৬ মাস পর ফাইটার ককপিটে ফিরলেন অভিনন্দন বর্তমান, ফের চালাবেন MiG 21 যুদ্ধবিমান

Last Updated:
ফের স্বক্ষেত্রে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান
1/4
ফের স্বক্ষেত্রে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । আজ থেকেই পুনরায় ফাইটার ককপিটে ফিরলেন তিনি । আবার চালাবেন MiG 21 জেট বিমান ।
ফের স্বক্ষেত্রে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । আজ থেকেই পুনরায় ফাইটার ককপিটে ফিরলেন তিনি । আবার চালাবেন MiG 21 জেট বিমান ।
advertisement
2/4
পুলওয়ামা হামলা, বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর ভারতীয় নিয়ন্ত্রণরেখায় পাক-যুদ্ধবিমান f-16 কে গুলি করে নামিয়েছিলেন তিনি । পাক সেনার হাতে বন্দী হয়েও অসম সাহসীকতার পরিচয় দিয়েছিলেন তিনি । দেশে ফিরে আসার পর শারীরিক পরীক্ষায় পাশ করে অবশেষে আজ থেকে ফের যুদ্ধবিমানের ককপিটে ফিরলেন বর্তমান ।
পুলওয়ামা হামলা, বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলার পর ভারতীয় নিয়ন্ত্রণরেখায় পাক-যুদ্ধবিমান f-16 কে গুলি করে নামিয়েছিলেন তিনি । পাক সেনার হাতে বন্দী হয়েও অসম সাহসীকতার পরিচয় দিয়েছিলেন তিনি । দেশে ফিরে আসার পর শারীরিক পরীক্ষায় পাশ করে অবশেষে আজ থেকে ফের যুদ্ধবিমানের ককপিটে ফিরলেন বর্তমান ।
advertisement
3/4
এই মুহূর্তে রাজস্থানে বায়ুসেনার একটি বেসক্যাম্পে কর্মরত তিনি ।
এই মুহূর্তে রাজস্থানে বায়ুসেনার একটি বেসক্যাম্পে কর্মরত তিনি ।
advertisement
4/4
স্বাধীনতা দিবসেই তিনি পেয়েছেন বীর চক্র সম্মান । বর্তমান হলেন একমাত্র ফাইটার পাইলট যিনি  f-16 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছেন ।
স্বাধীনতা দিবসেই তিনি পেয়েছেন বীর চক্র সম্মান । বর্তমান হলেন একমাত্র ফাইটার পাইলট যিনি f-16 যুদ্ধবিমান গুলি করে নামিয়েছেন ।
advertisement
advertisement
advertisement