Amrit Bharat Express: বারাণসী যাওয়া আরও সহজ হল, শিয়ালদহ এবং হাওড়া থেকে নতুন ২টি অমৃত ভারত এক্সপ্রেস শুরু
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Pooja Basu
Last Updated:
বারাণসী যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে৷ এই নিয়মিত পরিষেবাগুলি যাত্রীদের একটি আধুনিক, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করবে, পাশাপাশি ক্রমবর্ধমান যাত্রীদের চাহিদা পূরণ করবে এবং দূরপাল্লার সংযোগ উন্নত করবে।
advertisement
advertisement
advertisement
২২৫৮৮ বারাণসী – শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস (সপ্তাহে তিন দিন) ২৩.০১.২০২৬ তারিখ থেকে প্রতি শুক্র, রবি এবং মঙ্গলবার ২২:১০ ঘটিকায় বারাণসী থেকে ছেড়ে পরের দিন ০৯:৫৫ ঘটিকায় শিয়ালদহে পৌঁছাবে। ২২৫৮৭ শিয়ালদহ – বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (সপ্তাহে তিন দিন) ২৪.০১.২০২৬ তারিখ থেকে প্রতি শনি, সোম এবং বুধবার ১৯:৩০ ঘটিকায় শিয়ালদহ থেকে ছেড়ে পরের দিন ০৭:২০ ঘটিকায় বারাণসী পৌঁছাবে।
advertisement
advertisement
১৩৩০৬৫ হাওড়া – আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস (সপ্তাহে এক দিন) ২২.০১.২০২৬ তারিখ থেকে প্রতি বৃহস্পতিবার ২৩:১০ ঘটিকায় হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন ০২:৫০ ঘটিকায় আনন্দ বিহার পৌঁছাবে। ১৩০৬৬ আনন্দ বিহার – হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস (সপ্তাহে এক দিন) ০৫:১৫ ঘটিকায় আনন্দ বিহার থেকে ছাড়বে। ২৪.০১.২০২৬ তারিখ থেকে প্রতি শনিবার ট্রেনটি যাত্রা শুরু করে পরের দিন ১০:৫০ ঘটিকায় হাওড়া পৌঁছাবে।
advertisement
advertisement








