জাঠ আন্দোলনে ক্ষতি ২০ হাজার কোটি টাকা, দেখুন অগ্নিগর্ভ হরিয়ানা

Last Updated:
জাঠ আন্দোলনে অগ্নিগর্ভ হরিয়ানা, দেখুন উত্তপ্ত হরিয়ানার কয়েকটি বিচ্ছিন্ন দৃশ্য ৷
1/26
জাঠ আন্দোলনে অগ্নিগর্ভ হরিয়ানা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার কয়েক কোম্পানি সেনা পৌঁছল হরিয়ানায় ৷ সড়ক ও রেল পথ থেকে অবরোধ হটানোয় এদের মূল উদ্দেশ্য ৷ পুলিশ সূত্রে খবর, গত ১২ ঘণ্টায় রাজ্যে অবরোধ ও ঘেরাও ছাড়া আর কোনও অপ্রিয় ঘটনার খবর নেই ৷ কিন্তু ছবি বলছে অন্য কথা ৷ দেখতে থাকুন উত্তপ্ত হরিয়ানার কয়েকটি বিচ্ছিন্ন দৃশ্য ৷
জাঠ আন্দোলনে অগ্নিগর্ভ হরিয়ানা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার কয়েক কোম্পানি সেনা পৌঁছল হরিয়ানায় ৷ সড়ক ও রেল পথ থেকে অবরোধ হটানোয় এদের মূল উদ্দেশ্য ৷ পুলিশ সূত্রে খবর, গত ১২ ঘণ্টায় রাজ্যে অবরোধ ও ঘেরাও ছাড়া আর কোনও অপ্রিয় ঘটনার খবর নেই ৷ কিন্তু ছবি বলছে অন্য কথা ৷ দেখতে থাকুন উত্তপ্ত হরিয়ানার কয়েকটি বিচ্ছিন্ন দৃশ্য ৷
advertisement
2/26
হরিয়ানার ৬ জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ রোহতক, ঝাজ্জর, সোনিপত, পানিপত, শিবানি, জিন্দ, হিসার, করনাল জেলায় এখন চলছে জাঠ বিক্ষোভ ৷
হরিয়ানার ৬ জেলায় কার্ফু জারি করা হয়েছে ৷ রোহতক, ঝাজ্জর, সোনিপত, পানিপত, শিবানি, জিন্দ, হিসার, করনাল জেলায় এখন চলছে জাঠ বিক্ষোভ ৷
advertisement
3/26
শুক্রবার থেকে শুরু হওয়া জাঠ সংরক্ষণের প্রতিবাদে গোটা রোহতাক জুড়ে অশান্তি ৷ বিক্ষোভে ভাঙা হয়েছে এলাকার শপিং মল, দোকানপাট ৷ এমনকী, এলাকার বেশ কিছু থানাতে ভাঙচুড় চালায় বিক্ষোভকারীরা ৷
শুক্রবার থেকে শুরু হওয়া জাঠ সংরক্ষণের প্রতিবাদে গোটা রোহতাক জুড়ে অশান্তি ৷ বিক্ষোভে ভাঙা হয়েছে এলাকার শপিং মল, দোকানপাট ৷ এমনকী, এলাকার বেশ কিছু থানাতে ভাঙচুড় চালায় বিক্ষোভকারীরা ৷
advertisement
4/26
আন্দোলনের নামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাস, সাতটি রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, এমনকী কিছু বাড়িতেও ৷ শনিবার গভীর রাতে রোহতকে হরিয়ানা ডেয়ারি কর্পোরেশনের প্ল্যান্টে আগুন ধরিয়ে দেয় একদল আন্দোলনকারী ৷ আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে খালি করে দেওয়া হয় প্ল্যানটের লাগোয়া জনবসতি ৷
আন্দোলনের নামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক বাস, সাতটি রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন, এমনকী কিছু বাড়িতেও ৷ শনিবার গভীর রাতে রোহতকে হরিয়ানা ডেয়ারি কর্পোরেশনের প্ল্যান্টে আগুন ধরিয়ে দেয় একদল আন্দোলনকারী ৷ আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে খালি করে দেওয়া হয় প্ল্যানটের লাগোয়া জনবসতি ৷
advertisement
5/26
অখিল ভারতীয় জাঠ সংরক্ষণ সমিতি ২১ তারিখ থেকে আন্দোলন করার কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু তার আগেই খাপ পঞ্চায়েতের বৈঠকের পর ১৪ ফেব্রুয়ারি থেকে হরিয়ানায় জাঠদের বিক্ষোভ শুরু হয়ে যায় ৷
অখিল ভারতীয় জাঠ সংরক্ষণ সমিতি ২১ তারিখ থেকে আন্দোলন করার কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু তার আগেই খাপ পঞ্চায়েতের বৈঠকের পর ১৪ ফেব্রুয়ারি থেকে হরিয়ানায় জাঠদের বিক্ষোভ শুরু হয়ে যায় ৷
advertisement
6/26
রোহতকে বাস, গাড়ি ও একাধিক পেট্রোল পাম্পেও আগুন ধরিয়ে দেওয়া হয় ৷
রোহতকে বাস, গাড়ি ও একাধিক পেট্রোল পাম্পেও আগুন ধরিয়ে দেওয়া হয় ৷
advertisement
7/26
অ্যাসোচেমের হিসাব অনুযায়ী হরিয়ানায় গত কয়েকদিনে হিংসা ও ভাঙচুরের ফলে ২০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷
