Sikkim: আগামী সপ্তাহে সিকিম যাচ্ছেন? এই দিন বন্ধ ছাঙ্গু লেক-নাথুলা পাস, এখনই বদলে ফেলুন ট্যুর প্ল্যান

Last Updated:
Sikkim Tour Plan: আগামী সপ্তাহের এই বিশেষ দিনে ছাঙ্গু লেক এবং নাথুলা পাসের পারমিট দেওয়া হবে না। পর্যটকদের এই দু'টি স্পটে যাওয়ার অনুমতি নেই।
1/8
*বড়দিনে সিকিমে বেড়ানোর পরিকল্পনা করেছেন? আগামী সপ্তাহে সিকিম যাওয়ার টিকিট? বরফে ঢাকা ছাঙ্গু লেক এবং নাথুলা পাস ঘোরার ইচ্ছে? তাহলে আজ এখনই বদলে ফেলুন ট্যুর প্ল্যান। সংগৃহীত ছবি। 
*বড়দিনে সিকিমে বেড়ানোর পরিকল্পনা করেছেন? আগামী সপ্তাহে সিকিম যাওয়ার টিকিট? বরফে ঢাকা ছাঙ্গু লেক এবং নাথুলা পাস ঘোরার ইচ্ছে? তাহলে আজ এখনই বদলে ফেলুন ট্যুর প্ল্যান। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*১২ ডিসেম্বর কোনও পর্যটককে নাথুলা এবং ছাঙ্গু লেক ঘোরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সিকিম প্রশাসন। ফলে ড্রাইভার হোম স্টে বা হোটেলের বুকিং থাকলে এখুনি কথা বলে সেই পরিকল্পনা বদলে ফেলুন। সংগৃহীত ছবি।  
*১২ ডিসেম্বর কোনও পর্যটককে নাথুলা এবং ছাঙ্গু লেক ঘোরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সিকিম প্রশাসন। ফলে ড্রাইভার হোম স্টে বা হোটেলের বুকিং থাকলে এখুনি কথা বলে সেই পরিকল্পনা বদলে ফেলুন। সংগৃহীত ছবি।  
advertisement
3/8
*চারদিনের সিকিম সফরে আসছেন দলাই লামা। আগামী ১১-১৪ ডিসেম্বর সিকিমে থাকবেন তিনি। ১২ ডিসেম্বর ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গ্যাংটকের পালজোর স্টেডিয়াম। সে কারণে বন্ধ থাকবে ছাঙ্গু লেক এবং নাথুলা। সংগৃহীত ছবি। 
*চারদিনের সিকিম সফরে আসছেন দলাই লামা। আগামী ১১-১৪ ডিসেম্বর সিকিমে থাকবেন তিনি। ১২ ডিসেম্বর ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গ্যাংটকের পালজোর স্টেডিয়াম। সে কারণে বন্ধ থাকবে ছাঙ্গু লেক এবং নাথুলা। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*সিকিম প্রশাসনের তরফ থেকে অ্যাডভাইসরি জারি করা হয়েছে। পর্যটকদের জন্যও নানা রুট পরিবর্তন রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ স্পটও বন্ধ থাকবে দলাই লামার সফর চলাকালীন। সংগৃহীত ছবি। 
*সিকিম প্রশাসনের তরফ থেকে অ্যাডভাইসরি জারি করা হয়েছে। পর্যটকদের জন্যও নানা রুট পরিবর্তন রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ স্পটও বন্ধ থাকবে দলাই লামার সফর চলাকালীন। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*১১ ডিসেম্বর রাত ৩টে থেকে ১২ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত খোলা থাকবে পালজোর স্টেডিয়ামের গেট। ওই সময়ের মধ্যে প্রবেশ করতে পারবেন দলাই লামার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। সংগৃহীত ছবি। 
*১১ ডিসেম্বর রাত ৩টে থেকে ১২ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত খোলা থাকবে পালজোর স্টেডিয়ামের গেট। ওই সময়ের মধ্যে প্রবেশ করতে পারবেন দলাই লামার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*১২ ডিসেম্বর ভোর ৪'টে থেকে দুপুর ১'টা পর্যন্ত গ্যাংটকের পালজোর স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় কোনও গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না।৬'টা পর্যন্ত এই রাস্তায় পর্যটকদের গাড়ি যাওয়ার অনুমতি মিলবে। অ্যাম্বুল্যান্স, দমকল ছাড়া কোনও গাড়ি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় চলবে না।
*১২ ডিসেম্বর ভোর ৪'টে থেকে দুপুর ১'টা পর্যন্ত গ্যাংটকের পালজোর স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় কোনও গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে না।৬'টা পর্যন্ত এই রাস্তায় পর্যটকদের গাড়ি যাওয়ার অনুমতি মিলবে। অ্যাম্বুল্যান্স, দমকল ছাড়া কোনও গাড়ি স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় চলবে না।
advertisement
7/8
*দলাই লামার অনুষ্ঠানের দিন বেলা ১২'টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাংটক মার্কেট। তবে খাবার এবং ওষুধের দোকানকে ছাড় দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ থাকবে গঞ্জু লামা দ্বার, ব্ল্যাক ক্যাট ফটক, মিনটংগ্যাং ফটক, DAC ফটক, আরিথাং বাইপাস ফটক, রিনজিং ওংমু পয়েন্ট। সংগৃহীত ছবি। 
*দলাই লামার অনুষ্ঠানের দিন বেলা ১২'টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাংটক মার্কেট। তবে খাবার এবং ওষুধের দোকানকে ছাড় দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ থাকবে গঞ্জু লামা দ্বার, ব্ল্যাক ক্যাট ফটক, মিনটংগ্যাং ফটক, DAC ফটক, আরিথাং বাইপাস ফটক, রিনজিং ওংমু পয়েন্ট। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*১২ ডিসেম্বর সংমো অর্থাৎ ছাঙ্গু লেক এবং নাথুলা পাসের পারমিট দেওয়া হবে না। ওইদিন পর্যটকদের এই দু'টি স্পটে যাওয়ার অনুমতি নেই। সংগৃহীত ছবি।
*১২ ডিসেম্বর সংমো অর্থাৎ ছাঙ্গু লেক এবং নাথুলা পাসের পারমিট দেওয়া হবে না। ওইদিন পর্যটকদের এই দু'টি স্পটে যাওয়ার অনুমতি নেই। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement