Nuclear Capable Ballistic Missile Agni P: ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ, শত্রুদের শক্তি দেখাল ভারত

Last Updated:
Agni P: আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’। এদিন শত্রু দেশকে কড়া বার্তা দিল ভারত।
1/6
আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র (DRDO successfully tests ballistic missile Agni P) সফল উত্ক্ষপণ হল। পরীক্ষার দ্বিতীয় ধাপেও সফলভাবে উতরে গেল ভারতের এই মিসাইল।
আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র (DRDO successfully tests ballistic missile Agni P) সফল উত্ক্ষপণ হল। পরীক্ষার দ্বিতীয় ধাপেও সফলভাবে উতরে গেল ভারতের এই মিসাইল।
advertisement
2/6
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এদিন ওড়িশার বালাসোরে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে আণবিক ক্ষেপনাস্ত্র বহনকারী এই মিসাইল উতক্ষেপ করে।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এদিন ওড়িশার বালাসোরে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে আণবিক ক্ষেপনাস্ত্র বহনকারী এই মিসাইল উতক্ষেপ করে।
advertisement
3/6
এদিন সকাল ১১টা বেজে ৬ মিনিটে অগ্নি পি মিসাইলের সফল উতক্ষেপন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলভাবে উত্ক্ষেপন হয়েছে অগ্নি পি মিসাইলের।
এদিন সকাল ১১টা বেজে ৬ মিনিটে অগ্নি পি মিসাইলের সফল উতক্ষেপন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন দ্বিতীয় ধাপের পরীক্ষায় সফলভাবে উত্ক্ষেপন হয়েছে অগ্নি পি মিসাইলের।
advertisement
4/6
প্রোপেলান্ট ব্যালিস্টিক মিসাইল অগ্নি পি-তে দুই স্তরের চেম্বার রয়েছে। এতে রয়েছে রেডানডান্ট নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম। এই মিসাইলের রেঞ্জ এক থেকে দুহাজার কিলোমিটার। মাটি থেকে মাটিতে হানা দিতে পারবে এই মিসাইল।
প্রোপেলান্ট ব্যালিস্টিক মিসাইল অগ্নি পি-তে দুই স্তরের চেম্বার রয়েছে। এতে রয়েছে রেডানডান্ট নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম। এই মিসাইলের রেঞ্জ এক থেকে দুহাজার কিলোমিটার। মাটি থেকে মাটিতে হানা দিতে পারবে এই মিসাইল।
advertisement
5/6
ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন জানিয়েছেন, অগ্নি পি-র গতিপথ ও বিভিন্ন প্যারামিটার-এ নজর রাখার জন্য এদিন পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন, রাডার, টেলিমিটার নজর রাখছিল। তবে সাফল্যের সঙ্গে পরীক্ষায় উতরে গিয়েছে অগ্নি পি।
ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন জানিয়েছেন, অগ্নি পি-র গতিপথ ও বিভিন্ন প্যারামিটার-এ নজর রাখার জন্য এদিন পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন, রাডার, টেলিমিটার নজর রাখছিল। তবে সাফল্যের সঙ্গে পরীক্ষায় উতরে গিয়েছে অগ্নি পি।
advertisement
6/6
ডিআরডিও চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন অগ্নি পির সফল উত্ক্ষেপনের পর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিআরডিওর গোটা দল অক্লান্ত পরিশ্রম করেছিল।
ডিআরডিও চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন অগ্নি পির সফল উত্ক্ষেপনের পর গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিআরডিওর গোটা দল অক্লান্ত পরিশ্রম করেছিল।
advertisement
advertisement
advertisement