অ্যাসোচেমের হিসাব অনুযায়ী হরিয়ানায় গত কয়েকদিনে হিংসা ও ভাঙচুরের ফলে ২০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷
advertisement
8/26
রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতেও আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা ৷
রাজ্যের অর্থমন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যুর বাড়িতেও আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা ৷
advertisement
9/26
হরিয়ানার যেসব জায়গায় মাত্রাতিরিক্ত উত্তেজনা রয়েছে সেই সব জায়গায় শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
হরিয়ানার যেসব জায়গায় মাত্রাতিরিক্ত উত্তেজনা রয়েছে সেই সব জায়গায় শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
advertisement
10/26
অখিল ভারতীয় জাঠ সংরক্ষণ সমিতির কোনও লোককেই ধর্নাস্থলে দেখা যায়নি ৷ আন্দোলন এখন নেতৃত্বহীন বিক্ষোভ আর লুঠপাটে পরিণত হয়েছে ৷ আন্দোলনকারীদের দাবি, ছয় মাস আগে সরকার তাদের সংরক্ষণ দেওয়ার কথা দিয়েও কথা রাখেনি ৷ জাঠ সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পরে শুধু আর্থিকভাবে দুর্বলদেরই সংরক্ষণের আওতায় আনার কথা বলেন ৷
অখিল ভারতীয় জাঠ সংরক্ষণ সমিতির কোনও লোককেই ধর্নাস্থলে দেখা যায়নি ৷ আন্দোলন এখন নেতৃত্বহীন বিক্ষোভ আর লুঠপাটে পরিণত হয়েছে ৷ আন্দোলনকারীদের দাবি, ছয় মাস আগে সরকার তাদের সংরক্ষণ দেওয়ার কথা দিয়েও কথা রাখেনি ৷ জাঠ সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পরে শুধু আর্থিকভাবে দুর্বলদেরই সংরক্ষণের আওতায় আনার কথা বলেন ৷
advertisement
11/26
জাঠ সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত হরিয়ানা ৷ হরিয়ানার ঝাজ্জরে পথ অবরোধ করল বিক্ষোভকারীরা ৷
জাঠ সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত হরিয়ানা ৷ হরিয়ানার ঝাজ্জরে পথ অবরোধ করল বিক্ষোভকারীরা ৷
advertisement
12/26
অ্যাসোচেমের হিসাব অনুযায়ী হরিয়ানায় গত কয়েকদিনে হিংসা ও ভাঙচুরের ফলে ২০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷
অ্যাসোচেমের হিসাব অনুযায়ী হরিয়ানায় গত কয়েকদিনে হিংসা ও ভাঙচুরের ফলে ২০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷
advertisement
13/26
পরিস্থিতির কারণে সোনিপতে বাস চলাচল বন্ধ রেখেছে হরিয়ানা পরিবহন দফতর ৷ অশান্ত পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ডগুলির মেন গেট তালাবন্ধ করে রাখা হয়েছে ৷
পরিস্থিতির কারণে সোনিপতে বাস চলাচল বন্ধ রেখেছে হরিয়ানা পরিবহন দফতর ৷ অশান্ত পরিস্থিতি এড়াতে বাসস্ট্যান্ডগুলির মেন গেট তালাবন্ধ করে রাখা হয়েছে ৷
advertisement
14/26
উত্তর রেলের CPRO নীরজ শর্মা জানিয়েছেন, এদিন ৮০০ ট্রেন বাতিল হয়েছে ৷ অনিয়মিত রেল পরিষেবা ছাড়াও জাতীয় সড়ক অবরোধের জেরে উত্তর ভারতের সঙ্গে দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ আন্দোলনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রোহতকে ৷
উত্তর রেলের CPRO নীরজ শর্মা জানিয়েছেন, এদিন ৮০০ ট্রেন বাতিল হয়েছে ৷ অনিয়মিত রেল পরিষেবা ছাড়াও জাতীয় সড়ক অবরোধের জেরে উত্তর ভারতের সঙ্গে দিল্লির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ আন্দোলনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রোহতকে ৷
advertisement
15/26
আন্দোলনকারীদের দাবি, সংরক্ষণ না পাওয়া অবধি তারা অবরোধ তুলবে না ৷
আন্দোলনকারীদের দাবি, সংরক্ষণ না পাওয়া অবধি তারা অবরোধ তুলবে না ৷
advertisement
advertisement
advertisement