২৫ কোটি টাকার এই ষাঁড়ই হায়দরাবাদের সদর উৎসবের আকর্ষণ, কিন্তু কেন ?

Last Updated:
1/5
১.গোটা দেশ জুড়ে দিওয়ালির সেলিব্রেশন চলছে ৷ আর সেই দিওয়ালির সেলিব্রেশনের আঁচ পড়েছে হাদরাবাদেও ৷ মনে করা হচ্ছে হায়দরাবাদের সদরে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবেন শুধুমাত্র একটি ষাঁড়কে দেখার জন্য ৷ ভাবছেন এও কি সম্ভব ?
১.গোটা দেশ জুড়ে দিওয়ালির সেলিব্রেশন চলছে ৷ আর সেই দিওয়ালির সেলিব্রেশনের আঁচ পড়েছে হাদরাবাদেও ৷ মনে করা হচ্ছে হায়দরাবাদের সদরে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবেন শুধুমাত্র একটি ষাঁড়কে দেখার জন্য ৷ ভাবছেন এও কি সম্ভব ?
advertisement
2/5
২.হ্যাঁ সম্ভব ৷ সেই ষাঁড়ের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও ৷ শোনা যাচ্ছে ওই ষাঁড়টির দাম নাকি ২৫ কোটি টাকা ৷ আর সেটাই নাকি সবার বিশেষ আকর্ষণ ৷ কিন্তু কেন এই ষাঁড়টি এত স্পেশ্যাল ?
২.হ্যাঁ সম্ভব ৷ সেই ষাঁড়ের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও ৷ শোনা যাচ্ছে ওই ষাঁড়টির দাম নাকি ২৫ কোটি টাকা ৷ আর সেটাই নাকি সবার বিশেষ আকর্ষণ ৷ কিন্তু কেন এই ষাঁড়টি এত স্পেশ্যাল ?
advertisement
3/5
৩. ষাঁড়টির নাম ‘ধালুপথু’ ৷  যার অর্থ হল ‘শাহেনসা’ ৷ বিশ্বের সবচেয়ে দামি ষাঁড় এটি। ভারতের হরিয়ানার বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজের নামের সঙ্গে মিলিয়ে। এর বর্তমান মালিক করমভির সিং।
৩. ষাঁড়টির নাম ‘ধালুপথু’ ৷ যার অর্থ হল ‘শাহেনসা’ ৷ বিশ্বের সবচেয়ে দামি ষাঁড় এটি। ভারতের হরিয়ানার বংশোদ্ভূত ‘মুররাহ’ জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজের নামের সঙ্গে মিলিয়ে। এর বর্তমান মালিক করমভির সিং।
advertisement
4/5
৪. মিরাটস অল ইন্ডিয়া ক্যাটেল শো-২০১৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কেড়ে নেয় ষাঁড়টি। যুবরাজের ওজন এক হাজার ৫০০ কেজি। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, লম্বা ১৮ ফুট।
৪. মিরাটস অল ইন্ডিয়া ক্যাটেল শো-২০১৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কেড়ে নেয় ষাঁড়টি। যুবরাজের ওজন এক হাজার ৫০০ কেজি। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, লম্বা ১৮ ফুট।
advertisement
5/5
৫. প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা ব্যয় করা হয় তার পিছনে। ওই ষাঁড়ের বীর্য বিক্রি করে মালিকের প্রতি বছর আয় ৫০ লাখ টাকা ৷ সেই কারণেই এই ষাঁড়টিকে দেখার জন্য মানুষের মধ্যে এতটা কৌতুহল ৷
৫. প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা ব্যয় করা হয় তার পিছনে। ওই ষাঁড়ের বীর্য বিক্রি করে মালিকের প্রতি বছর আয় ৫০ লাখ টাকা ৷ সেই কারণেই এই ষাঁড়টিকে দেখার জন্য মানুষের মধ্যে এতটা কৌতুহল ৷
advertisement
advertisement
advertisement