Heatwave in Summer: ঘোর আষাঢ়ে তাপপ্রবাহ! গুমোট গরমের জ্বালার পাশাপাশি দেশের এই অংশে বৃষ্টিও! আবহাওয়ার এই চরম বিপরীত ছবির কারণ কী

Last Updated:
Heatwave in Summer: তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা জারি করেছে আবহাওয়া দফতর৷
1/9
খাতায় কলমে বর্ষাকাল হাজির হলেও দেশের একাংশে তাপপ্রবাহ কমার কোনও লক্ষণই নেই৷ দীর্ঘ দিন ধরে সাম্প্রতিক গ্রীষ্মের তাপপ্রবাহে নাজেহাল উত্তরপ্রদেশ এবং বিহার৷ চলতি গ্রীষ্মের মরশুমে এই দুই রাজ্যে গরমের জেরে অনেকেই প্রাণ হারিয়েছেন বলে সরকারি সূত্রে দাবি৷
খাতায় কলমে বর্ষাকাল হাজির হলেও দেশের একাংশে তাপপ্রবাহ কমার কোনও লক্ষণই নেই৷ দীর্ঘ দিন ধরে সাম্প্রতিক গ্রীষ্মের তাপপ্রবাহে নাজেহাল উত্তরপ্রদেশ এবং বিহার৷ চলতি গ্রীষ্মের মরশুমে এই দুই রাজ্যে গরমের জেরে অনেকেই প্রাণ হারিয়েছেন বলে সরকারি সূত্রে দাবি৷
advertisement
2/9
এই দুই রাজ্যের পাশাপাশি হরিয়ানা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা জারি করেছে আবহাওয়া দফতর৷
এই দুই রাজ্যের পাশাপাশি হরিয়ানা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের আশঙ্কা জারি করেছে আবহাওয়া দফতর৷
advertisement
3/9
বৃহস্পতিবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে ছত্তীসগঢ় এবং মধ্যপ্রেদেশর বিভিন্ন অংশে৷ তাপপ্রবাহ বা তাপপ্রবাহের পরিস্থিতির জন্য বাড়ছে অসুস্থতার হার৷
বৃহস্পতিবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে ছত্তীসগঢ় এবং মধ্যপ্রেদেশর বিভিন্ন অংশে৷ তাপপ্রবাহ বা তাপপ্রবাহের পরিস্থিতির জন্য বাড়ছে অসুস্থতার হার৷
advertisement
4/9
গাঙ্গেয় বঙ্গেও দহন অস্বস্তি দূর করতে পারেনি আষাঢ়ের মেঘ৷ উত্তরবঙ্গে স্বস্তি এলেও দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে এখনও দহনজ্বালা জারি৷ বৃষ্টিতে সাময়িক স্বস্তি এলেও বাতাসে আর্দ্রতা রয়েই গিয়েছে৷
গাঙ্গেয় বঙ্গেও দহন অস্বস্তি দূর করতে পারেনি আষাঢ়ের মেঘ৷ উত্তরবঙ্গে স্বস্তি এলেও দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে এখনও দহনজ্বালা জারি৷ বৃষ্টিতে সাময়িক স্বস্তি এলেও বাতাসে আর্দ্রতা রয়েই গিয়েছে৷
advertisement
5/9
ফলে আষাঢ় মাসেও গলদঘর্ম গাঙ্গেয় তথা দক্ষিণবঙ্গ৷ গুমোট গরমে দরদরিয়ে ঘামে বাড়ছে দিনভর অস্বস্তি৷
ফলে আষাঢ় মাসেও গলদঘর্ম গাঙ্গেয় তথা দক্ষিণবঙ্গ৷ গুমোট গরমে দরদরিয়ে ঘামে বাড়ছে দিনভর অস্বস্তি৷
advertisement
6/9
আবহাওয়ার এই চরম আচরণে পরিবেশবিদ তথা বিজ্ঞানীরা বার বার আঙুল তুলেছেন বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাব নিয়ে৷ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্ট-এর করা সাম্প্রতিক সমীক্ষায় দাবি করা হয়েছে চলতি শতকের শেষে হিন্দুকুশ হিমালয়ের হিমবাহগুলির বর্তমান আয়তনের ৮০ শতাংশই গলে যেতে পারে৷
আবহাওয়ার এই চরম আচরণে পরিবেশবিদ তথা বিজ্ঞানীরা বার বার আঙুল তুলেছেন বিশ্ব জুড়ে উষ্ণায়নের প্রভাব নিয়ে৷ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্ট-এর করা সাম্প্রতিক সমীক্ষায় দাবি করা হয়েছে চলতি শতকের শেষে হিন্দুকুশ হিমালয়ের হিমবাহগুলির বর্তমান আয়তনের ৮০ শতাংশই গলে যেতে পারে৷
advertisement
7/9
২০১১ থেকে ২০২০ অর্থাৎ গত এক দশকে এই হিমবাহগুলি আগের দশকের তুলনায় ৬৫ শতাংশ বেশি গলেছে৷ এই পরিস্থিতিতে ১৬ টি দেশের ১২টি প্রধান নদীর জলে টান পড়তে পারে৷ দেখা দিতে পারে জলকষ্ট৷
২০১১ থেকে ২০২০ অর্থাৎ গত এক দশকে এই হিমবাহগুলি আগের দশকের তুলনায় ৬৫ শতাংশ বেশি গলেছে৷ এই পরিস্থিতিতে ১৬ টি দেশের ১২টি প্রধান নদীর জলে টান পড়তে পারে৷ দেখা দিতে পারে জলকষ্ট৷
advertisement
8/9
তবে এই অশনি সঙ্কেতের মধ্যেও আন্তর্জাতিক যোগচর্চা দিবসে সাময়িক স্বস্তি এল দিল্লি ও সংলগ্ন অংশে৷ বুধবার সকালে কয়েক পশলা বৃষ্টি হয় দিল্লি, ফরিদাবাদ, গুরগাঁও, নয়ডা অঞ্চলে৷
তবে এই অশনি সঙ্কেতের মধ্যেও আন্তর্জাতিক যোগচর্চা দিবসে সাময়িক স্বস্তি এল দিল্লি ও সংলগ্ন অংশে৷ বুধবার সকালে কয়েক পশলা বৃষ্টি হয় দিল্লি, ফরিদাবাদ, গুরগাঁও, নয়ডা অঞ্চলে৷
advertisement
9/9
 বুধবার ,বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যায় দিল্লি ও সংলগ্ন অঞ্চলে৷ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে বুধবারের পরবর্তী অংশেও৷
বুধবার ,বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যায় দিল্লি ও সংলগ্ন অঞ্চলে৷ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে বুধবারের পরবর্তী অংশেও৷
advertisement
advertisement
advertisement