Winter Rain Forecast in Bengal: নামছে পারদ, বাড়ছে ঠান্ডা! জাঁকিয়ে শীত পড়ছে কবে? এর মাঝেই বৃষ্টি এইসব জেলায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বর্তমানে পশ্চিমি ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তাই তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে ওই এলাকায়৷ এরই মাঝেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে। তাই উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে।
advertisement
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলিতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের সমভূমির কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে রাত ও সকালের দিকে আগামী ২ দিন ভালই কুয়াশা থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, হাল্কা বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ৭. তবে, এরপর ৫ এবং ৬ জানুয়ারি অর্থাৎ, শুক্র ও শনিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে, ৫ জানুয়রি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে খুবই হাল্কা বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement