পহেলগাঁও হামলার ঠিক আগেই 'সন্দেহজনক' জিপলাইন অপারেটরের মুখে ‘আল্লা হু আকবর’! কী অর্থ এই শব্দবন্ধের?
- Published by:Tias Banerjee
Last Updated:
Pahalgam Terrorist Attack: পহেলগাঁও হামলার সময় পর্যটক 'আল্লা হু আকবর' বলেছিলেন প্রাণ বাঁচাতে। কিন্তু আসলে এই বাক্যটির মানে কী? কোথায় কোথায় ব্যবহৃত হয়? ইসলাম ধর্মে এর স্থান ও গুরুত্ব ঠিক কতটা?
advertisement
২২ এপ্রিলের জঙ্গিহামলায় ২৭ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। সেদিনের সেই ভয়াবহ জঙ্গিহামলার একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন গুজরাতের এক প্রত্যক্ষদর্শী পর্যটক ঋষি ভাট। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের বর্বর হত্যাকাণ্ড।
advertisement
advertisement
পরে ঋষি জানান, তিনি বেঁচে গিয়েছেন কারণ গুলির সময় তিনি রাইডে ছিলেন। একইভাবে, পুনের এক মহিলা পর্যটক, যাঁর স্বামী ওই হামলায় নিহত হন, বলেন যে, হামলাকারীরা যখন পুরুষদের কলমা পাঠ করতে বলছিল, তখন তিনি এবং আরও কয়েকজন মহিলা কপাল থেকে টিপ খুলে ‘আল্লা হু আকবর’ বলা শুরু করেন, যাতে তাঁদের মুসলিম মনে হয় এবং তাঁরা প্রাণে রক্ষা পান। (File Image)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement