India Overtakes China: জন বিস্ফোরণ! ভারত টপকে গেল চিনকেও, জানেন এখন দেশে জনসংখ্যা কত?
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
এর পিছনে অনেকে চিনের এক সন্তান নীতিকেও দায়ী করছেন৷ আবার, চিনের খাদ্য নীতিকেও দুষছেন অনেকে৷ তেমনই, গত ২ বছরে করোনায় চিনের বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে৷ তা-ও এই হঠাৎ জনসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, সামগ্রিক ভাবে বৃদ্ধ হচ্ছে চিনের সমাজ৷ অর্থাৎ, চিনে মাঝ বয়সি, অর্থাৎ, সন্তান উৎপাদনে তেমন সক্ষম নয়, এমন মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ এই মানুষরাই দ্রুত বৃদ্ধ হয়ে যাবেন৷ অন্যদিকে, নানাবিধ কারণে গত কয়েক দশকে চিনে কমেছে তরুণ প্রজন্মের প্রতিনিধির সংখ্যা৷ ফলে গোটা জন পিরামিডটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে৷
advertisement
advertisement