Defence News: আসছে আরও রাফালে! ফ্রান্সের সঙ্গে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি করল ভারত! কাঁপবে পাকিস্তান-চিন, সমুদ্র অপরাজেয় হবে নৌসেনা

Last Updated:
Defence news: প্রতীক্ষার দিন শেষ, রাফালে নিয়ে চুক্তি চূড়ান্ত। ২৮ এপ্রিলই ভারতের সঙ্গে মেরিন রাফালে নিয়ে চুক্তি হতে চলেছে ফ্রান্সের। চুক্তিটি আগে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল এবার আনুষ্ঠানিক ভাবে সাক্ষরের পালা।
1/5
প্রতীক্ষার দিন শেষ, রাফালে নিয়ে চুক্তি চূড়ান্ত। ২৮ এপ্রিলই ভারতের সঙ্গে মেরিন রাফালে নিয়ে চুক্তি হতে চলেছে ফ্রান্সের। চুক্তিটি আগে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল এবার আনুষ্ঠানিক ভাবে সাক্ষরের পালা।
প্রতীক্ষার দিন শেষ, রাফালে নিয়ে চুক্তি চূড়ান্ত। ২৮ এপ্রিলই ভারতের সঙ্গে মেরিন রাফালে নিয়ে চুক্তি হতে চলেছে ফ্রান্সের। চুক্তিটি আগে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল এবার আনুষ্ঠানিক ভাবে সাক্ষরের পালা।
advertisement
2/5
২৭ এপ্রিল মেরিন রাফালে নিয়ে চুক্তি করতে ভারতে আসছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। সংবাদমাধ্যম Reuters-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বায়ুসেনার কাছে বর্তমানে ৩৬টি রাফালে রয়েছে, নৌবাহিনীর কাছে রয়েছে রাশিয়ান MiG-29 জেট।
২৭ এপ্রিল মেরিন রাফালে নিয়ে চুক্তি করতে ভারতে আসছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী। সংবাদমাধ্যম Reuters-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বায়ুসেনার কাছে বর্তমানে ৩৬টি রাফালে রয়েছে, নৌবাহিনীর কাছে রয়েছে রাশিয়ান MiG-29 জেট।
advertisement
3/5
এর মধ্যে ২২টি একটি আসনের এবং ৪টি ট্রেনিংয়ের জন্য বিমান কিনবে ভারত। বিশেষজ্ঞদের মতে, রাফাল এম-এর গতি ২১০০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি। মেরিন রাফালে সমুদ্রে ঘুম ওড়াতে পারে পাকিস্তান-চিনের। রাফালে এম-এর রেঞ্জ ৩৭০০ কিলোমিটার।
এর মধ্যে ২২টি একটি আসনের এবং ৪টি ট্রেনিংয়ের জন্য বিমান কিনবে ভারত। বিশেষজ্ঞদের মতে, রাফাল এম-এর গতি ২১০০ কিলোমিটার প্রতি ঘণ্টারও বেশি। মেরিন রাফালে সমুদ্রে ঘুম ওড়াতে পারে পাকিস্তান-চিনের। রাফালে এম-এর রেঞ্জ ৩৭০০ কিলোমিটার।
advertisement
4/5
এটিতে Spectra ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে সক্রিয় সুরক্ষার জন্য এবং আসন্ন মিসাইল এবং শত্রু রাডার মোকাবেলার জন্য কার্যকরী। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (CCS) ₹৬৩,০০০ কোটি টাকার চুক্তি অনুমোদন করেছিল ফাইটার জেটগুলি। (Reuters File Image)
এটিতে Spectra ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে সক্রিয় সুরক্ষার জন্য এবং আসন্ন মিসাইল এবং শত্রু রাডার মোকাবেলার জন্য কার্যকরী। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (CCS) ₹৬৩,০০০ কোটি টাকার চুক্তি অনুমোদন করেছিল ফাইটার জেটগুলি। (Reuters File Image)
advertisement
5/5
এই বিমানগুলিতে গোলাবারুদ, লেজার-গাইডেড বোমা, ক্রুজ মিসাইল এবং এয়ার-টু-গ্রাউন্ড মিশাইল থাকবে। বলাই বাহুল্য এই বিমানগুলি ভারতের নৌসেনায় যুক্ত হলে প্রতিরক্ষার দিক থেকে ভারত অনেক শক্তিশালী হবে।
এই বিমানগুলিতে গোলাবারুদ, লেজার-গাইডেড বোমা, ক্রুজ মিসাইল এবং এয়ার-টু-গ্রাউন্ড মিশাইল থাকবে। বলাই বাহুল্য এই বিমানগুলি ভারতের নৌসেনায় যুক্ত হলে প্রতিরক্ষার দিক থেকে ভারত অনেক শক্তিশালী হবে।
advertisement
advertisement
advertisement