হোম » ছবি » বিদেশ » দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

  • 110

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    গরম পড়তে না পড়তে ইলিশের খোঁজ দুই বাংলাতেই। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মার দুটি ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়। শুনে তাজ্জব হচ্ছেন? কানকে বিশ্বাস হচ্ছে না? প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 210

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    কিন্তু সত্যিই তাই। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তে বিরাট সাইজের ইলিশ মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়। ইলিশ দুটির ওজন ছিল প্রায় চার কেজি। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 310

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    ইলিশপ্রেমীদের ইদানিং খেদ একটাই। আজকাল আর সে ভাবে বড়, এক-দেড় কেজির ইলিশ পাওয়া যায় না। সাধারণ, ৮০০-৯০০ গ্রামের ইলিশেরই আকাশছোঁয়া দাম। আবার ছোট ইলিশে সেই হাতে গন্ধ লেগে থাকা স্বাদটা উধাও। তাই ইলিশ-সুখে আজ ভাঁটার টান। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 410

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    বড় আকারের ইলিশে কাঁটা তুলনামূলকভাবে কম। পিসও হবে বেশ বড় মাপের তবেই না সেই ইলিশ খেয়ে আর খাইয়ে সুখ! প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 510

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    তাছাড়া ইলিশে ফ্যাটের পরিমাণও বেশি থাকে। ভাজার সময়ে সেই সুগন্ধী তেলের গন্ধে পাড়া মাত করে দেয়। কিন্তু বড় ইলিশের বড়োই অকাল আজকাল। আর যদিও বা পেলেন বড় ইলিশ, তার দাম থাকে আকাশছোঁয়া। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 610

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    সেখানে কিনা প্রায় ২ কিলো ওজনের ইলিশ? এমন বড় আকারের ইলিশের দাম যে অনেকটাই বেশি হবে, তা বলাই বাহুল্য। কিন্তু তাই বলে ১৭,২০০ বাংলাদেশি টাকায়! এমনই চড়া দামে মোট ৪ কিলো ওজনের দুইটি ইলিশ বিক্রি হল বাংলাদেশে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩,৪৬৭ টাকা। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 710

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মাছের আড়তে নিলাম করে যেমন মাছ বিক্রি হয়, এক্ষেত্রেও অন্যথা হয়নি। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তে এই দুই পদ্মার ইলিশ বিক্রি হয়। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 810

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    দৌলতদিয়া ঘাটের মৎস্যজীবীরা জানিয়েছেন, শুক্রবার রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে এই ইলিশ দু'টি জালে ওঠে। শনিবার সকালে দুলাল মণ্ডলের আড়তে এই দুই মাছ নিয়ে আসা হয়। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 910

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    এদিনের নিলামে এলাকার বড় মত্স্য ব্যবসায়ীরা সবাই উপস্থিত ছিলেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মহম্মদ শাহজাহান শেখ মাছ দু'টি ৪ হাজার টাকা কেজি দরে কেনেন। মোট দাম দাঁড়ায় ১৬ হাজার টাকা(বাংলাদেশি)। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 1010

    Hilsa: দুটি ইলিশ মাছের দাম উঠল ১৭ হাজার ২০০ টাকা! ওজন কত কিলো? জানলে তাজ্জব হয়ে যাবেন!

    কেনার সঙ্গে সঙ্গে ফোনে পরিচিতদের এই বিষয়ে জানিয়ে দেন মহম্মদ শাহজাহান শেখ। ক্রেতা খুঁজতে শুরু করেন আর পেতেও দেরি হয়নি। খবর ছড়াতেই এদিন সকালে ঢাকার এক ব্যবসায়ী প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দিতে রাজি হয়ে যান। তিনি ১৭ হাজার ২০০ টাকা দিয়ে মাছ দুইটি কিনে নেন(ভারতীয় মুদ্রায় যার দাম হবে ১৩,৪৬৭ টাকা। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES