

• আমাদের সমাজ এখন খোলাখুলি যৌনতা নিয়ে আলোচনা করে না ৷ হ?তো এই সমাজের যথেষ্ট প্রাপ্তবয়ষ্ক হতে এখনও বেশ কিছুটা সম? লাগবে ৷ এখনও বড়োরা এ বিষয়ে ছোটদের সামনে আলোচনা করেন না ৷ এখনও শারীরিক সম্পর্ক, যৌনতা, সেক্স শব্দগুলো ভারতীয় সংস্কৃতিতে গোপনীয়তার সঙ্গে উচ্চারণ করা হয় ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷


• আর তাই খুব স্বাভাবিক ভাবেই যৌন সুখ বা পরিতৃপ্তির নানা উপকরণগুলিও এ দেশে খুবএকটা প্রকাশ্যে আসে না ৷ সেক্স টয় বা যৌন উত্তেজনা বৃদ্ধিকরক বিভিন্ন ওষুধ, কন্ডোম বা অন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত উপাদানগুলি এ দেশে গোপনীয়তার সঙ্গে ক্রয়বিক্রয় হয় ৷ তবে এ বার সেই ট্যাবুগুলো ভাঙার সময় এগিয়ে এসেছে ৷ দেশে প্রথমবারের জন্য খুলেছে বৈধ সেক্স টয়ের দোকান ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷


• গোয়ার কালাঙ্গুটে সেই সেক্স টয়ের দোকানের ছবি আর ভিডিও নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ নেটিজেনরা এখন বলাবলি করছেন, সবাই গোয়ায় চলো ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷


• প্রথম এই সেক্স টয়ের দোকানের মালিক কামা গিজমজ নামের এক ব্যক্তি ৷ মাস খানেক আগে এই দোকানটি উদ্বোধন করেছেন তিনি ৷ ছবি-ইনস্টাগ্রাম ৷