advertisement
advertisement
advertisement
• এদিন মোদী বলেন, ‘‘দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে ৷ দেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েরা ৷’’ পাশাপাশি মোদী বলেন, ‘‘সামাজিক সুরক্ষায় সমর্পিত রয়েছেন সংসদরা ৷ এই দেশ আত্মবিশ্বাসে ভরপুর ৷ অর্থনীতিতে অনেক এগিয়েছে দেশ ৷ এখন বিশ্বে ষষ্ঠ স্থানে ভারত ৷ ২০১৩-র গতিতে চললে দেশের উন্নতি হতে আরও ১০০ বছর লাগত ৷ ৪ বছরে অনেক বদলেছে দেশ ৷ দেশে উন্নতির জোয়ার এসেছে ৷ রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন, মোবাইল তৈরি হচ্ছে এখন ৷ নতুন গতিতে দেশ এগোচ্ছে ৷’’ (Image: PTI)
advertisement
advertisement
• ‘‘প্রত্যক্ষ করদাতাদের সংখ্যা বেড়েছে ৷ সৎ ব্যক্তির করের টাকায় প্রকল্প হয়েছে ৷ সফল প্রকল্পের কৃতিত্ব তাঁদেরই ৷ দেশের কোটি কোটি মানুষ ২-৩ টাকায় খাবার পান ৷ সৎ করদাতাদের টাকায় এই প্রকল্প চলে ৷ দেশে আগে করদাতাদের সংখ্যা ছিল ৪ কোটি ৷ দেশে এখন করদাতাদের সংখ্যা পৌনে ৭ কোটি ৷ আগের তুলনায় কমেছে ঘুষের প্রবণতা ৷ কালোটাকা, দুর্নীতির সঙ্গে আপোস করা হবে না ৷ ফলে অনলাইনে কেনাকাটা বেড়েছে ৷ কালো টাকার কারবারিদের ক্ষমা করা হবে না’’ : মোদী ৷ (Image: PTI)
advertisement
advertisement
• এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা তিন তালাক সমস্যার সমাধান করবই ৷ এখনও কয়েকজন এই বিলের বিরুদ্ধে ৷ বাদল অধিবেশনে তিন তালাক বিল চেয়েছিলাম ৷ মুসলিম মহিলাদের পাশে রয়েছি আমরা ৷ সেনাবাহিনীতে পুরুষের সমমর্যাদা দেওয়া হয়েছে মহিলাদেরও ৷ বর্তমানে সুপ্রিম কোর্টে ৩ জন মহিলা বিচারপতি রয়েছেন ৷ (Image: PTI)
advertisement
• ‘‘নতুন নতুন আইআইটি, আইআইএম তৈরি হচ্ছে ৷ ভারতকে এক সময়ে ঘুমন্ত হাতি বলা হত ৷ সেই ঘুমন্ত হাতি এখন দৌড়াচ্ছে ৷ গোটা বিশ্ব সেই দৌড় দেখছে ৷ দেশকে প্রেরণা দিচ্ছে উত্তর-পূর্ব ভারত ৷ উত্তর-পূর্বাঞ্চলে কর্মসংস্থান বেড়েছে ৷ স্বচ্ছ্ব ভারত অভিযানে বেঁচেছে ৩ লক্ষ শিশুর প্রাণ ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে স্বচ্ছ ভারতের ৷ আগে মনে হত দিল্লি অনেক দূরে ৷ এখন কর্মসংস্থানে জোয়ার এসেছে’’, লালকেল্লায় বললেন প্রধানমন্ত্রী ৷ (Image: PTI)