India's Richest Railway Station: দেদার রোজগার করে সব স্টেশনকে বলে বলে গোল দিল এই স্টেশন, ৩,৩৩৭ কোটি টাকা আয় এক বছরে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India's Richest Railway Station: সবচেয়ে বেশি এক বছরে রোজগার করা স্টেশনদের তালিকায় এক হওয়া হল না হাওড়া স্টেশনের৷ কে গোল দিয়ে বেরিয়ে গেল৷
: ভারতীয় রেলের বড়সড় খবর৷ আর্থিক বর্ষে কোন খাতে কত আয় হল তার হিসেব তুলে ধরতে গিয়ে নানা পরিসংখ্যান জানিয়েছে৷ তার মধ্যে সকলকে টেক্কা দিয়েছে ভারতের এই স্টেশন৷ একাই তারা আয় করেছে ৩,৩৩৭ কোটি টাকা৷ এই রেলওয়ে স্টেশন হল নয়া দিল্লি রেলওয়ে স্টেশন৷ ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ উপার্জনকারী হিসাবে দিল্লি সামনে উঠে এসেছে৷ ভারতীয় রেলের তথ্য অনুসারে তারা ৩,৩৩৭ কোটি টাকা আয় করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
সর্বোচ্চ উপার্জনকারী রেলওয়ে স্টেশননতুন দিল্লি রেলওয়ে স্টেশন ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ উপার্জনকারী হিসাবে আবির্ভূত হয়েছে, রেলওয়ের তথ্য অনুসারে ৩,৩৩৭ কোটি টাকা আয় করেছে। রাজস্বের দিক থেকে এগিয়ে থাকার পাশাপাশি, এটি সবচেয়ে ব্যস্ত স্টেশনগুলির মধ্যে স্থান করে নিয়েছে, যা বছরে ৩৯,৩৬২,২৭২ যাত্রীকে স্বাগত জানিয়েছে৷
advertisement
advertisement