মৃত্যু আর দুই পা দূরে দাঁড়িয়ে ৷ ফুলে ফেঁপে ওঠা নদীর জলের মাঝে রাতভর আটকে দুই ব্যক্তি ৷
শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টি চলছে জম্মু ও কাশ্মীরে ৷ প্রবল বর্ষণে বিপদসীমা ছাড়িয়েছে নদী ৷
তাওয়াই নদীর জল বেড়ে যাওয়ায় নির্মীয়মাণ সেতুতে আটকে পড়েন দুই গ্রামবাসী ৷
চারদিক দিয়ে বইছে প্রবল জলস্তর ৷ যত সময় যাচ্ছে ক্রমাগত বাড়ছে জল ৷ যে কোনও মুহূর্তে জল ছুঁয়ে ফেলবে তাদের দু’জনকে ৷ এমন ছবি দেখলে কেঁপে উঠবেন আপনিও ৷
তাদের উদ্ধারে অপারেশন চালায় বায়ুসেনা ৷ সেই রুদ্ধশ্বাস অপারেশনের প্রতিটা দৃশ্য দেখলে হৃদকম্প হতে বাধ্য ৷
প্রাণ হাতে করে বায়ু সেনার এক জওয়ান প্রায় ডুবে যাওয়া ওই বাঁধের উপর নেমে উদ্ধার করে আনেন ওই দুই গ্রামবাসীকে ৷
...