Holi Bank Holidays 2025: আগামিকাল থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক! কবে কবে ছুটি থাকছে তালিকা মিলিয়ে দেখে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অপেক্ষা শুধু আগামিকাল আর তারপরেই রঙের উৎসব হোলি, বাঙালির দোলযাত্রা। আর এই সময় বেশ কিছু রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামি ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
অপেক্ষা শুধু আগামিকাল আর তারপরেই রঙের উৎসব হোলি, বাঙালির দোলযাত্রা। আর এই সময় বেশ কিছু রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামি ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক রবিবারের ছুটির কারণে এই চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
১৩ মার্চ বৃহস্পতিবার – হোলিকা দহন, অত্তুগল পোঙ্গলা উপলক্ষ্যে এদিন (Holi 2025 Bank Holiday) ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা সহ বেশ কিছু রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে এদিন দেরাদুন, কানপুর, লক্ষ্ণৌ, রাঁচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলিকা দহনের মাধ্যমে হোলি উৎসবের শুভ সূচনা হয়ে থাকে, পোঙ্গল উৎসব কেরালার অন্যতম বিখ্যাত উৎসব যা তিরুবন্তপুরম শহরেই পালিত হয়।
advertisement
১৪ মার্চ শুক্রবার – এইদিনে সারা দেশে হোলি বা দোলযাত্রা পালিত হবে। তবে কিছু কিছু রাজ্যে (Holiday List) এদিন দোল বা হোলি পালিত হচ্ছে না, যেমন কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু। তবে হোলির জন্য যে যে রাক্যে ছুটি থাকছে সেগুলি হল – আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর। (প্রতীকী ছবি)
advertisement
advertisement