ভারতীয় রেলের উৎসব ধামাকা ! স্পেশ্যাল ট্রেনের ঘোষণা হতে পারে উৎসবের মরশুমে

Last Updated:
1/5
উৎসবের মরশুমর রেলের বড় ঘোষণা ! উত্তরপ্রদেশ, বিহার এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলিতে অনেক বেশি ভিড় হয়ে থাকে ৷ প্রবল ভিড় এড়িয়ে যেতেই মানুষ আগে করে ফেলে তাই ওয়েটিং লিস্ট ৩০০-৪০০ হয়ে থাকে ৷ এই কথা ভেবেই রেল কর্তৃপক্ষ স্পেশ্যাল ট্রেনের উদ্যোগ নিয়েছে ৷ এই সব ট্রেনে রিজাভেশন করিয়ে নিতে পারেন অবাঞ্ছিত ভিড়ের হাত থেকে বাঁচতে ৷ বিজয়া দশমী, দীপাবলি এবং ছট পুজোয় কনফার্ম টিকিট পাওয়াটাই অত্যন্ত জরুরি ৷ এই উৎসবের মরশুমে যদি কোথাও যাত্রা করার কথা ভাবা হয়ে থাকে তবে আর দেরি নয় এখন করে ফেলুন প্ল্যান ৷ ছবি সংগৃহীত ৷
উৎসবের মরশুমর রেলের বড় ঘোষণা ! উত্তরপ্রদেশ, বিহার এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলিতে অনেক বেশি ভিড় হয়ে থাকে ৷ প্রবল ভিড় এড়িয়ে যেতেই মানুষ আগে করে ফেলে তাই ওয়েটিং লিস্ট ৩০০-৪০০ হয়ে থাকে ৷ এই কথা ভেবেই রেল কর্তৃপক্ষ স্পেশ্যাল ট্রেনের উদ্যোগ নিয়েছে ৷ এই সব ট্রেনে রিজাভেশন করিয়ে নিতে পারেন অবাঞ্ছিত ভিড়ের হাত থেকে বাঁচতে ৷ বিজয়া দশমী, দীপাবলি এবং ছট পুজোয় কনফার্ম টিকিট পাওয়াটাই অত্যন্ত জরুরি ৷ এই উৎসবের মরশুমে যদি কোথাও যাত্রা করার কথা ভাবা হয়ে থাকে তবে আর দেরি নয় এখন করে ফেলুন প্ল্যান ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
নঙ্গলডেম-লখনউ সপ্তাহিক এক্সপ্রেস ৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মোট ৮ বার যাতায়াত করবে ৷ ট্রেন নম্বর ০৪৫০২ প্রতি সোমবার নঙ্গলডেম থেকে ছাড়বে ট্রেন ফিরবে ০৪৫০১ ৷ ৯ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে চলবে ৷ ট্রেনে সেকেণ্ড এসি ১টি, থার্ড এসি ২টি, স্লিপার ৪ টি এবং জেনারেল ৬ টি কোচ থাকবে ৷ ছবি সংগৃহীত ৷
নঙ্গলডেম-লখনউ সপ্তাহিক এক্সপ্রেস ৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মোট ৮ বার যাতায়াত করবে ৷ ট্রেন নম্বর ০৪৫০২ প্রতি সোমবার নঙ্গলডেম থেকে ছাড়বে ট্রেন ফিরবে ০৪৫০১ ৷ ৯ অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে চলবে ৷ ট্রেনে সেকেণ্ড এসি ১টি, থার্ড এসি ২টি, স্লিপার ৪ টি এবং জেনারেল ৬ টি কোচ থাকবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
গোরক্ষপুর-সিএসটিএএম স্পেশ্যাল ট্রেন : গোরক্ষপুর-সিএসটিএএম স্পেশ্যাল ট্রেন (০২৫৯৭) ৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার চলবে এই ট্রেন ৷ সকাল ৮:২৫ গোরক্ষপুর থেকে ছাড়বে পরের দিন বেলা ১২:১৫ সিএসটিএএম মুম্বইয়ে পৌঁছবে ৷ পরে (০২৫৯৮) ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার চলবে ৷ দুপুর ২:২০ টায় যাত্রা শুরু করবে পৌঁছবে পরের দিন সন্ধে ৬:৪৫ এ গোরক্ষপুরে পৌঁছবে ৷ ছবি সংগৃহীত ৷
