'বৌদি বাড়ি ফিরেছিল খুন করতে, বিয়ের পর আমার দাদাকে...!' হাউহাউ করে কাঁদছেন তরুণী

Last Updated:
Poisoned Coffee: অনুজের বোন মীনাক্ষীর দাবি, বিয়ের আগে থেকেই পিংকি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরও সেই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতেন। অনুজ আপত্তি জানালেও তিনি সেই সম্পর্ক চালিয়ে যান।
1/8
বিয়ে মানেই দুটি মানুষের নতুন জীবন শুরু করা। কিন্তু সব সম্পর্কেই কি সুখের পরিণতি হয়? কখনও কখনও দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছায়, যেখানে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও ষড়যন্ত্রের গল্প তৈরি হয়।
বিয়ে মানেই দুটি মানুষের নতুন জীবন শুরু করা। কিন্তু সব সম্পর্কেই কি সুখের পরিণতি হয়? কখনও কখনও দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছায়, যেখানে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও ষড়যন্ত্রের গল্প তৈরি হয়।
advertisement
2/8
মুজফফরনগরের ভাংগেলা গ্রামের বাসিন্দা অনুজ শর্মার সঙ্গে গাজিয়াবাদের লোনি থানার ফারুখনগরের পিংকি ওরফে সানার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই দু'জনের মধ্যে ঝগড়া হত। এমনকি, পিংকি অনুজের বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় গার্হস্থ্য হিংসার অভিযোগও দায়ের করেছিলেন।
মুজফফরনগরের ভাংগেলা গ্রামের বাসিন্দা অনুজ শর্মার সঙ্গে গাজিয়াবাদের লোনি থানার ফারুখনগরের পিংকি ওরফে সানার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই দু'জনের মধ্যে ঝগড়া হত। এমনকি, পিংকি অনুজের বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় গার্হস্থ্য হিংসার অভিযোগও দায়ের করেছিলেন।
advertisement
3/8
পুলিশি মধ্যস্থতার পর অনুজ এক সপ্তাহের জন্য স্ত্রীকে ফিরিয়ে আনতে রাজি হন। কিন্তু ফিরে আসার পরও তাঁদের মধ্যে বিবাদ অব্যাহত থাকে।
পুলিশি মধ্যস্থতার পর অনুজ এক সপ্তাহের জন্য স্ত্রীকে ফিরিয়ে আনতে রাজি হন। কিন্তু ফিরে আসার পরও তাঁদের মধ্যে বিবাদ অব্যাহত থাকে।
advertisement
4/8
অনুজের বোন মীনাক্ষীর দাবি, বিয়ের আগে থেকেই পিংকি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরও সেই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতেন। অনুজ আপত্তি জানালেও তিনি সেই সম্পর্ক চালিয়ে যান।
অনুজের বোন মীনাক্ষীর দাবি, বিয়ের আগে থেকেই পিংকি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরও সেই ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলতেন। অনুজ আপত্তি জানালেও তিনি সেই সম্পর্ক চালিয়ে যান।
advertisement
5/8
মীনাক্ষীর আরও অভিযোগ, "যখনই আমার ভাই কাজে যেত, পিংকি তখন ফোনে তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলত। একদিন অনুজ জানতে পারেন যে পিংকির সঙ্গে তাঁর ভাইপোরও যোগ ছিল। অনুজ যখন এ বিষয়ে প্রশ্ন করেন, তখন পিংকি স্বীকার করেন যে অতীতে তিনি ওই ভাইপোর প্রতি দুর্বল ছিলেন, তবে এখন আর কোনও সম্পর্ক নেই।"
মীনাক্ষীর আরও অভিযোগ, "যখনই আমার ভাই কাজে যেত, পিংকি তখন ফোনে তাঁর প্রেমিকের সঙ্গে কথা বলত। একদিন অনুজ জানতে পারেন যে পিংকির সঙ্গে তাঁর ভাইপোরও যোগ ছিল। অনুজ যখন এ বিষয়ে প্রশ্ন করেন, তখন পিংকি স্বীকার করেন যে অতীতে তিনি ওই ভাইপোর প্রতি দুর্বল ছিলেন, তবে এখন আর কোনও সম্পর্ক নেই।"
advertisement
6/8
মীনাক্ষী আরও দাবি করেন, "পুলিশি মধ্যস্থতার পর যখন পিংকি শ্বশুরবাড়ি ফেরেন, তখন তিনি শাশুড়িকে স্পষ্টভাবে বলেন, 'আমি একটি উদ্দেশ্য নিয়ে ফিরেছি।' এরপরই তিনি আমার ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করেন এবং বিষ মিশিয়ে কফি খাওয়ান।"
মীনাক্ষী আরও দাবি করেন, "পুলিশি মধ্যস্থতার পর যখন পিংকি শ্বশুরবাড়ি ফেরেন, তখন তিনি শাশুড়িকে স্পষ্টভাবে বলেন, 'আমি একটি উদ্দেশ্য নিয়ে ফিরেছি।' এরপরই তিনি আমার ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করেন এবং বিষ মিশিয়ে কফি খাওয়ান।"
advertisement
7/8
এদিকে, অনুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যদিকে, পিংকি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন বলে জানিয়েছেন মীনাক্ষী।
এদিকে, অনুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যদিকে, পিংকি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন বলে জানিয়েছেন মীনাক্ষী। 'বৌদি বাড়ি ফিরেছিল খুন করতে, বিয়ের পর আমার দাদাকে...!' হাউহাউ করে কাঁদছেন তরুণী।  
advertisement
8/8
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে। অভিযোগ, বিয়ের দু'বছর পর এক তরুণী নিজের স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেন। বিষ মেশানো কফি খাইয়ে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে সৌভাগ্যক্রমে, স্বামী প্রাণে বেঁচে গিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে। অভিযোগ, বিয়ের দু'বছর পর এক তরুণী নিজের স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেন। বিষ মেশানো কফি খাইয়ে স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে সৌভাগ্যক্রমে, স্বামী প্রাণে বেঁচে গিয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
advertisement