দলের জন্ম মাত্র ১১ মাস আগে, ক্যালিফোর্নিয়ায় স্নাতক দুষ্যন্তই এখন হরিয়ানার কিংমেকার
Last Updated:
মাত্র ৩১৯ দিন আগে INLD-এর থেকে বহিষ্কৃত দুষ্যন্ত চৌটালার হাতে এখন রাজ্যের চাবিকাঠি ৷
advertisement
একসময় শিশুদের দল বলে একসময় অবহেলিত জেজেপি মানে জননায়ক জনতা পার্টির সুপ্রিমো দুষ্যন্ত চৌটালার সিদ্ধান্তই এখন হরিয়ানা বিধানসভার রঙ নির্ধারণ করবে ৷ ক্যালিফোর্নিয়া থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং জাতীয় আই বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাষ্টার্স দুষ্যন্ত চৌটালাই এই মুহূর্তে রাজনীতিতে ‘দি মোস্ট ওয়ান্টেন্ড’ ৷
advertisement
রাজনীতিতে আনকোরা নন, চৌটলা পরিবারের চতুর্থ রাজনৈতিক নেতা দুষ্যন্ত চৌটলা ৷ ১৯৮৮ সালের ৩ এপ্রিল হিসারে জন্ম হয় দুষ্যন্ত চৌটালার এক সময়ের উপ-প্রধানমন্ত্রী কৃষক নেতা দেবীলালের প্রপৌত্র দুষ্যন্ত ৷ ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল-এর হাত ধরেই রাজনীতিতে আগমন ৷ মাত্র ৩১৯ দিন আগে INLD-এর থেকে বহিষ্কৃত দুষ্যন্ত চৌটালার হাতে এখন রাজ্যের চাবিকাঠি ৷
advertisement
advertisement
দলীয় রাজনীতির স্বীকার হয়ে ২০১৮ এর ডিসেম্বর মাসে ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল থেকে বের করে দেওয়া হয় তাঁকে ৷ আসলে দুষ্যন্তের বাবা অজয় চৌটালার ইচ্ছে ছিল তাঁর ছেলে দুষ্যন্তকে হিসার থেকে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হিসেবে দাঁড় করানো হোক ৷ সহমত হননি কাকা, INLD সুপ্রিমো অভয় চৌটালা ৷ এরপরই তাঁকে বের করে দেওয়া হয় ৷
advertisement
এরপরই দুষ্যন্ত তৈরি করেন নিজের পার্টি জননায়ক জনতা পার্টি বা জেজেপি ৷ তাঁর ক্যারিশমাতেই খুব কম সময়ে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান জেজেপির ৷ দুষ্যন্তের নেতৃত্বে জনসভাতে ৬ লক্ষেরও বেশি লোক তাঁর সমর্থনে জমা হয়েছিল ৷ ভোটের আগেই দুষ্যন্তের এমন জনপ্রিয়তা জেজেপি-কে লাইমলাইটে নিয়ে এসেছিল ৷ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৭.৮২ লাখ ও ট্যুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৷ মাত্র ১১ মাস আগে জন্ম নেওয়া ও ৩১ বছর বয়সী এক নেতাই এখন হরিয়ানা বিধানসভার ভাগ্য নির্ধারক ৷