Holi Bank Holidays 2025: আগামিকাল থেকে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক! কবে কবে ছুটি থাকছে তালিকা মিলিয়ে দেখে নিন

Last Updated:
অপেক্ষা শুধু আগামিকাল আর তারপরেই রঙের উৎসব হোলি, বাঙালির দোলযাত্রা। আর এই সময় বেশ কিছু রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামি ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
1/6
 অপেক্ষা শুধু আগামিকাল আর তারপরেই রঙের উৎসব হোলি, বাঙালির দোলযাত্রা। আর এই সময় বেশ কিছু রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামি ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক রবিবারের ছুটির কারণে এই চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। (প্রতীকী ছবি)
অপেক্ষা শুধু আগামিকাল আর তারপরেই রঙের উৎসব হোলি, বাঙালির দোলযাত্রা। আর এই সময় বেশ কিছু রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামি ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। হোলিকা দহন, হোলি উৎসব, দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক রবিবারের ছুটির কারণে এই চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। (প্রতীকী ছবি)
advertisement
2/6
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পাঁচদিনের কর্মদিবস চালুর দাবি জানিয়ে আসছে কর্মচারী ইউনিয়ন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে ব্যাঙ্ক কর্মচারী এবং ব্যাঙ্ক ইউনিয়নের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকার একমত হলে তবেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
সাধারণত ব্যাঙ্কের ছুটির দিনগুলি প্রতিটি রাজ্যে আলাদা আলাদা হয়ে থাকে। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশেই এই সামগ্রিক ছুটির তালিকা নির্ধারিত হয়। এই বছর ১৪ মার্চ সারা দেশে পালিত হবে হোলি। আর সেই উপলক্ষ্যে কবে কবে ব্যাঙ্কে কোন শহরে ছুটি থাকছে দেখে নিন –
advertisement
3/6
 ১৩ মার্চ বৃহস্পতিবার – হোলিকা দহন, অত্তুগল পোঙ্গলা উপলক্ষ্যে এদিন (Holi 2025 Bank Holiday) ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা সহ বেশ কিছু রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে এদিন দেরাদুন, কানপুর, লক্ষ্ণৌ, রাঁচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলিকা দহনের মাধ্যমে হোলি উৎসবের শুভ সূচনা হয়ে থাকে, পোঙ্গল উৎসব কেরালার অন্যতম বিখ্যাত উৎসব যা তিরুবন্তপুরম শহরেই পালিত হয়।
১৩ মার্চ বৃহস্পতিবার – হোলিকা দহন, অত্তুগল পোঙ্গলা উপলক্ষ্যে এদিন (Holi 2025 Bank Holiday) ভারতের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কেরালা সহ বেশ কিছু রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্কে। তবে এদিন দেরাদুন, কানপুর, লক্ষ্ণৌ, রাঁচি, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলিকা দহনের মাধ্যমে হোলি উৎসবের শুভ সূচনা হয়ে থাকে, পোঙ্গল উৎসব কেরালার অন্যতম বিখ্যাত উৎসব যা তিরুবন্তপুরম শহরেই পালিত হয়।
advertisement
4/6
 ১৪ মার্চ শুক্রবার – এইদিনে সারা দেশে হোলি বা দোলযাত্রা পালিত হবে। তবে কিছু কিছু রাজ্যে (Holiday List) এদিন দোল বা হোলি পালিত হচ্ছে না, যেমন কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু। তবে হোলির জন্য যে যে রাক্যে ছুটি থাকছে সেগুলি হল – আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর। (প্রতীকী ছবি)
১৪ মার্চ শুক্রবার – এইদিনে সারা দেশে হোলি বা দোলযাত্রা পালিত হবে। তবে কিছু কিছু রাজ্যে (Holiday List) এদিন দোল বা হোলি পালিত হচ্ছে না, যেমন কেরালা, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, তামিলনাড়ু। তবে হোলির জন্য যে যে রাক্যে ছুটি থাকছে সেগুলি হল – আমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইটানগর, জয়পুর, জম্মু ও কাশ্মীর, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর। (প্রতীকী ছবি)
advertisement
5/6
*রং খেলতে ভালবাসেন যাঁরা, কিংবা যারা ছোট্ট ছুটিতে বেড়াতে যান, তাদের জন্যই হোলির দিনটি বেশ ভাল। শনি ও রবি অনেকেরই ছুটি থাকে। তার আগে বা পিছে একটা ছুটি যুক্ত হলেই সোনায় সোহাগা। সংগৃহীত ছবি।
১৫ মার্চ শনিবার – দেশের কিছু কিছু রাজ্যে যেমন আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল, পাটনায় দ্বিতীয় দিনের হোলি উৎসব পালিত হয় এদিন যাকে বলা হয় ইয়াওসাং। সাধারণত এই উৎসব পালিত হয় উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
ধর্মঘটের আগের দু’দিন অর্থাৎ ২২ মার্চ চতুর্থ শনিবার ও ২৩ মার্চ রবিবার পড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে। আর রবিবার সাধারণ ছুটি। ফলে সব মিলিয়ে টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
১৬ মার্চ রবিবার - রবিবার সারা দেশেই ব্যাঙ্কে ছুটি থাকে। এটি ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির মধ্যে ধরা হয়। সমস্ত রাজ্যেই এই ছুটি পালিত হয়। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement