বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে প্যান কার্ড পাওয়ার সুবর্ণ সুযোগ !
Last Updated:
advertisement
advertisement
এরপরে মোবাইলে করদাতাদের ই-প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলেই দেওয়া হবে ৷ এই কারণেই আধার কার্ডের সব তথ্য নাম, জন্ম তারিখ, লিঙ্গ, সব সঠিক হতে হবে, ই-প্যান আর আধারের সব তথ্য এক হতে হবে ৷ করদাতার মোবাইল নম্বরও আপডেট করতে হবে ৷ এই নম্বরেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি দেওয়া হবে ৷ মোবাইল নম্বর ফেরিফায়েড হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
এটি সম্পূর্ণ কাগজ বর্জিত প্রক্রিয়া হওয়ায় কোনও রকমের হার্ড কপি দেওয়া হবেনা ৷ ই-প্যান অ্যাপ্লিকেশন সম্পন্ন হওয়ার পরে মোবাইল ও ই-মেলে ১৪ অঙ্কের প্যান কার্ড নম্বর পাঠানো হবে ৷ এই প্যান কার্ড কেবলমাত্র নিজেদের লোকেরাই নিতে পারবেন ৷ কোনও রকমের ছোট বড় সংস্থা এই সুবিধা পাবেনা ৷ এই সুবিধা পাওয়া যাবে কেবলমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই ৷ প্রতীকী ছবি ৷