গোরক্ষপুর-সিএসটিএএম স্পেশ্যাল ট্রেন : গোরক্ষপুর-সিএসটিএএম স্পেশ্যাল ট্রেন (০২৫৯৭) ৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার চলবে এই ট্রেন ৷ সকাল ৮:২৫ গোরক্ষপুর থেকে ছাড়বে পরের দিন বেলা ১২:১৫ সিএসটিএএম মুম্বইয়ে পৌঁছবে ৷ পরে (০২৫৯৮) ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রতি রবিবার চলবে ৷ দুপুর ২:২০ টায় যাত্রা শুরু করবে পৌঁছবে পরের দিন সন্ধে ৬:৪৫ এ গোরক্ষপুরে পৌঁছবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
ছাপরা-দিল্লি : সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ছাপরা-দিল্লি স্পেশ্যাল ট্রেন চলবে ৷ বিকেল ৪:০০ টেয় ছাপরা থেকে যাত্রা শুরু করবে পরের দিন সকাল ১১:৫৫ দিল্লি পৌঁছবে ৷ পরে (০৫১০২) ৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি সোমবার চলবে এই বিশেষ ট্রেন ৷ এই ট্রেন দিল্লি পৌঁছবে দুপুর ১:৫৫ ছাড়ার পরে পরের দিন সকাল ১০:৫৫ পৌঁছবে ৷ ছবি সংগৃহীত ৷
ছাপরা-দিল্লি : সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ছাপরা-দিল্লি স্পেশ্যাল ট্রেন চলবে ৷ বিকেল ৪:০০ টেয় ছাপরা থেকে যাত্রা শুরু করবে পরের দিন সকাল ১১:৫৫ দিল্লি পৌঁছবে ৷ পরে (০৫১০২) ৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বরের মধ্যে প্রতি সোমবার চলবে এই বিশেষ ট্রেন ৷ এই ট্রেন দিল্লি পৌঁছবে দুপুর ১:৫৫ ছাড়ার পরে পরের দিন সকাল ১০:৫৫ পৌঁছবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
লখনই জংশন-এলটিটি : ৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন (০৫১৫১) প্রতি শুক্রবার চলবে এই ট্রেন ৷ বেলা ১২:১০ লখনউ থেকে যাত্রা শুরু করবে পরের দিন দুপুর ১:২০ তে এলটিটি পৌঁছবে ৷ ফিরে আসবে এই ট্রেন (০৫১৫২) ৬ অক্টোবর তেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি চলবে এই ট্রেন ৷ এই ট্রেন প্রতিদিন সন্ধে ৭টায় যাত্রা শুরু করে পৌঁছবে পরের দিন সন্ধে ৫:১০ এ লখনউয়ে পৌঁছবে ৷ ছবি সংগৃহীত ৷
লখনই জংশন-এলটিটি : ৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন (০৫১৫১) প্রতি শুক্রবার চলবে এই ট্রেন ৷ বেলা ১২:১০ লখনউ থেকে যাত্রা শুরু করবে পরের দিন দুপুর ১:২০ তে এলটিটি পৌঁছবে ৷ ফিরে আসবে এই ট্রেন (০৫১৫২) ৬ অক্টোবর তেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি চলবে এই ট্রেন ৷ এই ট্রেন প্রতিদিন সন্ধে ৭টায় যাত্রা শুরু করে পৌঁছবে পরের দিন সন্ধে ৫:১০ এ লখনউয়ে পৌঁছবে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement