#IndiaStrikesBack : সেনাবাহিনীর নিখুঁত ব্লু-প্রিন্টেই বাজিমাৎ, মুহূর্তেই গুঁড়িয়েছে একাধিক জঙ্গিঘাঁটি

Last Updated:
1/5
রাতের অন্ধকারে টার্গেট নির্দিষ্ট করে মুহূর্তে হামলা। ১২ মিরাজের ২১ মিনিটের নিখুঁত অপারেশন। লেজার গাইডেড মিসাইল ব্যবহার। গুড়িয়ে দেওয়া হল জইশ, লস্কর, হিজজবুল মুজাহিদিনের যৌথ জঙ্গি ঘাঁটি। ধ্বংস জইশের আলফা থ্রি কন্ট্রোল রুম।
রাতের অন্ধকারে টার্গেট নির্দিষ্ট করে মুহূর্তে হামলা। ১২ মিরাজের ২১ মিনিটের নিখুঁত অপারেশন। লেজার গাইডেড মিসাইল ব্যবহার। গুড়িয়ে দেওয়া হল জইশ, লস্কর, হিজজবুল মুজাহিদিনের যৌথ জঙ্গি ঘাঁটি। ধ্বংস জইশের আলফা থ্রি কন্ট্রোল রুম।
advertisement
2/5
১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ে হামলা হয় ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিতে ৷ বিমান হানায় খতম অন্তত ২০০-৩০০ জঙ্গি ৷
১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ে হামলা হয় ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয় জঙ্গিঘাঁটিতে ৷ বিমান হানায় খতম অন্তত ২০০-৩০০ জঙ্গি ৷
advertisement
3/5
ভারতের সেরা ফাইটার বিমানের সুখই 30 MKI। শক্তিশালী রাডার সিস্টেম এবং ভয়ানক সব যুদ্ধাস্ত্রে সজ্জিত দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর প্রধান অবলম্বন।
ভারতের সেরা ফাইটার বিমানের সুখই 30 MKI। শক্তিশালী রাডার সিস্টেম এবং ভয়ানক সব যুদ্ধাস্ত্রে সজ্জিত দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনীর প্রধান অবলম্বন।
advertisement
4/5
এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রায় ৩০০-৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বিমানের রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
এটি একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রায় ৩০০-৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই বিমানের রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।
advertisement
5/5
বিশ্বের দ্রুততম এবং ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইল ব্রহ্মোস। এই সুপারসোনিক ক্রুজ মিসাইলের শিকার প্রক্রিয়াটি সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি। প্রায় ২৯০ কিলোমিটার পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি।
বিশ্বের দ্রুততম এবং ভয়ঙ্কর অ্যান্টিশিপ মিসাইল ব্রহ্মোস। এই সুপারসোনিক ক্রুজ মিসাইলের শিকার প্রক্রিয়াটি সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি। প্রায় ২৯০ কিলোমিটার পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি।
advertisement
advertisement
advertisement