বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ড ! আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ . . .

Last Updated:
1/5
সরকারি যোজনার বিভিন্ন পরিষেবা সঠিক ভাবে পেতে প্যান কার্ড থাকা অতন্ত জরুরি ৷ প্যান কার্ড না থাকলে বিভিন্ন সরকারি যোজনার লাভ সাধারণ মানুষেরা পাবেন না ৷ নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অনিবার্য এই কথা বারেবারে জানিয়েছে কেন্দ্র ৷ এমন কি গাড়ি কিনতে গেলেও থাকতে হবে প্যান কার্ড ৷ তবে প্যান কার্ড প্রস্তুতের অত্যন্ত সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
সরকারি যোজনার বিভিন্ন পরিষেবা সঠিক ভাবে পেতে প্যান কার্ড থাকা অতন্ত জরুরি ৷ প্যান কার্ড না থাকলে বিভিন্ন সরকারি যোজনার লাভ সাধারণ মানুষেরা পাবেন না ৷ নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অনিবার্য এই কথা বারেবারে জানিয়েছে কেন্দ্র ৷ এমন কি গাড়ি কিনতে গেলেও থাকতে হবে প্যান কার্ড ৷ তবে প্যান কার্ড প্রস্তুতের অত্যন্ত সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/5
আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে www.incometaxindiaefiling.gov.in  Instant e-PAN এ ক্লিক করতে হবে ৷ এরপরে নিয়ম কানুন নির্দিষ্ট ভাবে পড়তেব হবে ৷ পড়েই নির্ভুল ভাবে আবেদনপত্র পূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে www.incometaxindiaefiling.gov.in Instant e-PAN এ ক্লিক করতে হবে ৷ এরপরে নিয়ম কানুন নির্দিষ্ট ভাবে পড়তেব হবে ৷ পড়েই নির্ভুল ভাবে আবেদনপত্র পূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/5
আয়করদাতা-দের ওটিপি করদাতাদের ই-প্যান কার্ড দেওয়া হবে ৷ এই কারণে সব ধরনের তথ্য, নাম, জন্ম তারিখ একদম ঠিকঠাক হতে হবে ৷ ই-প্যান ও আধারের তথ্য এক হতে হবে ৷ করদাতা আধার কার্ড থেকে মোবাইল লিঙ্কের নম্বরও দিতে হবে ৷ OTP পাঠানো হবে সেটা ভেরিফাইয়েড হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
আয়করদাতা-দের ওটিপি করদাতাদের ই-প্যান কার্ড দেওয়া হবে ৷ এই কারণে সব ধরনের তথ্য, নাম, জন্ম তারিখ একদম ঠিকঠাক হতে হবে ৷ ই-প্যান ও আধারের তথ্য এক হতে হবে ৷ করদাতা আধার কার্ড থেকে মোবাইল লিঙ্কের নম্বরও দিতে হবে ৷ OTP পাঠানো হবে সেটা ভেরিফাইয়েড হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/5
OTP পাওয়ার পরে ই-KYC সম্পন্ন হতে হবে ৷ এরপরে সইয়ের একটি কপি স্ক্যান করে আপলোড করতে হবে ৷ একটি সাদা কাগজে সই করতে হবে ৷ এর রেজুলেশন ২০০ DPI সাইড ১০ কেবি হতে হবে ৷ ২X৪.৫ মাপের JPEG ফরম্যাটে আপলোড করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
OTP পাওয়ার পরে ই-KYC সম্পন্ন হতে হবে ৷ এরপরে সইয়ের একটি কপি স্ক্যান করে আপলোড করতে হবে ৷ একটি সাদা কাগজে সই করতে হবে ৷ এর রেজুলেশন ২০০ DPI সাইড ১০ কেবি হতে হবে ৷ ২X৪.৫ মাপের JPEG ফরম্যাটে আপলোড করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/5
এরপরেই ১৫ সংখ্যার প্যান নম্বর, পেপারলেস কাজের ক্ষেত্রে কোনও হার্ড কপি দিতে হবেনা ৷ ই-প্যান কার্ড আবেদনের সমস্ত প্রক্রিয়া সেষ হওয়ার পরে মোবাইল ফোন বা ই-মেল আইডিতে ১৪ সংখ্যার প্যান কার্ড নম্বর পাঠানো হবে ৷ এই প্যান কার্ড কেবলমাত্র ব্যক্তিগত কারণেই আবেদন করা যেতে পারে ৷ কোনও ব্যবসায়িক ক্ষেত্রে এই সুবিধা উপলব্ধ নয় ৷ প্রতীকী ছবি ৷
এরপরেই ১৫ সংখ্যার প্যান নম্বর, পেপারলেস কাজের ক্ষেত্রে কোনও হার্ড কপি দিতে হবেনা ৷ ই-প্যান কার্ড আবেদনের সমস্ত প্রক্রিয়া সেষ হওয়ার পরে মোবাইল ফোন বা ই-মেল আইডিতে ১৪ সংখ্যার প্যান কার্ড নম্বর পাঠানো হবে ৷ এই প্যান কার্ড কেবলমাত্র ব্যক্তিগত কারণেই আবেদন করা যেতে পারে ৷ কোনও ব্যবসায়িক ক্ষেত্রে এই সুবিধা উপলব্ধ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement