ভারতীয়র সেনাবাহিনীর ভরসা মিগ ২১, ১৯৬৪ থেকে দেশে যাত্রা শুরু এই যুদ্ধবিমানের
Last Updated:
দিনটি ছিল ২৭ ফেব্রুয়ারি ৷ পাকিস্তানের ভারতের মাটিতে সার্জিকাল স্ট্রাইকের ঠিক পরের দিন ৷ পাক যুদ্ধবিমানকে ধ্বংস করতে মিগ ২১ নিয়ে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় বায়ুসেনার ডাকাবুকো পাইলট অভিনন্দন বর্তমান ৷ পাক হানায় তাঁর বিমানটি ভেঙে পড়ে ৷ প্যারাশুটে কোনওরকমে বিমান থেকে মাটিতে নামেন অভিনন্দন ৷ কিন্তু বিমান থেকে নামার পর অভিনন্দন বুঝতে পারেন, ভারত নয় পাক অধিকৃত কাশ্মীরে এসে পড়েছেন তিনি ৷ এরপরই পাক সেনার হাতে বন্দি হন তিনি ৷ প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানের কবলে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পান অভিনন্দন ৷
advertisement
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার দুপুরে রাজস্থানে ভেঙে পড়ে মিগ ২১ যুদ্ধবিমান ৷ শুক্রবার একটি রুটিন মিশনে বেরিয়েছিল বিমানটি ৷ রাজস্থানের বিকানিরের কাছে নালে ভেঙে পড়ে মিগ ২১ যুদ্ধবিমানটি ৷ তবে, বিমানটি ভেঙে পড়লেও উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পান দুই পাইলট ৷ বিপদ বুঝে বিমান থেকে প্যারাশ্যুট নিয়ে ঝাঁপ দেন তাঁরা ৷ তবে, কী কারণে ভেঙে পড়ল বিমানটি ৷ সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement