২০২২-এর আগেই মহাকাশে তেরঙ্গা ওড়াবে ভারত: প্রধানমন্ত্রী

Last Updated:
1/9
 • আজ ৭২তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশজুড়ে ৷ বুধবার সকালে লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
• আজ ৭২তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে দেশজুড়ে ৷ বুধবার সকালে লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
advertisement
2/9
• এরপরেই লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি ৷ এদিনের ভাষণে ‘আরোগ্য যোজনা’র মতো বড় প্রকল্পের ঘোষণা করেছেন তিনি ৷ ২৫ সেপ্টেম্বর আসছে প্রধানমন্ত্রী জন আরোগ্য ‌যোজনা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিতে তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। (Image: PTI)
• এরপরেই লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি ৷ এদিনের ভাষণে ‘আরোগ্য যোজনা’র মতো বড় প্রকল্পের ঘোষণা করেছেন তিনি ৷ ২৫ সেপ্টেম্বর আসছে প্রধানমন্ত্রী জন আরোগ্য ‌যোজনা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম দিতে তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। (Image: PTI)
advertisement
3/9
• প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। তাদের গবেষণায় আমরা উপকৃত হচ্ছি। ২০২২ বা তার আগেই মহাকাশে আমার তেরঙ্গা ওড়াব। ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে ভারতের।’’ (Image: PTI)
• প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের বিজ্ঞানীদের জন্য আমরা গর্বিত। তাদের গবেষণায় আমরা উপকৃত হচ্ছি। ২০২২ বা তার আগেই মহাকাশে আমার তেরঙ্গা ওড়াব। ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে ভারতের।’’ (Image: PTI)
advertisement
4/9
• এদিন মোদী বলেন, ‘‘দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে ৷ দেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েরা ৷’’ পাশাপাশি মোদী বলেন, ‘‘সামাজিক সুরক্ষায় সমর্পিত রয়েছেন সংসদরা ৷ এই দেশ আত্মবিশ্বাসে ভরপুর ৷ অর্থনীতিতে অনেক এগিয়েছে দেশ ৷ এখন বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত ৷ ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত ৷ ৪ বছরে অনেক বদলেছে দেশ ৷ দেশে উন্নতির জোয়ার এসেছে ৷ রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন, মোবাইল তৈরি হচ্ছে এখন ৷ নতুন গতিতে দেশ এগোচ্ছে ৷’’ (Image: PTI)
• এদিন মোদী বলেন, ‘‘দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে ৷ দেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েরা ৷’’ পাশাপাশি মোদী বলেন, ‘‘সামাজিক সুরক্ষায় সমর্পিত রয়েছেন সংসদরা ৷ এই দেশ আত্মবিশ্বাসে ভরপুর ৷ অর্থনীতিতে অনেক এগিয়েছে দেশ ৷ এখন বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত ৷ ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত ৷ ৪ বছরে অনেক বদলেছে দেশ ৷ দেশে উন্নতির জোয়ার এসেছে ৷ রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন, মোবাইল তৈরি হচ্ছে এখন ৷ নতুন গতিতে দেশ এগোচ্ছে ৷’’ (Image: PTI)
advertisement
5/9
• প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিশ্বের বিকাশে নতুন স্রোত এখন ভারত ৷ হাজার হাজার কোটির বিনিয়োগ আসছে ৷ এখন সবাই জিএসটির সুফল পাচ্ছে ৷ নোটবন্দির ফলে অনেকের সুবিধা হয়েছে ৷ সেকথা আজ সবাই বুঝতে পেরেছে ৷ রিফর্ম, পার্ফম, ট্রান্সফর্মের নাম এখন ভারত ৷ ডিজিটাল ভারত তৈরির দিকে এগোচ্ছে ৷’’ (Image: PTI)
