IMD Report on May 2025: মে মাসে আবহাওয়ার ভোলবদল! ২০২৫-এ যা ঘটল, ১২৪ বছরে প্রথমবার সাক্ষী থাকল দেশ

Last Updated:
আইএমডি-র পরিসংখ্যান বলছে, ১৯০১ সাল থেকে শীতলতম মে মাস ছিল ১৯১৭ সালে৷ সেবার মে মাসে দেশে গড় তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস৷
1/10
১৯০১ সাল থেকে প্রতিবছর দেশের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিসংখ্যান নথিভুক্ত করে রেখেছে ভারতীয় আবহবিজ্ঞান দফতর৷ সেই পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালেই মে মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১২৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷
১৯০১ সাল থেকে প্রতিবছর দেশের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিসংখ্যান নথিভুক্ত করে রেখেছে ভারতীয় আবহবিজ্ঞান দফতর৷ সেই পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালেই মে মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১২৬.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷
advertisement
2/10
দিল্লি সহ গোটা দেশেই মে মাসে আবহাওয়ার এই ব্যতিক্রমী রূপ কারও নজর এড়ায়নি৷ ঘন ঘন বৃষ্টি, মেঘলা আকাশ এমন কি গরম লু-এর বদলে বৃষ্টির আগে পরে শীতল হাওয়াও শরীরকে আরাম দিয়েছে৷
দিল্লি সহ গোটা দেশেই মে মাসে আবহাওয়ার এই ব্যতিক্রমী রূপ কারও নজর এড়ায়নি৷ ঘন ঘন বৃষ্টি, মেঘলা আকাশ এমন কি গরম লু-এর বদলে বৃষ্টির আগে পরে শীতল হাওয়াও শরীরকে আরাম দিয়েছে৷
advertisement
3/10
আবহাওয়ার এই অস্বাভাবিকতার কারণে রাজধানী দিল্লিতেও মে মাসে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিকের নীচেই থেকেছে৷ এবছর দিল্লিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০৮ ডিগ্রি সেলসিয়াস৷
আবহাওয়ার এই অস্বাভাবিকতার কারণে রাজধানী দিল্লিতেও মে মাসে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিকের নীচেই থেকেছে৷ এবছর দিল্লিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০৮ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
4/10
১৯০১ সাল থেকে পরিসংখ্যানন ঘেঁটে দেখা যাচ্ছে অতীতে মাত্র ছ বার মে মাসে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা এর থেকে বেশি ছিল৷
১৯০১ সাল থেকে পরিসংখ্যানন ঘেঁটে দেখা যাচ্ছে অতীতে মাত্র ছ বার মে মাসে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা এর থেকে বেশি ছিল৷
advertisement
5/10
রাতের দিকেও তাপমাত্রা তুলনামূলক কমই ছিল৷ মে মাসে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে ৫৯ নম্বরে রয়েছে ২০২৫ সালের মে মাস৷
রাতের দিকেও তাপমাত্রা তুলনামূলক কমই ছিল৷ মে মাসে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে ৫৯ নম্বরে রয়েছে ২০২৫ সালের মে মাস৷
advertisement
6/10
ভারতীয় আবহবিজ্ঞান দফতরের পরিসংখ্যান এ বছর মে মাসে গোটা দেশে ভারী বৃষ্টি হয়েছে ১০৫৩ বার৷ অতি ভারী হয়েছে ২৬২টি ক্ষেত্রে৷ অতিপ্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ৩৯ বার৷ গত পাঁচ বছরের তুলনায় যা সর্বাধিক৷
ভারতীয় আবহবিজ্ঞান দফতরের পরিসংখ্যান এ বছর মে মাসে গোটা দেশে ভারী বৃষ্টি হয়েছে ১০৫৩ বার৷ অতি ভারী হয়েছে ২৬২টি ক্ষেত্রে৷ অতিপ্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে ৩৯ বার৷ গত পাঁচ বছরের তুলনায় যা সর্বাধিক৷
advertisement
7/10
আইএমডি-র আবহ বিজ্ঞানী ও পি শ্রীজিতের মতে, মূলত তিনটি কারণে এ বছরের মে মাসে বৃষ্টির এমন দাপট দেখল দেশ৷ প্রথমত বর্ষার আগাম আগমণ, আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া দুটি নিম্নচাপ এবং একটানা উত্তর পশ্চিম ঝঞ্ঝার প্রভাব৷
আইএমডি-র আবহ বিজ্ঞানী ও পি শ্রীজিতের মতে, মূলত তিনটি কারণে এ বছরের মে মাসে বৃষ্টির এমন দাপট দেখল দেশ৷ প্রথমত বর্ষার আগাম আগমণ, আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া দুটি নিম্নচাপ এবং একটানা উত্তর পশ্চিম ঝঞ্ঝার প্রভাব৷
advertisement
8/10
সাধারণত শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যায়৷ কিন্তু এ বছর গোটা মে মাসের শেষ পর্যন্ত উত্তর ভারত জুড়ে সক্রিয় ছিল পশ্চিমী ঝঞ্ঝা৷ যার ফলে ওই অঞ্চলে মে মাসেও ঘন ঘন ঝড় বৃষ্টি হয়েছে৷
সাধারণত শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যায়৷ কিন্তু এ বছর গোটা মে মাসের শেষ পর্যন্ত উত্তর ভারত জুড়ে সক্রিয় ছিল পশ্চিমী ঝঞ্ঝা৷ যার ফলে ওই অঞ্চলে মে মাসেও ঘন ঘন ঝড় বৃষ্টি হয়েছে৷
advertisement
9/10
তবে আইএমডি-র পরিসংখ্যান বলছে, ১৯০১ সাল থেকে শীতলতম মে মাস ছিল ১৯১৭ সালে৷ সেবার মে মাসে দেশে গড় তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস৷
তবে আইএমডি-র পরিসংখ্যান বলছে, ১৯০১ সাল থেকে শীতলতম মে মাস ছিল ১৯১৭ সালে৷ সেবার মে মাসে দেশে গড় তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস৷
advertisement
10/10
তার পর থেকে ১৯৩৩, ১৯২০, ১৯৭১, ১৯৭৭, ২০২১ সালের পর ২০২৫ সালে এই প্রথমবার মে মাসে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকল৷
তার পর থেকে ১৯৩৩, ১৯২০, ১৯৭১, ১৯৭৭, ২০২১ সালের পর ২০২৫ সালে এই প্রথমবার মে মাসে গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকল৷
advertisement
advertisement
advertisement