Winter Rain Forecast in Bengal: নামছে পারদ, বাড়ছে ঠান্ডা! জাঁকিয়ে শীত পড়ছে কবে? এর মাঝেই বৃষ্টি এইসব জেলায়

Last Updated:
বর্তমানে পশ্চিমি ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তাই তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে ওই এলাকায়৷ এরই মাঝেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে। তাই উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে।
1/8
সকাল থেকে হাল্কা শীতের আমেজ৷ হাওয়ায় শিরশিরানি৷ টানা ১৬ দিন পরে অবশেষে ১৪ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ৷ কিন্তু, এই শীত থাকবে কতক্ষণ? আগামী কয়েকদিন কেমন হতে চলেছে আবহাওয়া? রাজ্যে জাঁকিয়ে শীত পড়ছে ঠিক কবে থেকে? জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর৷
সকাল থেকে হাল্কা শীতের আমেজ৷ হাওয়ায় শিরশিরানি৷ টানা ১৬ দিন পরে অবশেষে ১৪ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ৷ কিন্তু, এই শীত থাকবে কতক্ষণ? আগামী কয়েকদিন কেমন হতে চলেছে আবহাওয়া? রাজ্যে জাঁকিয়ে শীত পড়ছে ঠিক কবে থেকে? জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
2/8
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলিতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের সমভূমির কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে রাত ও সকালের দিকে আগামী ২ দিন ভালই কুয়াশা থাকবে।
ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলিতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের সমভূমির কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে রাত ও সকালের দিকে আগামী ২ দিন ভালই কুয়াশা থাকবে।
advertisement
3/8
পশ্চিমবঙ্গ, উত্তর মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও সিকিম এবং উত্তর ছত্তিসগড়ের তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা থাকবে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
পশ্চিমবঙ্গ, উত্তর মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও সিকিম এবং উত্তর ছত্তিসগড়ের তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা থাকবে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
4/8
বর্তমানে পশ্চিমি ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তাই তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে ওই এলাকায়৷ এরই মাঝেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে। তাই উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে।
বর্তমানে পশ্চিমি ঝঞ্ঝা সিকিম এবং উত্তরবঙ্গের পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তাই তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে ওই এলাকায়৷ এরই মাঝেই উত্তর পশ্চিম ভারত থেকে ঠাণ্ডা বাতাস ঢুকতে শুরু করেছে পূর্ব ভারতে। তাই উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নেমেছে পশ্চিমবঙ্গে।
advertisement
5/8
তবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে, আপাতত এই ঘূর্ণাবর্তের শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণাবর্তের কারণে না হলেও, বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়৷
তবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তবে, আপাতত এই ঘূর্ণাবর্তের শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণাবর্তের কারণে না হলেও, বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়৷
advertisement
6/8
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, হাল্কা বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ৭. তবে, এরপর ৫ এবং ৬ জানুয়ারি অর্থাৎ, শুক্র ও শনিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে, ৫ জানুয়রি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে খুবই হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, হাল্কা বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ৭. তবে, এরপর ৫ এবং ৬ জানুয়ারি অর্থাৎ, শুক্র ও শনিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস বলছে, ৫ জানুয়রি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে খুবই হাল্কা বৃষ্টি হতে পারে।
advertisement
7/8
৬ জানুয়ারিও হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
৬ জানুয়ারিও হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
advertisement
8/8
তবে এখন তাপমাত্রার পারদ কিছুটা কমের দিকে থাকলেও আগামী দু’দিন পর থেকে গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ তবে, ১০ জানুয়ারির পর থেকে ফের বাড়তে পারে শীতের স্পেল৷
তবে এখন তাপমাত্রার পারদ কিছুটা কমের দিকে থাকলেও আগামী দু’দিন পর থেকে গাঙ্গেও পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ তবে, ১০ জানুয়ারির পর থেকে ফের বাড়তে পারে শীতের স্পেল৷
advertisement
advertisement
advertisement