India Overtakes China: জন বিস্ফোরণ! ভারত টপকে গেল চিনকেও, জানেন এখন দেশে জনসংখ্যা কত?

Last Updated:
এর পিছনে অনেকে চিনের এক সন্তান নীতিকেও দায়ী করছেন৷ আবার, চিনের খাদ্য নীতিকেও দুষছেন অনেকে৷ তেমনই, গত ২ বছরে করোনায় চিনের বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে৷ তা-ও এই হঠাৎ জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
1/8
নয়াদিল্লি: সেই কবে থেকে প্রথম স্থানটা দখল করে রেখেছিল চিন৷ এবার সেই চিনকেও জনসংখ্যার নিরিখে টপকে গেল ভারত৷ এখন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারত! ১৯৫০ সাল থেকে জনসুমারি করে পৃথিবীর প্রতিটি দেশের জনসংখ্যার তালিকা তৈরি করে রাষ্ট্রসংঘ৷ এই প্রথম সেই তালিকার প্রথম স্থানে এল ভারত৷
নয়াদিল্লি: সেই কবে থেকে প্রথম স্থানটা দখল করে রেখেছিল চিন৷ এবার সেই চিনকেও জনসংখ্যার নিরিখে টপকে গেল ভারত৷ এখন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ভারত! ১৯৫০ সাল থেকে জনসুমারি করে পৃথিবীর প্রতিটি দেশের জনসংখ্যার তালিকা তৈরি করে রাষ্ট্রসংঘ৷ এই প্রথম সেই তালিকার প্রথম স্থানে এল ভারত৷
advertisement
2/8
রাষ্ট্রসংঘের Population Fund’s State of World Population report অনুযায়ী, বর্তমানে ভারতে প্রজনন হার ২.০ ৷ চিনের সেখানে ১.২১৷ ভারতের জনসংখ্যা এখন ১৪২.৮৬ কোটি৷ চিনের ১৪২.৫৭ কোটি৷
রাষ্ট্রসংঘের Population Fund’s State of World Population report অনুযায়ী, বর্তমানে ভারতে প্রজনন হার ২.০ ৷ চিনের সেখানে ১.২১৷ ভারতের জনসংখ্যা এখন ১৪২.৮৬ কোটি৷ চিনের ১৪২.৫৭ কোটি৷
advertisement
3/8
জানা গিয়েছে, ১৯৬০ সালের পরে এই প্রথম গত বছরই জনসংখ্যা কমেছে চিনের৷ এর পিছনে সে দেশের বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কম বয়সিদের মধ্যে সন্তান উৎপাদনের ইচ্ছে কমে যাওয়া অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে৷
জানা গিয়েছে, ১৯৬০ সালের পরে এই প্রথম গত বছরই জনসংখ্যা কমেছে চিনের৷ এর পিছনে সে দেশের বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কম বয়সিদের মধ্যে সন্তান উৎপাদনের ইচ্ছে কমে যাওয়া অন্যতম কারণ বলে মনে করছেন অনেকে৷
advertisement
4/8
অন্যদিকে, রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা বেশি৷ গত তিন দশকে ভারতের প্রজনন হার বেড়েছে এবং শিশুমৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে৷
অন্যদিকে, রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা বেশি৷ গত তিন দশকে ভারতের প্রজনন হার বেড়েছে এবং শিশুমৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে৷
advertisement
5/8
রিপোর্ট বলছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে৷ ১৮ শতাংশের বয়স ১০-১৯ বছর৷ ভারতের ২৬ শতাংশ মানুষের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে৷ ৬৮ শতাংশ মানুষের বয়স ১৫-৬৪-র মধ্যে৷ মাত্র ৭ শতাংশের বয়স ৬৫-এর উপরে৷
রিপোর্ট বলছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে৷ ১৮ শতাংশের বয়স ১০-১৯ বছর৷ ভারতের ২৬ শতাংশ মানুষের বয়স ১০ থেকে ২৪ বছরের মধ্যে৷ ৬৮ শতাংশ মানুষের বয়স ১৫-৬৪-র মধ্যে৷ মাত্র ৭ শতাংশের বয়স ৬৫-এর উপরে৷
advertisement
6/8
সূত্রের খবর, সামগ্রিক ভাবে বৃদ্ধ হচ্ছে চিনের সমাজ৷ অর্থাৎ, চিনে মাঝ বয়সি, অর্থাৎ, সন্তান উৎপাদনে তেমন সক্ষম নয়, এমন মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এই মানুষরাই দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন৷ অন্যদিকে, নানাবিধ কারণে গত কয়েক দশকে চিনে কমেছে তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা৷ ফলে গোটা জন পিরামিডটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে৷
সূত্রের খবর, সামগ্রিক ভাবে বৃদ্ধ হচ্ছে চিনের সমাজ৷ অর্থাৎ, চিনে মাঝ বয়সি, অর্থাৎ, সন্তান উৎপাদনে তেমন সক্ষম নয়, এমন মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এই মানুষরাই দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন৷ অন্যদিকে, নানাবিধ কারণে গত কয়েক দশকে চিনে কমেছে তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা৷ ফলে গোটা জন পিরামিডটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে৷
advertisement
7/8
এর পিছনে অনেকে চিনের এক সন্তান নীতিকেও দায়ী করছেন৷ আবার, চিনের খাদ্য নীতিকেও দুষছেন অনেকে৷ তেমনই, গত ২ বছরে করোনায় চিনের বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে৷ তা-ও এই হঠাৎ জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
এর পিছনে অনেকে চিনের এক সন্তান নীতিকেও দায়ী করছেন৷ আবার, চিনের খাদ্য নীতিকেও দুষছেন অনেকে৷ তেমনই, গত ২ বছরে করোনায় চিনের বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে৷ তা-ও এই হঠাৎ জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
advertisement
8/8
যদিও, ভারতীয় সরকারের কাছে ভারতের বর্তমান জনসংখ্যা সংক্রান্ত সরকারিভাবে কোনও তথ্য নেই৷ কারণ, ভারতে শেষবার আদম সুমারি হয়েছিল ২০১১ সালে৷ তারপরে এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে৷ করোনার কারণে পিছতে হয়েছে সুমারি৷
যদিও, ভারতীয় সরকারের কাছে ভারতের বর্তমান জনসংখ্যা সংক্রান্ত সরকারিভাবে কোনও তথ্য নেই৷ কারণ, ভারতে শেষবার আদম সুমারি হয়েছিল ২০১১ সালে৷ তারপরে এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে৷ করোনার কারণে পিছতে হয়েছে সুমারি৷
advertisement
advertisement
advertisement