ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি এদিন জানিয়েছেন, অগ্নি পি-র গতিপথ ও বিভিন্ন প্যারামিটার-এ নজর রাখার জন্য এদিন পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন, রাডার, টেলিমিটার নজর রাখছিল। তবে সাফল্যের সঙ্গে পরীক্ষায় উতরে গিয়েছে অগ্নি পি।