IMD Cold Wave Alert: লাফিয়ে লাফিয়ে নামছে পারদ...! দাঁত বসাচ্ছে শৈত্যপ্রবাহ...! আগামী ২-৩ দিনে কী হবে বাংলায়? IMD-র চমকে দেওয়া আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Cold Wave Alert: শীতের নয়া স্পেল জানান দিচ্ছে গোটা দেশজুড়ে। ভারতীয় মৌসম ভবন আইএমডি জানিয়ে দিল আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব রাজ্যের আবহাওয়া কেমন হবে? কোথায় বৃষ্টি হবে? কোথায় বাড়বে কুয়াশা? কোন কোন রাজ্যে চরমে উঠবে শৈত্যপ্রবাহের তীব্রতা?
শীতের নয়া স্পেল জানান দিচ্ছে গোটা দেশজুড়ে। ভারতীয় মৌসম ভবন আইএমডি জানিয়ে দিল আগামী কয়েকদিন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব রাজ্যের আবহাওয়া কেমন হবে? কোথায় বৃষ্টি হবে? কোথায় বাড়বে কুয়াশা? কোন কোন রাজ্যে চরমে উঠবে শৈত্যপ্রবাহের তীব্রতা?
advertisement
সর্বশেষ ওয়েদার রিপোর্ট বলছে, বর্তমানে গোটা দেশেই শীত জাকিয়ে নামছে। আজও এ বছরের সবচেয়ে শীতলতম দিন রয়েছে বেশ কিছু রাজ্যে। আগামী দুই-তিন দিনে এই শীত আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
ভারতীয় আবহাওয়া অধিদফতর এবং অন্যান্য বেসরকারী আবহাওয়া ওয়েবসাইটগুলি পূর্বাভাস দিয়েছে যে দেশের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। এর পর শৈত্যপ্রবাহ বিরাজ করবে।
advertisement
পূর্বাভাস বলছে যেখানেই বৃষ্টি হবে, সেখানেই ঠান্ডা বাড়বে। ঠান্ডা বাড়বে সমতল ভূমিতেও। অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, পশ্চিম রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন স্থানে সকালে ঘন কুয়াশা পড়তে পারে।
advertisement
কেরলে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা:আবহাওয়ার পূর্বাভাসগুলিতে দাবি করা হয়েছে, আজ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কেরলের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কেরলে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।
advertisement
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, কোঙ্কন-গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসিমা এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
advertisement
উত্তর ভারতে সকালে ঘন কুয়াশাঅসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, পশ্চিম রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন স্থানে সকালে ঘন কুয়াশা পড়তে পারে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির আশেপাশে ঠান্ডা দিনের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
advertisement
রবিবার সকালের পর থেকে ঠান্ডা কমছে কিছু অংশে:উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকবে। দেশের বাকি অংশে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং রাজস্থানে ঠান্ডা দিনের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে, শনিবারও এই পরিস্থিতি অব্যাহত ছিল।
advertisement
উত্তর-পশ্চিমাঞ্চল ব্যতীত সারাদেশে রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের বেশি হতে পারে। রবিবারের পর সকালের ঠান্ডা কমে যাওয়ায় কুয়াশা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
রাজস্থানে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস:রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবুতে শীতের তীব্র প্রভাব দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মাউন্ট আবুর সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
advertisement
সকালে তৃণভূমিতে বরফের হালকা স্তর দেখা গিয়েছে। মানুষও আগুনের সাহায্য নিচ্ছে। দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক মাউন্ট আবু বেড়াতে আসছেন শীতের ও তুষারপাতের আনন্দ উপভোগ করতে।
advertisement