ তারিখে ট্রেনে যাত্রার সময় তিনি খারাপ, নষ্ট হয়ে যাওয়া এই খাবার খেয়েছিলেন। এর পরেই তিনি IRCTC-কে ট্যাগ করে বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানান।
ভিডিওটি পোস্ট করার সময় এবং ট্রেন সম্পর্কে তথ্য দেওয়ার সময়, ব্যক্তি জানিয়েছেন, গত ২৩ জুন ২০২৫ তারিখে ট্রেনে যাত্রার সময় তিনি খারাপ, নষ্ট হয়ে যাওয়া এই খাবার খেয়েছিলেন। এর পরেই তিনি IRCTC-কে ট্যাগ করে বিষয়টি সোশ্যাল মাধ্যমে জানান।
advertisement
12/12
ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর পোস্টে লেখেন, ভিডিওটি দেখার পরে,
ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর পোস্টে লেখেন, ভিডিওটি দেখার পরে, "IRCTC উত্তর দেয়, 'আপনার অভিযোগ রেল মাদাদে নথিভুক্ত করা হয়েছে এবং অভিযোগ নম্বরটি আপনার নম্বরে SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।"
advertisement
advertisement
advertisement