Himani Narwal: ফেসবুকে বন্ধুত্ব, যৌনতা, সঙ্গমের ভিডিও নিয়ে...! ট্রলিতে কংগ্রেস নেত্রীর দেহ, আর আলমারিতে! শিউরে ওঠা ঘটনায় বিরাট মোড়
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Himani Narwal: এই ঘটনায় সচিন নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ হিমানীর মৃতদেহ দাহ করা হয়। তারপর থেকেই পুরো ঘটনা পুর্ননির্মাণের চেষ্টা করছে পুলিশ। রোহতক পুলিশের মুখপাত্র সানি লৌরা জানিয়েছেন, সুটকেস খোলার পর কর্মকর্তারা হিমানী নারওয়ালের দেহটি দেখতে পান। তাঁর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিল এবং হাতে মেহেদি লাগানো ছিল। পরনে ছিল নাইট স্যুট।
advertisement
advertisement
সচিন নামে ওই যুবক হরিয়ানারর-ই বাহাদুরগড়ের বাসিন্দা। গত বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিমানীর সঙ্গে আলাপ হয় তাঁর। হিমানীর সঙ্গে গড়ে ওঠে যৌন সম্পর্ক। সেই সম্পর্ককে হাতিয়ার করে হিমানী যখন তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন, টাকা আদায় করতে থাকেন, তখনই তাঁর ব্ল্যাকমেইলে বিভ্রান্ত হয়ে সচিন তাঁকে খুন করেন। সচিনের দাবি, তিনি বার বার করে অনুরোধ করলেও, তাঁর কথা শোনেননি হিমানী। তখনই শ্বাসরোধ করে হিমানীকে খুন করেন তিনি।