Job Alert: কর্মী নিয়োগ চলছে ভারতীয় সেনাবাহিনীতে, জেনে নিন বিস্তারিত

Last Updated:
1/6
♦ ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ করা হচ্ছে ৷ ১৯১ জন পুরুষ ও মহিলাকে নেওয়া হচ্ছে ৷ ১৭৫ জন অবিবাহিত পুরুষ এবং ২৫তম শর্ট সার্ভিস কমিশন কোর্সে ১৬ জন অবিবাহিত মহিলা নেওয়া হচ্ছে ৷
♦ ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ করা হচ্ছে ৷ ১৯১ জন পুরুষ ও মহিলাকে নেওয়া হচ্ছে ৷ ১৭৫ জন অবিবাহিত পুরুষ এবং ২৫তম শর্ট সার্ভিস কমিশন কোর্সে ১৬ জন অবিবাহিত মহিলা নেওয়া হচ্ছে ৷
advertisement
2/6
♦ যে বিষয়গুলো মাথায় রাখতে হবে -অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ জুলাই ২০১৯-এ ৷ নিবন্ধনের শেষ তারিখ আগামী ২২ অগস্ট ৷ ফর্ম সম্পূর্ণ হওয়ারপ শেষ তারিখ ২২ অগস্ট ৷
♦ যে বিষয়গুলো মাথায় রাখতে হবে -অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ জুলাই ২০১৯-এ ৷ নিবন্ধনের শেষ তারিখ আগামী ২২ অগস্ট ৷ ফর্ম সম্পূর্ণ হওয়ারপ শেষ তারিখ ২২ অগস্ট ৷
advertisement
3/6
♦ কোর্স শুরু এপ্রিল ২০২০তে ৷  ন্যূনতম বয়স ২০ বছর ৷  সর্বোচ্চ বয়স ২৭ বছর। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ৷
♦ কোর্স শুরু এপ্রিল ২০২০তে ৷ ন্যূনতম বয়স ২০ বছর ৷ সর্বোচ্চ বয়স ২৭ বছর। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ৷
advertisement
4/6
♦ শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১৫৭.৫ সেন্টিমিটার সেন্টিমিটার উচ্চতা হওয়া দরকার। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে সেব্যাপারে কিছু শর্ত রয়েছে যা আর্মির ওয়েবসাইটে পাওয়া যাবে। ট্রেনিং-এর সময়সীমা: ৪৯ সপ্তাহ ট্রেনিং। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিং চলাকালীনও বিয়ে করা চলবে না।
♦ শারীরিক মাপজোক: পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম ১৫৭.৫ সেন্টিমিটার সেন্টিমিটার উচ্চতা হওয়া দরকার। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে সেব্যাপারে কিছু শর্ত রয়েছে যা আর্মির ওয়েবসাইটে পাওয়া যাবে। ট্রেনিং-এর সময়সীমা: ৪৯ সপ্তাহ ট্রেনিং। চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। ট্রেনিং চলাকালীনও বিয়ে করা চলবে না।
advertisement
5/6
♦ স্টাইপেন্ড এবং মূল বেতন: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে মাসে ৫৬,১০০ টাকা। মূল বেতন শুরুতে লেফটেন্যান্ট মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ও সরকারি ভাতা ৷ পদোন্নতি অনুযায়ী বেতন বাড়বে ৷
♦ স্টাইপেন্ড এবং মূল বেতন: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে মাসে ৫৬,১০০ টাকা। মূল বেতন শুরুতে লেফটেন্যান্ট মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা সঙ্গে অন্যান্য ও সরকারি ভাতা ৷ পদোন্নতি অনুযায়ী বেতন বাড়বে ৷
advertisement
6/6
♦ www.joinindianarmy.nin.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রি করতে হবে ৷ তারপর আবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে ফর্ম পূরণ করতে হবে ৷ তারপর আবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড গিয়ে ফর্ম পূরম করতে হবে ৷ ইন্টারভিউয়ের সময় অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট, জন্ম ও শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট, মার্কশিট, পরিচয়পত্র নথিপত্র সঙ্গে রাখতে হবে ৷ বিজ্ঞপ্তিটি বিশদে জানতে ক্লিক করুন-http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tech_54.pdf এই লিঙ্কে ৷
♦ www.joinindianarmy.nin.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রি করতে হবে ৷ তারপর আবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে ফর্ম পূরণ করতে হবে ৷ তারপর আবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড গিয়ে ফর্ম পূরম করতে হবে ৷ ইন্টারভিউয়ের সময় অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট, জন্ম ও শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট, মার্কশিট, পরিচয়পত্র নথিপত্র সঙ্গে রাখতে হবে ৷ বিজ্ঞপ্তিটি বিশদে জানতে ক্লিক করুন-http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tech_54.pdf এই লিঙ্কে ৷
advertisement
advertisement
advertisement