• প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিশ্বের বিকাশে নতুন স্রোত এখন ভারত ৷ হাজার হাজার কোটির বিনিয়োগ আসছে ৷ এখন সবাই জিএসটির সুফল পাচ্ছে ৷ নোটবন্দির ফলে অনেকের সুবিধা হয়েছে ৷ সেকথা আজ সবাই বুঝতে পেরেছে ৷ রিফর্ম, পার্ফম, ট্রান্সফর্মের নাম এখন ভারত ৷ ডিজিটাল ভারত তৈরির দিকে এগোচ্ছে ৷’’ (Image: PTI)
advertisement
6/9
• ‘‘প্রত্যক্ষ করদাতাদের সংখ্যা বেড়েছে ৷ সৎ ব্যক্তির করের টাকায় প্রকল্প হয়েছে ৷ সফল প্রকল্পের কৃতিত্ব তাঁদেরই ৷ দেশের কোটি কোটি মানুষ ২-৩ টাকায়  খাবার পান ৷  সৎ করদাতাদের টাকায় এই প্রকল্প চলে ৷ দেশে আগে করদাতাদের সংখ্যা ছিল ৪ কোটি ৷ দেশে এখন করদাতাদের সংখ্যা পৌনে ৭ কোটি ৷ আগের তুলনায় কমেছে ঘুষের প্রবণতা ৷ কালোটাকা, দুর্নীতির সঙ্গে আপোস করা হবে না ৷ ফলে অনলাইনে কেনাকাটা বেড়েছে ৷ কালো টাকার কারবারিদের ক্ষমা করা হবে না’’ : মোদী ৷ (Image: PTI)
• ‘‘প্রত্যক্ষ করদাতাদের সংখ্যা বেড়েছে ৷ সৎ ব্যক্তির করের টাকায় প্রকল্প হয়েছে ৷ সফল প্রকল্পের কৃতিত্ব তাঁদেরই ৷ দেশের কোটি কোটি মানুষ ২-৩ টাকায় খাবার পান ৷ সৎ করদাতাদের টাকায় এই প্রকল্প চলে ৷ দেশে আগে করদাতাদের সংখ্যা ছিল ৪ কোটি ৷ দেশে এখন করদাতাদের সংখ্যা পৌনে ৭ কোটি ৷ আগের তুলনায় কমেছে ঘুষের প্রবণতা ৷ কালোটাকা, দুর্নীতির সঙ্গে আপোস করা হবে না ৷ ফলে অনলাইনে কেনাকাটা বেড়েছে ৷ কালো টাকার কারবারিদের ক্ষমা করা হবে না’’ : মোদী ৷ (Image: PTI)
advertisement
7/9
Independence Day5
Independence Day5
advertisement
8/9
• এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা তিন তালাক সমস্যার সমাধান করবই ৷ এখনও কয়েকজন এই বিলের বিরুদ্ধে ৷ বাদল অধিবেশনে তিন তালাক বিল চেয়েছিলাম ৷ মুসলিম মহিলাদের পাশে রয়েছি আমরা ৷ সেনাবাহিনীতে পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে মহিলাদেরও ৷ বর্তমানে সুপ্রিম কোর্টে ৩ জন মহিলা বিচারপতি রয়েছেন ৷ (Image: PTI)
• এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা তিন তালাক সমস্যার সমাধান করবই ৷ এখনও কয়েকজন এই বিলের বিরুদ্ধে ৷ বাদল অধিবেশনে তিন তালাক বিল চেয়েছিলাম ৷ মুসলিম মহিলাদের পাশে রয়েছি আমরা ৷ সেনাবাহিনীতে পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে মহিলাদেরও ৷ বর্তমানে সুপ্রিম কোর্টে ৩ জন মহিলা বিচারপতি রয়েছেন ৷ (Image: PTI)
advertisement
9/9
• ‘‘নতুন নতুন আইআইটি, আইআইএম তৈরি হচ্ছে ৷ ভারতকে এক সময়ে ঘুমন্ত হাতি বলা হত ৷ সেই ঘুমন্ত হাতি এখন দৌড়াচ্ছে ৷ গোটা বিশ্ব সেই দৌড় দেখছে ৷ দেশকে প্রেরণা দিচ্ছে উত্তর-পূর্ব ভারত ৷ উত্তর-পূর্বাঞ্চলে কর্মসংস্থান বেড়েছে ৷ স্বচ্ছ্ব ভারত অভিযানে বেঁচেছে ৩ লক্ষ শিশুর প্রাণ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্বচ্ছ ভারতের ৷ আগে মনে হত দিল্লি অনেক দূরে ৷ এখন কর্মসংস্থানে জোয়ার এসেছে’’, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী ৷ (Image: PTI)
• ‘‘নতুন নতুন আইআইটি, আইআইএম তৈরি হচ্ছে ৷ ভারতকে এক সময়ে ঘুমন্ত হাতি বলা হত ৷ সেই ঘুমন্ত হাতি এখন দৌড়াচ্ছে ৷ গোটা বিশ্ব সেই দৌড় দেখছে ৷ দেশকে প্রেরণা দিচ্ছে উত্তর-পূর্ব ভারত ৷ উত্তর-পূর্বাঞ্চলে কর্মসংস্থান বেড়েছে ৷ স্বচ্ছ্ব ভারত অভিযানে বেঁচেছে ৩ লক্ষ শিশুর প্রাণ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্বচ্ছ ভারতের ৷ আগে মনে হত দিল্লি অনেক দূরে ৷ এখন কর্মসংস্থানে জোয়ার এসেছে’’, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী ৷ (Image: PTI)
advertisement
advertisement
advertisement